উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০২২

মো সোহানুর রহমান সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি, উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী পাতাটি ও উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা পাতাটি পড়েছি। কোনটি ধ্বংসপ্রবণতা আর কোনটি ধ্বংসপ্রবণতা নয় এ সমন্ধে আমার অভিজ্ঞতা রয়েছে। আইপি থেকে ধ্বংসাত্বক সম্পাদনা সহজে বাতিল করতে (বিশেষ করে আমার তৈরি করা ৫০০+ রেলওয়ে সংক্রান্ত নিবন্ধ) আমার রোলব্যাক অধিকারটি প্রয়োজন। ইতিমধ্যে আমি "পূর্বাবস্থায় ফেরত" এর মাধ্যমে বেশ কিছু ধ্বংসাত্বক সম্পাদনা বাতিল করেছি। সোহান (আলাপ) ১২:০২, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য @মো সোহানুর রহমান আপনি সর্বমোট রোলব্যাক করেছেন ৪৮ টি।দুঃখিত, আপনি সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হবেন কিনা তা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ৷ আমার পরামর্শ, কয়েক মাস ব্যয় করে টহল করুন সাম্প্রতিক পরিবর্তনে ( টুইঙ্কল ব্যবহার করতে পারেন)। -- Prince ovy (আলাপ) ১৭:১৬, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy আমার এটা বলা‌ হয়তো উচিত হচ্ছে না, তবুও বলছি। ওনি রোলব্যাক অধিকারের আবেদন করেছেন তারমানে তিনি রোলব্যাকার নন। যেহেতু তিনি রোলব্যাকার‌ নন, তাহলে তিনি ৪৮বার রোলব্যাক কীভাবে করলেন? আমার মনে হয় অধিকারের আবেদন পাতায় কোন উদ্বেগ থাকলে সেটা প্রকাশ ব্যতীত অন্যান বিষয়গুলোতে নিয়ে মন্তব্য বা পরামর্শ দেওয়ার বিষয়টি প্রশাসকদের উপর ছেড়ে দেওয়া উচিত। —শাকিল (আলাপ · অবদান) ১৭:২৭, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি উপরের আলোচনাটি কেটে দিলাম, ব্যবহারকারী মন্তব্যটি প্রত্যাহার করেছেন, যেটা অপসারণের চাইতে উত্তম। -- ওহিদ (আলাপ) ১৭:৩৭, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৯, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

SHEKH সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি ব্যবহারকারী:SHEIKH পাবলিক কম্পিউটার থেকে এই আইডি চালিয়ে থাকি, SWVewer চালানো এবং ধংশপ্রবনতা ঠেকানোর জন্য আমার এই অধিকার প্রয়োজন। SHEKH (আলাপ) ১৭:৪৮, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৫, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

BiolysisBiologist সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি টুইংকল ছাড়াও পূর্বাবস্থায় ফেরত বোতামের মাধ্যমে ধ্বংসপ্রবণতা প্রতিরোধ করে থাকি, তবে বর্তমানে রোলব্যাকের ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধ করছি। দ্রুত রোধ এবং আমার কাজকে আরও সাবলম্বী করতে রোলব্যাক অধিকার প্রয়োজন। আমি WP:ROLLBACK পড়েছি এবং দুর্ঘটনাবশত রোলব্যাক হইতে সাবধান। BiolysisBiologist (আলাপ) ১৫:৪৩, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে, আশা করি আপনি অধিকারটি সঠিকভাবে ব্যবহার করবেন এবং কোনো ধরনের সম্পাদনা যুদ্ধে অধিকারটি ব্যবহার করবেন না। পুনরায় WP:রোলব্যাক পাতাটি পড়ে দেখার অনুরোধ৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৫৩, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

খাত্তাব হাসান সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

ধ্বংসপ্রবণতায় বাঁধা দিতে কাজ করতে আগ্রহী। ~ খাত্তাব ( | | ) ১৬:৩৫, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@খাত্তাব হাসান ‘ধ্বংসপ্রবণতায় বাঁধা দেওয়া’ রোলব্যাক অধিকার ছাড়াও সম্ভব।   তাই একটু স্পষ্ট করে লিখুন, কেন আপনার রোলব্যাক অধিকার প্রয়োজন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৩, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ২১টি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নিয়েছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৮, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya ভাই রোলব্যাক অধিকার ছাড়াও বাঁধা দেওয়া সম্ভব। কিন্তু অনেকক্ষেত্রে অনেক স্ক্রিপ্ট আমাকে ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। যেমন: মিডিয়াউইকি:Gadget-confirmationRollback-mobile.js স্ক্রিপ্টটি। অধিকার না থাকায় (যেহেতু শর্ত দেওয়া) আমি অন্যভাবে ইন্সটল করছিনা। যদিও প্রক্রিয়া জানা আছে।
এছাড়া কিছুকাল আগে এসডাব্লিউভিউয়ার করে ধ্বংসপ্রবণতায় বাধা দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু অধিকার না থাকায় সেটা হয়নি। আগামীতে আশা করছি এসডাব্লিইভিউয়ারও ব্যবহার করে উন্নয়ন করব। ~ খাত্তাব ( | | ) ১৯:০৬, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৩, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]