উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০১৪

Moheen Reeyad সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ব্যবহারকারী হিসেবে নিয়মিত বিভিন্ন বিষয়ের নতুন নিবন্ধ প্রণয়ণ এবং মানোন্নয়নের কাজ করছি। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে আমার ২৫টি প্রণীত নিবন্ধ, ১০টির বেশি প্রণয়নাধীন নিবন্ধ এবং সর্বমোট ৮০০-এর বেশি সম্পাদনা রয়েছে। এছাড়াও আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের কাজ করছি। পাশাপাশি বিভিন্ন উইকিপ্রকল্প, টেমপ্লেট, তথ্যছক, বিষয়শ্রেণী এবং নিবন্ধ পরিচর্যার কাজ করছি। এক্ষেত্রে অনিবন্ধিত আইপির অগঠনমূলক এবং ধংস্বপ্রবণ সম্পাদনা এক-এক করে বাদ দিতে হচ্ছে এবং যা সময়সাপেক্ষ। আমি উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন এবং তা মেনে চলার চেষ্টা রাখি। আমি রোলব্যাকের অপব্যবহারের নীতিমালা সম্পর্কেও সচেতন। একারণে আমি কাজের সহায়ক হিসেবে রোলব্যাক অধিকারের আবেদন জানাচ্ছি। মহীন রীয়াদ (আলাপ) ১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--Aftab1995 (আলাপ) ১৮:২৭, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অধিকার প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।-- মহীন রীয়াদ (আলাপ) ১৮:৫০, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
রীয়াদ ভাই, আমি আপনার আবেদনের বিরোধীতা করছি না আফতাব আপনাকে অলরেডি দিয়ে দিয়েছেন সুতরাং অভিনন্দন। কিন্তু এখানে আবেদন করার একটু পূর্বেই আমি আপনার অবদানে চোখ বুলিয়েছি এবং সেখানে রোলব্যাক যে কাজে ব্যবহার হয় সেরকম সম্পাদনা নেই। আশা করি আপনি রোলব্যাক অধিকারটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কাজে ব্যবহৃত হয় তা ভালোভাবে পড়ে দেখেছেন। জাস্ট একটু সতর্কতার সহিত ব্যবহার করবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩২, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ, আপনার পরামর্শের জন্যে ধন্যবাদ।-- মহীন রীয়াদ (আলাপ) ১৯:৫৫, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Masum Ibn Musa সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

রোলব্যাক অধিকারটি পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুন করণীয় আমার মনে হয় আমি করতে পেরেছি। তাই আমি পুনরায় এই অধিকারটি প্রদানের জন্য আবেদন করছি। — মাসুম • ১৫:০৫, ১৬ ফেব্রুয়ারী ২০১৪ (ইউটিসি)

  করা হয়েছে -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Tauhid16 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত কয়েক মাস যাবৎ উইকিপিডিয়ায় নিবন্ধন প্রণয়ন ও সম্পাদনা করে আসছি। উইকিপিডিয়ায় যাচাইযোগ্যতা, ধ্বংসপ্রবণতা ও কপিরাইট সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা রয়েছে। কাজ করার সময় ধ্বংসপ্রবণতা লক্ষ্য করলে তা রোধে আমি চেষ্টা করেছি। কাজটি আরও সহজে করার জন্য রোলব্যাক অধিকার পাবার জন্য আবেদন করছি। আশা করি আমার এই আবেদন বিবেচনা করা হবে। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৫:১৪, ১৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে যদিও আপনার অবদানে রিভার্টের ইতিহাস খুব বেশি নেই তবুও আপনার বাংলা উইকিতে অভিজ্ঞতা ও বিশ্বস্ততার জন্য আপনাকে অধিকারটি খুশিমনে দিতে আমার কোন আপত্তি নেই। রিভার্ট সংক্রান্ত আরো কাজ আপনার কাছ থেকে আশা করছি।-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৩, ১৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আপনাকে। আশা করি আমি এই অধিকারের যথাপুযুক্ত ব্যবহার করতে পাড়ব। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৫:২৯, ১৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ANKAN GHOSH DASTIDER সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত এক বছর চার মাস ধরে উইকিপিডিয়ায় নিবন্ধ লিখছি এবং সম্পাদনা করছি। আমি উইকিপিডিয়ার রীতি সম্পর্কে সচেতন। আমি আমার লেখায় কপিরাইট, যাচাই ও উল্লেখযোগ্যতা, রচনাশৈলী এবং বিশ্বকোষীয় নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। সম্প্রতি ধ্বংসপ্রবণতা রোধ করতে সুবিধার জন্য আমি "রোলব্যাক" অধিকারের প্রয়োজনীয়তা অনুভব করছি। তাই রোলব্যাকারের অধিকারের আবেদন করছি। অংকন (আলাপ) ১০:৫৩, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য:আপনার অবদান অনেক কিন্তু রিভার্টের সংখ্যা মাত্র ৫টি। আমি মনে করি আরো কিছুদিন রিভার্ট সংক্রান্ত কাজ করা উচিত। --যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৮, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  পছন্দ @ নাহিদ --মহীন রীয়াদ (আলাপ) ১৩:৩৭, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক অধিকার পাবার যোগ্যতায় "রিভার্ট" সংক্রান্ত কাজের আবশ্যকতার কোন উল্লেখ নেই, তাই আমি আবেদনের পূর্বে বিষয়টি ভেবে দেখিনি। আমার মনে হয় উল্লেখিত যোগ্যতার অন্যান্য দিক সম্পর্কে আমি সচেতন এবং রোলব্যাক অধিকার পেলে কাজটি করতে আরো সুবিধা হবে বলেই আমার বিশ্বাস।--অংকন (আলাপ) ০৩:২৮, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক শুধুমাত্রই একটি বাটন যেটা দিয়ে শুধুমাত্র রিভার্টের কাজই করা হয়, এখন আপনি অন্য নীতিগুলো সবই জানেন কিন্তু "রিভার্ট" সংক্রান্ত বিষয় নিয়ে কাজ না করলে বা আনডো বাটনটি ইউজ করলেন না তাহলে রোলব্যাক দিয়ে কি করবেন? উল্লেখ্য, এই অধিকারটি দিয়ে এক ক্লিকেই একই ইউজারের করা সকল সম্পাদনা বাতিল করা যায়, সুতরাং রিভার্ট সংক্রান্ত কাজে একটু অভিজ্ঞতার দরকার রয়েছে বৈকি!--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৯, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি প্রয়োজনে অবশ্যই "রিভার্ট" করব এবং ইতিমধ্যেই কয়েকবার তা করেছি। রোলব্যাক অধিকারটি পেলে কাজটি করতে আরো সহজ হবে বলেই আমার মনে হয়। অন্যান্য নীতিগুলো সম্পর্কে এবং রোলব্যাকের ব্যবহার ও অপব্যবহার বিষয়ে অবগত থাকার পরিপ্রেক্ষিতে আমি রোলব্যাক অধিকারের আবেদন করছি।--অংকন (আলাপ) ১৩:৫১, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  ২য় মতামত অনুরোধকৃত: এক্ষেত্রে আমি নিরপেক্ষ আমার এখনো মনে হয় আপনার আরো কিছুদিন বাতিল বোতামটি ব্যবহার করা উচিত।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৩, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  আবেদন সফল হিসেবে গৃহীত @ANKAN GHOSH DASTIDER: এই আবেদনের পর আপনার বেশ কিছু সঠিক রিভার্ট এবং আপনি একজন নিয়মিত ব্যবহারকারী হিসেবে আপনাকে রোলব্যক অধিকারটি প্রাদন করছি। আশা রাখি, রোলব্যক ব্যবহার করার সময় সতর্কতার সাথে ব্যবহার করবেন। রোলব্যকার হিসেবে আপনাকে স্বাগতম!--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫২, ১৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ আপনাকে। রোলব্যাকারের দায়িত্ব সতর্ক ও যথার্থভাবে পালন করতে সক্ষম হব আশা করছি।--অংকন (আলাপ) ১২:৪৪, ১৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Rafaell Russell সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি একজন ব্যবহারকারী হিসেবে বাংলাউইকিপিড়িয়ার মানোন্নয়নের লক্ষ্যে নতুন নতুন নিবন্ধ প্রনয়ন ও সম্পাদনায় নিয়মিত অবদান রাখার চেষ্টা করছি। বর্তমানে আমার প্রনীত নিবন্ধের সংখ্যা ৫০ এর অধিক। এছাড়াও আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের কাজ করছি । উইকিপিড়িয়ার ধ্বংসপ্রবণতা,যাচাইযোগ্যতা এবং সম্পাদনার বিভিন্ন নিয়ামাবলী সম্পর্কেও আমি সচেতন। সম্পাদনাকর্ম আরো সহজতর করতে এবং অগঠণমুলক ধ্বংসপ্রবণ আইপির সম্পাদনা বাতিল করার নিমিত্তে রোলব্যাক অধিকারের আবেদন করছি। রাফায়েল রাসেল (আলাপ) ১৭:০০, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  রোলব্যাকার হিসেবে স্বাগতম।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:১৫, ২৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ নাহিদ ভাই। নিজের কাজে আরো সচেতন এবং উৎসাহী করবে এই অধিকার।--রাফায়েল রাসেল (আলাপ) ০৮:০৪, ২৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]