উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০২০

Al Riaz Uddin Ripon সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় দুই বছরের বেশি সময় ধরে নিয়মিত সম্পাদনা করছেন। এখন পর্যন্ত তিনি ৮০০০+ সম্পাদনা করেছেন এবং নিয়ম অনুযায়ী ৫০+ নিবন্ধও তৈরি করেছেন। নিয়মিত নিবন্ধ তৈরি না করলেও অন্যান্য পাতা তৈরি করছেন। এই অধিকারের জন্য প্রায় সব নীতিমালাই তিনি পূরণ করছেন। ব্যবহারকারীকে এই অধিকারটি দেয়া হলে তাঁর সম্পাদনাগুলো পর্যালোচনা করার জন্য অন্য ব্যবহারকারীকে সময় ব্যয় করতে হবেনা। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:০৬, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ZI Jony: আবেদন পাতায় মনোনীত করায় ধন্যবাদ। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:১৫, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫১, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মোহাম্মাদ ইসমাইল সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় প্রায় দের বছর সময় ধরে নিয়মিত সম্পাদনা করছেন। এখন পর্যন্ত তিনি ৩৮০০+ সম্পাদনা করেছেন এবং নিয়ম অনুযায়ী ৫০+ নিবন্ধও তৈরি করেছেন। নিয়মিত নিবন্ধ তৈরি এবং অন্যান্য পাতা তৈরি করছেন। এই অধিকারের জন্য প্রায় সব নীতিমালাই তিনি পূরণ করছেন। ব্যবহারকারীকে এই অধিকারটি দেয়া হলে তাঁর সম্পাদনাগুলো পর্যালোচনা করার জন্য অন্য ব্যবহারকারীকে সময় ব্যয় করতে হবেনা। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:১২, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫১, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahian~bnwiki সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি প্রতিনিয়ত নতুন নিবন্ধ তৈরি ও তথ্য দ্বারা সেগুলো সম্প্রসারণ করে যাচ্ছি। ইতিমধ্যে আমি ৫০+ সম্পূর্ণ নিবন্ধ তৈরী করেছি এবং বর্তমানে আমার তৈরি নিবন্ধ সংখ্যা ১৭৬(+) ; সেগুলোর মাঝে উল্লেখযোগ্য জীবিত ব্যক্তিদের পূর্ণ নিবন্ধ রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের পৌরসভা সম্পর্কৃত নিবন্ধ তৈরির কাজ করে যাচ্ছি। ~ নাহিয়ান আলাপ ১৭:৪৪, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদন ব্যর্থ হওয়ার পরও অল্প সময়ের মধ্যে বারংবার অধিকারের আবেদন (রোলব্যাক ও স্বয়ংক্রিয় পরীক্ষণ) করা উচিত নয়। এই ধরনের প্রবণতাকে উইকিপিডিয়ার ভাষায় হ্যাট কালেক্টিং বলা হয়। উল্লেখ্য, আপনার রোলব্যাক অধিকারের আবেদন আজকে (১৯/০৪/২০২০) ব্যর্থ বলে প্রশাসক কর্তৃক চিহ্নিত হয়েছিলো। আশা করি বিষয়টি মাথা রাখবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Ibrahim Husain Meraj অধিকার দিয়েছেন (এই আবেদনের ভিত্তিতে নয়) তাই বন্ধের খাতিরে এই আবেদনটি সফল হিসেবে বন্ধ করা হলো যেহেতু অধিকার রয়েছে কিন্তু আবেদনটি হ্যাট কালেক্টিং। একইসাথে ব্যবহারকারী এই আবেদনটি উপরের ব্যবহারকারীর মন্তব্য থাকা সত্ত্বেও মুছে দিয়েছিলেন যা একজন স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীর কাছ থেকে কাম্য নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০০, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: আমার ভুলকর্মের জন্য আমি দুঃখিত, বুঝতে না পারায় এমনটা হয়েছিল। আগামীতে অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি এই ভুলগুলোও শুধরে নেব। ~ নাহিয়ান আলাপ

Plague সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বিগত প্রায় এক বছর ধরে আমি বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত। আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত অবদান রাখার চেষ্টা করি। আমার তৈরী নিবন্ধ সমূহ যথেষ্ট গাঠনিক ও মানসম্মত। তাই আমি মনে করি, আমি বাংলা উইকিপিডিয়ায় "স্বয়ংক্রিয় পরীক্ষণ" অধিকারটি পাওয়ার যোগ্য। Plague (আলাপ) ১২:৩৪, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Safi Mahfouz সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত ১০ মাস যাবৎ উইকিপিডিয়ায় অবদান রাখছি। এবং ৫০টিরও বেশি নিবন্ধ তৈরি ও অনুবাদ করেছি। আমি এই অধিকারটির বিষয়ে ভালো ভাবে পড়ে দেখেছি। এক কথায় এই অধিকারটির দ্বারা নতুন পাতা সমূহে ও সাম্প্রতিক পরিবর্তনে টহলদানকারী উইকিপিডিয়ানদের টহল দেবার ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। যদি প্রশাসকবৃন্দ আমার সম্পাদনাকে বিশ্বাসযোগ্য মনে করেন, তবে আমার আবেদন গ্রহণ করার অনুরোধ রইল। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:৪৭, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য: আপনার অবদানের জন্য ধন্যবাদ। তবে আপনার অধিকাংশ নিবন্ধ {{ছোট নিবন্ধ}}। আবার এও হতে পারে ইংরেজি থেকে অনুবাদের সময় আপনি ছোট নিবন্ধগুলো বেছে নিচ্ছেন। আমি এধরণের ছোট নিবন্ধ তৈরির মাধ্যমে নিবন্ধসংখ্যা বৃদ্ধির পক্ষে নই। ~মহীন (আলাপ) ০৭:২৭, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ভাই, মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমি নিবন্ধ সংখ্যা বৃদ্ধির নিমিত্তে (ছোট) নিবন্ধ অনুবাদ করিনা। এটা ঠিক, যে আমি অধিকাংশ সময় ছোট নিবন্ধ অনুবাদ করি। আর আমার জানা মতে, মান সম্পন্ন নিবন্ধ বলতে এমন নিবন্ধকে বোঝায়, যাতে যথেষ্ট পরিমান তথ্যসূত্র আছে এবং তা কোন ভাবেই অপসারন বা দ্রুত অপসারন যোগ্য না। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:৪৪, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে। যদিও কিছু সংক্ষিপ্ত নিবন্ধ লিখেছেন, তবে অনেকগুলি বড় নিবন্ধও লিখেছে এবং সামগ্রিক লেখার মান ভালো। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৬, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]