উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/ফাইল স্থানান্তরকারী/২০১৪

  • অনুরোধের অবস্থা:    সফল

এমন অনেক নিবন্ধ রয়েছে যেগুলোর নিবন্ধের শিরোনামের সাথে ছবির কোন মিল নেই। তাই আমি এই অধিকারটি পেলে সহজেই ছবির সাথে নামের সামঞ্জস্য রাখতে পারব। সুতরাং ফাইল রক্ষণাবেক্ষনের জন্য আমাকে ফাইল মুভার অধিকার প্রদানের জন্য আবেদন করছি।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৩:২৯, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য: এই অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা যারা ফাইল-এর নাম পরিবর্তনে অভিজ্ঞ ও পূর্বে {{Rename media}} টেমপ্লেটটি ব্যবহার করেছেন। বাংলা উইকিতে অধিকারটি নতুন এবং আমি যতদূর চেক করলাম অন্য কোন উইকিতেও আপনি এটি ব্যবহার করেননি (আমার ভুলও হতে পারে)। যাইহোক, আপনি বলেছেন অনেক ছবিই রয়েছে যা মুভ করা দরকার; আপনি কি দয়া করে দু/একটিতে উপরের ট্যাগটি ব্যবহার করতে পারবেন যাতে অন্যরা নিশ্চিত হতে পারে আপনি ক্রাইটেরিয়ার সাথে সম্পূর্ণ পরিচিত। ধন্যবাদ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৫, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে। যদিও আপনার রিনেইমের আবেদন আপলোডারের অনুরোধ ক্রাইটেরিয়ায় পড়ে কিন্তু আমার মনে হয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছেন। ফাইল মুভার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪২, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি প্রায় ২ বছরের অধিক সময় ধরে উইকিতে কাজ করছি। আমি যে কারনে এই আবেদনটি করছি তার কারন হল বর্তমানে এই উইকির ফাইল গুলোর অনেকগুলোর-ই নাম সংলগ্ন নয় বা নামে ভুল, অপ্রয়োজনীয় অংশ রয়েছে। আমাদের এই উইকিতে ব্যবহারকারী কম বলে এদিকে নজর দেয়ার সময় কম, আর মাত্র ৩-৪ জন প্রশাসক বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন ফাইলমুভার রয়েছেন। তাই তাদের পক্ষে অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করে এই দিকে নজর দেয়া কঠিন। সম্প্রতি আমি প্রায় ১২টি মতন ফাইল স্থানান্তর-এর আবেদন করেছি। জার সবগুলোই নতুন নামে স্থানান্তর করা হয়েছে। এখন আমি মনে করি আমি ফাইল বিশয়ে অভিজ্ঞ (আমি ইংরেজি উইকির একজন ফাইলমুভার), তাছারাও এতদিন ধরে এই উইকিতে থাকায় আমি এই উইকির বিশয় গুলো সম্পরকে মোটামুটি অভিজ্ঞ। এখন আমি এই অধিকার পেলে অন্য ফাইলমুভার-এর সময় বাছিয়ে নিজেই নতুন নামকরন সম্পন্ন করতে পারব। এই কারনেই আমি এই অধিকারের জন্য আবেদন করছি। আপনার যদি আমার ফাইল স্থানান্তর জ্ঞান সম্পরকে কোন প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে প্রশ্ন করুন। ধন্যবাদ -- প্রত্যয় (স্বাগতম) ১৪:০২, ৬ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে - আশা করি, এই কয়দিনের মত নিয়মিত সক্রিয় থাকার চেষ্টা করবা। :) --আফতাব (আলাপ) ১৪:৪৬, ৬ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।--প্রত্যয় (স্বাগতম) ১৪:৫৬, ৬ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় এযাবৎ শতাধিক ফাইল আপলোড করেছি এবং পাশাপাশি প্রায়ই অন্যন্য ফাইলসমূহের পরিমার্জনা করে আসছি। এক্ষেত্রে লক্ষ করেছি, এমন অনেক ফাইল রয়েছে যেগুলোর নামের সাথে বিষয়বস্তুর অমিল রয়েছে। এ-অধিকার পেলে উক্ত ফাইলসমূহের নাম স্থানান্তরের মাধ্যমে নাম এবং চিত্রের মধ্যে সামঞ্জস্য রাখতে পারবো। এছাড়া আমি এই ক্রাইটেরিয়ার সাথে পরিচিত। আর যেহেতু উইকিতে সক্রিয় রয়েছি তাই মনে করছি এই সুবিধাটি পেলে বাকি ফাইলমুভারদের সময়ও এতে করে কিছুটা বেঁচে যাবে! তাই ফাইল রক্ষণাবেক্ষণ এবং পরিমার্জনা করার সুবিধার্থে আমাকে ফাইল মুভার অধিকার প্রদানের জন্যে আবেদন রাখছি। ধন্যবাদ। -- মহীন রীয়াদ (আলাপ) ১৯:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাব (আলাপ) ২৩:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বর্তমানে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমন্সে র‍্যাস্টার ও ভেক্টর চিত্র নিয়ে কাজ করছি। অনেক সময় উইকিপিডিয়াতে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে ভুল নামে ফাইল আপ করা হয়ে যায় এবং ফলে চিত্র নামান্তর আবশ্যক হয়ে পড়ে। আমি {{Rename media}} ব্যবহারে অভিজ্ঞ ও উইকিপিডিয়া:ফাইলের নাম সম্পর্কে ধারণা রয়েছে। তাই সম্ভব হলে চিত্র নামান্তরের অর্থাৎ ফাইল মুভার অধিকারটি আমাকে দেয়া যায় কিনা সেই বিষয়ে বিবেচনার জন্য অনুরোধ করেছি।—— তাওহীদ   ০৬:০৪, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১১, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]