উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Nhasive
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (২১/০/০); শেষ হবে: ২৮ অক্টোবর ২০১৩
মনোনয়ন
আমি ২০০৮ সাল থেকে বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী। বিভিন্ন বিষয়ের নিবন্ধে নিয়মিত অবদান রাখার পাশাপাশি আমি অফলাইন উইকিপিডিয়া কার্যক্রমেও নিয়মিত কাজ করছি। আমি দীর্ঘ একটি সময় ধরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিবন্ধ নিয়ে কাজ করছি। এর বাইরে বিভিন্ন নিবন্ধের মান উন্নয়নের জন্যও কাজ করছি। নিবন্ধ তৈরী ও মান উন্নয়নের পাশাপাশি উইকিপিডিয়া নীতিমালাসহ অন্যান্য পাতাগুলোর অনুবাদের সঙ্গেও যুক্ত আছি। খেতাবপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাদের তথ্য ও ছবি উইকিপিডিয়াতে যুক্ত করার পাশাপাশি আমি বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বদের নিবন্ধ যোগ করার ব্যাপারে কাজ করে যাচ্ছি। এ তালিকায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থান, স্থাপনাসহ বিভিন্ন বিষয় রয়েছে যেসব বিষয়ে আমি নিয়মিত অবদান রেখে যাচ্ছি। বর্তমানে আমার তৈরি নিবন্ধের সংখ্যা ৩০০-এর বেশি এবং সম্পাদনার সংখ্যা ৭ হাজার ৮০০ ছড়িয়েছে।
বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি আমি উইকিমিডিয়া কমন্সের একজন নিয়মিত অবদানকারী। কমন্সে আমার নিজের তোলা এবং বিভিন্ন স্থান/ব্যক্তিদের কাছ থেকে সংগৃহিত আপলোড করা ছবির সংখ্যা খুব বেশি নয় তবে আমি বর্তমানে নিবন্ধ যোগ করার পাশাপাশি নিয়মিত ছবি আপলোড করার কাজটিও করছি। পাশাপাশি মেটাসহ অন্যান্য আরও বেশ কিছু উইকিমিডিয়া প্রকল্পে আমি নিয়মিত অবদান রাখছি। ইংরেজি উইকিপিডিয়া এবং উইকি সংকলনেও আমি অবদান রাখছি।
ব্যক্তিগত ভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময় থেকেই আমি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত। এছাড়া আমি বর্তমানে বাংলাদেশের শীর্ষ একটি দৈনিকে সংবাদকর্মী হিসেবে কর্মরত আছি। উইকিপিডিয়া নিয়ে আমার একাধিক নিবন্ধ, ফিচার, সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা উইকি বিষয়ক যে কোন সংবাদ আমি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেয়ার কাজটি অনেকদিন ধরেই করছি। এছাড়া মাসিক বিভিন্ন তথ্যপ্রযুক্তি ম্যাগাজিনেও আমি উইকিপিডিয়া নিয়ে নিয়মিত লিখছি। উইকিপিডিয়া সম্পর্কে সবাইকে জানানো এবং আগ্রহী করতে তুলতে আমি শুধুমাত্র উইকিপিডিয়া নিয়ে একটি বই লিখেছি যা ২০১৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির নাম 'বাংলা উইকিপিডিয়া কী এবং কেন'। এছাড়া দীর্ঘদিন ধরে মুক্ত সফটওয়্যার নিয়েও কাজ করছি। মুক্ত সফটওয়্যার নিয়েও আমার লেখা 'নানা কাজের মুক্ত সফটওয়্যার' নামের একটি বই ২০১২ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে অন্যতম একটি হচ্ছে উইকিপিডিয়া।
উইকিপিডিয়ার উন্নয়নে আমার সম্পৃক্ততা কেবলমাত্র অনলাইনেই নয়। বিগত বছরগুলোতে আমি উইকিপিডিয়ার উপর একাধিক কর্মশালা পরিচালনা এবং আয়োজনের সাথে যুক্ত আছি। ব্যক্তিগত ভাবে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি নিয়মিত ভাবে বাংলা উইকিপিডিয়ার উপর কর্মশালা পরিচালনা করছি। এছাড়া প্রতিবছর পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারীর দিন বাংলা উইকিপিডিয়াকে আরও জনপ্রিয় করার লক্ষে বিডিওএসএনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক হিসাবে যুক্ত আছি। এছাড়া আমি চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম বাংলা উইকিপিডিয়া আনকনফারেন্সের কেন্দ্রীয় আয়োজক হিসাবে কাজ করেছি। উইকিপিডিয়ার পাশাপাশি আমি যুক্তরাজ্য ভিত্তিক ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। ওপেন নলেজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এ সংগঠনটি কাজ করে। ২০১৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় ওকেএফএন আয়োজিত বার্ষিক সম্মেলনে আমি অংশ নিয়েছি এবং সেখানে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের উইকিপিডিয়ানদের সঙ্গেও আলোচনা করেছি। এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠার শুরু থেকেই এর নানা কাজের সঙ্গে যুক্ত আছি।
প্রশাসকদের সরঞ্জামগুলো ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, মিডিয়াউইকি নামস্থানের পাতাগুলো, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মান উন্নয়নের মত কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা করবো।বর্তমানে আমি রোলব্যাকার, নিরীক্ষক অধিকারপ্রাপ্ত।বাংলা উইকিতে আমি ধ্বংসপ্রবণতা রোধে কাজ করি। নিয়মিতধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ ইত্যাদিকাজ করতে চাই। আমি মনে করি বাংলাউইকিপিডিয়াতে নতুন প্রশাসক নিয়োগ প্রক্রিয়াটি নিয়মিত হওয়া উচিত। আমাদের কমিউনিটি খুব বড় না হলেও আমাদের নিবন্ধ সংখ্যা নিয়মিত বাড়ছে। পাশাপাশি এসব নিবন্ধের মাননোন্নয়ন, রক্ষনাবেক্ষনের কাজও বেড়েই চলছে। বর্তমানে সক্রিয় তালিকায় থাকা প্রশাসকদের অনেকেই উইকিপিডিয়াতে নিয়মিত সময় দিতে পারছেন না। যার ফলে অনেক ক্ষেত্রেই আলোচনায় সিদ্ধান্ত গ্রহনে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। অনুরোধকৃত পাতা অপসারণ, ব্যবহারকারী আলাপ পাতার বার্তার জবাব, অফলাইনের নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ইত্যাদি কাজগুলোতেও দীর্ঘসূত্রিতা হচ্ছে। দ্রুত কাজ হচ্ছে না। নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে এই ধরনের অবস্থার উন্নয়নের করা সম্ভব বলে আমি আশা করি। বর্তমানে ১২জন প্রশাসক রয়েছেন বাংলা উইকিপিডিয়ায়। তবে অধিকাংশ প্রশাসকেরাই দীর্ঘদিন ধরে সময় দিতে পারছেন না। তাই শুধু সংখ্যাটাই বেড়েছে কাজের পরিমান কিংবা সমস্যা সমাধানের প্রক্রিয়াটি দ্রুত হয়ে উঠেনি। প্রশাসক অধিকারের মাধ্যমে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আমি এখানে আবেদন করছি। --নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৮:৩৮, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নের উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: মূলত আমি ধ্বংসপ্রবণতা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, ব্যবহারকারী আলাপ পাতার বার্তার জবাব, উন্নয়নের প্রয়োজনে কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়ন, অনুবাদের কাজগুলো করতে আগ্রহী। নিয়মিত অবদানের পাশাপাশি যেহেতু আমাদের নিবন্ধ সংখ্যা বাড়ছে তাই একজন প্রশাসক হিসেবে আরো দ্রুত এবং দায়িত্বশীল হয়ে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আমি প্রশাসক হিসেবে কাজ করতে চাই।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় আমার শ্রেষ্ঠ অবদান হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নিবন্ধ তৈরি এবং রক্ষণাবেক্ষন। কারণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন। এ মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৬জন। এ খেতাবপ্রাপ্ত বীর মুক্থিযোদ্ধাদের বীরত্বগাঁথা সবাই যাতে সহজে জানতে পারে সে জন্যই আমি এ কাজটি করেছি। আমি মনে করি এটি বাংলাদেশের জন্য বড় একটি অর্জন। এছাড়া আমি বাংলাদেশের আরো নানা বিষয়গুলোকে তুলে ধরতে চাই উইকিপিডিয়ার মাধ্যমে। বাংলা ভাষাভাষীদের কাছে তথ্য পৌঁছানোসহ আরো সহজে সবাই বাংলায় তথ্য পেতে পারি সে জন্য কাজ করতে চাই।
- আপনি কি কখনো কোন ব্যবহারকারীর সাথে বিরোধিতায় জড়িয়েছিলেন বা কোন ব্যবহারকারীর সাথে মতবিরোধ হয়েছিল? হলে কীভাবে তা প্রতিকার করেছিলেন? ভবিষ্যতে এরকম কোন অবস্থার সম্মুখীন হলে কিভাবে মিটাবেন?--প্রত্যয় (স্বাগতম) ০৯:১৩, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ। না আমি এখনও কোন ব্যবহারকারীর সঙ্গে কোন ধরনের বিরোধিতায় জড়াইনি। কখনো মতবিরোধও হয়নি। তবে ভবিষ্যৎতে এমন পরিস্থিতিতে পড়লে আমি বিষয়টা ভালো ভাবে বুঝে যার সঙ্গে সমস্যা হবে তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এক্ষেত্রে অবশ্যই আমার ব্যক্তিগত আক্রোশ কিংবা অামার মতামতের চেয়ে কমিউনিটির স্বার্থে উইকিপিডিয়ার নিয়ম অনুসারেই সমস্যার সমাধানের চেষ্টা করবো।--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৯:২৭, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- প্রশাসক হলে আপনি আগামী এক মাসের মধ্যে কি করবেন?--প্রত্যয় (স্বাগতম) ০৯:১৩, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- এক মাসের মধ্যে আমি আমার নিয়মিত কাজের পাশাপাশি নতুন কিছু উদ্যোগ নিতে চাই। বিশেষ করে নতুন অবদানকারীদের উৎসাহ যোগাযোগাতে কিছু পদক্ষেপ নিতে আমি বেশি আগ্রহী (যেমন: উইকিপদক দেয়া)। পাশাপাশি প্রশাসক হিসেবে আমার উপরে উল্লেখিত কাজগুলোকে দ্রুত সমাধান করতে চাই।--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৯:২৭, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আমার সর্বশেষ প্রশ্ন হল বাংলা উইকিপিডিয়া-কে আপনি ভবিষ্যতে কেমন দেখতে চান এবং এ সম্পর্কে আপনার পরিকল্পনা কি? --প্রত্যয় (স্বাগতম) ০৯:১৩, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ভবিষ্যতে বাংলা উইকিপিডিয়াকে আমি এমন একটি স্থানে দেখতে চাই যেখানে সবাই সহজে যেমন তথ্য পাবে এবং তথ্যটি উইকিপিডিয়া থেকে নেয়া সেটিই সেরা বলে বিবেচিত হতে পারে সে জায়গায় যাতে উইকিপিডিয়া পৌঁছতে পারে। বিশেষ করে তথ্যের পূর্ণাঙ্গতা, মানদন্ড এসব বিষয়গুলো যাতে সঠিক এবং তথ্যসমৃদ্ধ হয় সে বিষয়ে কাজ করতে আগ্রহী আমি। এছাড়া বাংলা ভাষাভাষীদের চোখে যাতে একটি পূর্ণাঙ্গ এবং গ্রহণযোগ্য মুক্ত বিশ্বকোষ হিসেবে একমাত্র বাংলা উইকিপিডিয়া সবার উপরে থাকে সে চেষ্ঠায় সর্বোচ্চ কাজ করে যেতে চাই।--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৯:২৭, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- উইকিপিডিয়া একটি চলমান প্রক্রিয়া! (আপনার দৃষ্টিকোণে) বাংলা উইকিপিডিয়ায় সেরা নিবন্ধ কোনটি ও আপনার সৃষ্ট সেরা নিবন্ধ কোনটি? উক্ত দু’টি নিবন্ধে আর কি কি বিষয়াবলীর অন্তর্ভূক্তিতে পূর্ণাঙ্গতা প্রকাশ পেত বলে ধারণা করেন? - Subrata Roy (আলাপ) ১২:৫৮, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ। এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সেরা নিবন্ধ বললে বলতে হয় আমাদের নির্বাচিত নিবন্ধগুলোকে। আমার করা সেরা নিবন্ধ এখনও হয়ে উঠেনি। অর্থাৎ আমি যেসব নিবন্ধ তৈরি করেছি সেগুলো সম্পূর্ণ ভাবে পূর্ণাঙ্গ হয়নি এখনও..তবে আমি এ ব্যাপারে কাজ করছি। এখন আমি যেসব নিবন্ধ নিয়ে কাজ করি সেগুলোতে আরো তথ্য যুক্ত করার মাধ্যমে আশা করছি নিবন্ধগুলো পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে। এক্ষেত্রে বীর শ্রেষ্ঠদের নিবন্ধগুলো নিয়ে কাজ করার ব্যাপারে আমি আগ্রহী। --নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৫:১০, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- সমর্থন উইকিপিডিয়ান হাছিব-কে সমর্থন দিচ্ছি। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ অত্যন্ত গুরুত্বের সাথে নির্মান করে তিনি প্রশংসনীয় একটি কাজ করেছেন। বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধ নিয়ে তার নিবন্ধ গুলোর মানও উল্লেখযোগ্য। তাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবে মনোনয়নের জন্য আমি পূর্ণাঙ্গ সমর্থন দিচ্ছি।--আশা (আলাপ) ০৯:০৬, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব বহুকাল ধরে উইকিপিডিয়ার সাথে জড়িত। উইকিপিডিয়াতে মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিবন্ধে হাছিব চমৎকার কাজ করে চলেছেন। এছাড়া নানা মুক্ত-কনটেন্ট মুভমেন্টে হাছিবের লিডারশিপ রোল সম্পর্কে ভালো ধারণার প্রেক্ষিতে আমি বিশ্বাস করি, হাছিব একজন সফল এডমিন হতে পারবে। তাই তাকে সমর্থন দিচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৯:১৪, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন .০০০০১% বিরোধিতা করার চিন্তা ছিল তা কর্পূরের মতে উবে গেছে । আমার প্রশ্নের সদুত্তর পেয়েছি । এছারাও, ব্যবহারকারী যথেষ্ট অভিজ্ঞ। ৩০০-এর অধিক নিবন্ধ তৈরি করেছেন এবং ৮ হাজার-এর কাছে সম্পাদনা করেছেন। এর পর বিরোধিতা করার আর কোন প্রশ্নই নেই। আপনাকে ঝাড়ু হাতে দেখার অপেক্ষা করছি। --প্রত্যয় (স্বাগতম) ০৯:৩০, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় প্রশাসকের যথেষ্ঠ অভাব রয়েছে। এমতাবস্থায় হাছিব ভাই প্রশাসকত্বের যোগ্য একজন প্রার্থী। - রাহাত (আলাপ) ০৯:৩৭, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে উইকিপিডিয়া নিয়ে কাজ করছে। মুক্তিযুদ্ধ নিয়ে তার উইকি ভুক্তিগুলো চমৎকার। আমি বিশ্বাস করি হাছিব প্রশাসক হলে তা বাংলা উইকিপিডিয়ার জন্য ভালো হবে। তাই আমি তাকে সমর্থন দিচ্ছি। -- একরামুল হক শামীম ২১ অক্টোবর ২০১৩
- সমর্থন হাছিব ভাই প্রশাসক নন - এটা জেনেই বরং অবাক হচ্ছি! অবশ্যই করা উচিত। Ashiq Shawon (আলাপ) ১০:৩১, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব প্রশাসক হলে ভাল। ও যোগ্য এবং অফলাইনেও প্রচুর কাজ করছে উইকির জন্য। আমি আশা করবো, পুরানোদের মতো প্রশাসক হওয়ার পর ও যেন হারায় না যায়! Munirhasan (আলাপ) ১২:০০, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন প্রশাসক হওয়ার সবরকম যোগ্যতাই রয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৪৩, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - অনলাইন কিংবা অফলাইনে, সমানতালে বাংলা উইকিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন ও যাবেন - এ প্রত্যাশা ব্যক্ত করে সমর্থন দিচ্ছি হাছিব ভাইয়ের প্রশাসকের আবেদনটিতে। অগ্রীম শুভেচ্ছাসহ - Subrata Roy (আলাপ) ১২:৫৮, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন পূর্ণ সমর্থন দিচ্ছি। বাংলা উইকি এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারবেন বলে আশা করছি।। --নাসির খান সৈকত • আলাপ • ১৫:৪৯, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন সমর্থন জানাচ্ছি। আশা করি হাছিব ভাই বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আরো বেশি বেশি কাজ করে যাবেন। --আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৬:২০, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব ভাইয়ের প্রতি সমর্থন জানাচ্ছি তাঁর অনলাইন-অফলাইন উইকি-আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে...। অগ্রিম শুভ কামনা রইলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২০, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব ভাই দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলেছেন। প্রশাসক হলে আশা করি আরো কার্যকরভাবে অবদান রাখতে পারবেন। শুভ কামনা রইলো :) – তানভির (আলাপ) ০৭:১৪, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন সমর্থন রইল হাছিব ভাইয়ের প্রতি।---খালেদ (আলাপ) ১০:৫৯, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন জানাচ্ছি। দীর্ঘদিন ধরে উইকিপিডিয়ার সাথে জড়িত ও অভিজ্ঞ একজন ব্যবহারকারী। আশা করি, বাংলা উইকিকে সামনের দিকে নিয়ে যেতে আরো গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। --Aftab1995 (আলাপ) ১২:২৮, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন হাছিব ভাই কে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমি অনেক দিন ধরে উইকি তে অনিয়মিত, তবে হাছিব ভাই এর সব কাজ সম্পর্কেই আমি জানি এবং ব্যক্তিগত ভাবে হাসিব ভাইকে যতটুকু চিনি তাতে করে আমি নিশ্চিত যে তিনি বাংলা উইকিপিডিয়াকে আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং এতে নতুন মাত্রা যোগ করবেন। -- অভিজিত রায় কাব্য ০৩:১৭, ২৩ অক্টোবর ২০১৩ (ইএসটি)
- সমর্থন হাছিব ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমি উইকিতে যুক্ত আছি এক বছরের বেশি হলো। অনলাইনে আমি অনিয়মিত, তবে অফলাইনে বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছি। এসব কার্যক্রমে হাছিব ভাইকে সক্রিয় ভাবে কাজ করতে দেখেছি। আমি আশা করছি প্রশাসক হিসেবে তিনি আরো ভালো কাজ করতে পারবেন। শুভকামনা। --রাহিতুল ইসলাম রুয়েল (আলাপ) ০৯:৪৫, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন জোড়াল সমর্থন জানাচ্ছি। হাছিব ভাই বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আরো বেশি বেশি কাজ করে যাবেন বলে আশা করি। -- (Mohd. Toukir Hamid (আলাপ) ১২:৩২, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]
- সমর্থন হাছিব ভাইয়ের যে অবদান, তাতে বিরোধিতা করার কোনো কারণ নেই।--Adib5271 (আলাপ) ০৮:৩৮, ২৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন উইকিতে হাছিব ভাই দীর্ঘদিন যাবত সক্রিয়। তাই তাঁর এই আবেদনে সমর্থন রইলো। গৌতম (আলাপ) ১২:৫৯, ২৬ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন সমর্থন দিচ্ছি। গত বছরের ডিজিটাল ওয়ার্ল্ডে সময় চিলড্রেন ডিজিটাল ওয়ার্ল্ডে উইকিপিডিয়ান হাছিব মামা-কে প্রথম দেখি। তিনি সেদিন আমাকে সত্যিকারের অনেক উৎসাহ দিয়েছিলেন। হাছিব মামাকে সমর্থন দিচ্ছি। উইকিপিডিয়ান আশা আমার মামা হওয়াতে উইকিপিডিয়ান হাছিবও আমার মামাও হন। মামা আপনি এগিয়ে যান।--স্বচ্ছ (আলাপ) ১৯:৩২, ২৭ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
মন্তব্য
- করা হয়েছে অভিনন্দন রইল।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৪, ২৮ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]