উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০২১


SHEKH

  • অনুরোধের অবস্থা:    সফল

পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তর এবং পুনর্নিদেশ করা শিরোনাম অপসারণ না করেই স্থানান্তরের জন্য এই অধিকারটি একান্ত প্রয়োজন। এছাড়াও সাম্প্রতিক পরিবর্তনে টহল দেওয়ার সময় কোন সুরক্ষিত পাতায় ধ্বংসপ্রবণতা চোখে পড়লে তা বাতিল করার পরেও আমার সম্পাদনাটি কোন একজন নিরীক্ষক কর্তৃক পর্যালোচিত হতে হয়। কখনো নিজের সম্পাদনাই দীর্ঘসময় অপর্যালোচিত থেকে যায়। নিবন্ধের অমীমাংসিত পরিবর্তন পর্যালোচনা ও টহল দেওয়ার কাজ আরও গতিশীল করতে এই অধিকারটি প্রয়োজন। আমি WP:নিরীক্ষক পড়েছি এবং আমি WP:ধ্বংসপ্রবণতা, WP:জীবিত ব্যক্তির জীবনী, WP:উইকিপিডিয়া কি নয় সম্পর্কে অবগত আছি। আশাকরি আমি এই অধিকারটি পেলে এর যথাযথ প্রয়োগ করতে পারব। উল্লেখ্য আমার ব্যবহারকারী নামের সাথে WP:স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি রয়েছে। ~SHEKH (বার্তা) ০৪:৩০, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছেফেরদৌস০৮:০৩, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Safi Mahfouz

  • অনুরোধের অবস্থা:    সফল

সাম্প্রতিক পরিবর্তনে টহলদানকালে ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করার পরও তা অমিমাংসিত থেকে যায়। আমি WP:নিরীক্ষক পাতাটি পড়েছি এবং এই অধিকার সম্পর্কে অবগত হয়েছি। এছাড়াও পূনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তরেরও প্রয়োজন পড়ে মাঝেমধ্যে। তাই আমাকে অধিকারটি প্রদান করা জন্য প্রশাসকদের নিকট আবেদন করছি। উল্লেখ্য, বর্তমানে আমার একাউন্টে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার যুক্ত আছে। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

MdsShakil

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি নিরীক্ষক অধিকারটি সম্পর্কে জানি এবং জীবিত ব্যক্তির জীবনী, ধ্বংসপ্রবণতা এবং ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে আমার ধারণা রয়েছে। অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা এবং পুনর্নির্দেশনা ব্যাতীত স্থানান্তরের সুবিধা ব্যবহার করার জন্য এই অধিকারটি আমার প্রয়োজন। —শাকিল হোসেন আলাপ ১৩:৪৫, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় গোটা কয়েকজন নিয়মিত ব্যবহারকারীর মধ্যে সাকিল একজন অন্যতম ব্যবহারকারী, তাকে এই অধিকার দেয়াই যায়।   দৃঢ় সমর্থন জানাই SHEIKH (আলাপন) ০৭:০৩, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ShazidSharif

  • অনুরোধের অবস্থা:    সফল

"অমীমাংসিত পরিবর্তন সুরক্ষাযুক্ত" নিবন্ধে সরাসরি সম্পাদনা প্রকাশ, এসব নিবন্ধে নিরীক্ষক নন এমন ব্যবহারকারীদের সম্পাদনা পরীক্ষা এবং পুননির্দেশ ছাড়া শিরোনাম স্থানান্তরের জন্য নিরীক্ষক অধিকারটি প্রয়োজন। আমি জানি কোথায় অমীমাংসিত সম্পাদনা পাওয়া যায়। ~সাজিদ(আলাপ) ১৫:৫২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Ahmad Kanik

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেক সময়ই অমিমাংসিত সম্পাদনা সেটিংস থাকা পাতাগুলোতে সম্পাদনা করতে নিরুৎসাহিত বোধ করি, কারণ সম্পাদনার পর অন্যদের দ্বারা পরীক্ষিত হওয়ার অপেক্ষা করতে হয়। এছাড়া কখনো নতুন ব্যবহারকারীরা ভুলভাবে পাতা স্থানান্তর করলে, পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করার প্রয়োজন পড়ে। এসব কারণে নিরীক্ষক অধিকারটি থাকলে সুবিধা হত। তাই প্রশাসকদের এব্যাপারে অনুরোধ করছি। — AKanik 💬 ১২:৪৭, ৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এছাড়া অন্যদের গঠনমূলক অমিংমাংসিত সম্পাদনা, যেগুলো কোনো নীতিমালা লঙ্ঘন করেনা, সেগুলোও পরীক্ষার কাজ করতে চাই। তবে আমার বেশি প্রয়োজন পড়ে পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর সুবিধা। আমি en:WP:Page mover#Suppress redirect criteriaও পড়ে নিয়েছি। @আফতাবুজ্জামান:AKanik 💬 ০৬:৪৩, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৮, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  আপনাকে ধন্যবাদAKanik 💬 ১৫:৫৭, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Maruf Hossain

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়া নিরীক্ষক অধিকার সম্পর্কে অবগত আছি। দয়াকরে অধিকারটি আমাকে দেয়া হলে আমি এর সঠিক ব্যাবহার করতে পারব। ধন্যবাদ —মারুফ হোসেন (আলাপ) ১২:৪৩, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৪৬, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Syfur007

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বেশ কিছুদিন যাবত উইকিতে টহল দিচ্ছি এবং অমীমাংসিত পরিবর্তন সম্পর্কে অবগত। নিরিক্ষক অধিকার থাকলে আমি অমিমাংসিত পরিবর্তন পর্যালোচনা করতে পারবো এবং সুরক্ষিত পাতায় আমার সম্পাদনা অন্য নিরিক্ষক কর্তৃক পর্যালোচনা করতে হবে না। আমি WP:নিরীক্ষক এবং WP:ধ্বংসপ্রবণতা পাতাগুলো সম্পর্কে অবগত এবং এছাড়া আমি উইকিতে প্রায় বছরখানেক সক্রিয়ভাবে সম্পাদনা করছি বিধায় ধ্বংসপ্রবণতার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত। এছাড়া নিরিক্ষক অধিকারের সুবিধাস্বরূপ পুনর্নির্দেশ ছাড়া কোনো পাতা স্থানান্তরের অধিকারটি আমার প্রয়োজন। আমার সামনে প্রায়শই এমন পাতা আসে যা এমন একটি শিরোনামে পুনর্নির্দেশ করা প্রয়োজন যেখান থেকে ইতোমধ্যে বর্তমান পাতায় পুনর্নির্দেশ করা হয়েছে। নিরিক্ষক অধিকার থাকলে এরকম কাজের জন্য অন্য নিরিক্ষক বা প্রশাসককে বলতে হবে না, বরং নিজেই করতে পারবো। উল্লেখ্য, বর্তমানে উইকিতে আমার স্বয়ংক্রিয় পরীক্ষণের অধিকার রয়েছে। সাইফুর  (আলাপ) ০৪:৫৫, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  সমর্থন বর্তমানে নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে সাইফুর একজন ভাল ব্যবহারকারী, এবং এই অধিকার পাওয়ার জন্য নীতিমালাও পুরন করেছে, আবার নিয়মিত সম্পাদনার পাশাপাশি বেশকিছু এডিটাথনেও সক্রিয় ভাবে অংশগ্রহণ করে ভালই অভিজ্ঞতা অর্জন করেছে। মাঝেমধ্যে টেমপ্লেট নিয়েও কাজ করতে দেখি। সাইফুরের জন্য শুভকামনা — SHEIKH (আলাপন) ০৭:২৪, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে ফেরদৌস১৫:৫০, ২০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sojol Rana

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী এবং সম্পাদনাকারী। আমি নিয়মিত সাম্প্রতিক পরিবর্তন টুলটি ব্যবহার করি এবং অনেক সময় দেখা যায় প্রবেশকৃত এবং প্রবেশকৃত ছাড়াও অনেকে আইপি থেকে বিভিন্ন সুরক্ষিত নিবন্ধে অগঠনমূলক এবং ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা চালায়। যার ফলে উক্ত সম্পাদনাগুলো বাতিল করলেও তা অমীমাংসিত থেকে যায়। এছাড়াও, সুরক্ষিত নিবন্ধগুলো হালনাগাদ করলেও তা অনেক সময় ধরে অমীমাংসিত থেকে যায়। তাই এসকল সম্পাদনা মিমাংসা করতে নিরীক্ষক এই অধিকারটি আমার প্রয়োজন। উল্লেক্ষ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি রয়েছে।ধন্যবাদ।— সজল রানা আলাপ ১৭:১৯, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৬, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Sojol Rana: গতকালই আপনার আবেদনটি আমার নজরে এসেছিল সময় না থাকার কারণে আপনার অবদান তেমন যাচাই করতে পারিনি ইতোমধ্যে যদিও আফতাব ভাই আপনাকে অধিকারটি দিয়ে দিছে, কয়েকটা অবদান যাচাই করেছিলাম কিছু ভুল ত্রুটি লক্ষ্য করেছি সেগুলো যাতে শুধরে নিতে পারেন এইজন্যই মন্তব্যটি করা। উদাহরণস্বরূপ, আপনার সাম্প্রতিক একটি অবদান দেখুন এটি কিন্তু বাতিল না করেই সংশোধন করে দেওয়া উচিত। তুলনামূলক অভিজ্ঞ ব্যবহারকারীদের কাজ কেবল সম্পাদনা বাতিল করা নয় বরং ত্রুটি দেখলে তা সংশোধন করে দিতে হবে। এছাড়াও কোনো সম্পাদনা বা নতুন নিবন্ধ পরীক্ষিত করলে সেখানে যদি ভুল পান সেগুলোও সংশোধন করে দিবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:১০, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ! এসবতো আপনাদের চোখে পড়েনা, শুধু ব্যবহারকারীর বয়স আর মোটামুটি সম্পাদনা এবং নিয়মিত দেখে অধিকার দিয়ে দেন। যাকে আসলে দেওয়ার প্রয়োজন রয়েছে বা যিনি অল্প সময়ে বেশি জ্ঞান অর্জন করেছেন তাকে দেন না। এই ব্যবহারকারীর বয়স বা সম্পাদনা বেশি হলে কি হবে, ওনার সম্পাদনা দেখলে স্পষ্টতই বোঝা যায় অভিজ্ঞতা সম্পর্কে। জানি আফতাব ভাইয়ের শুধুমাত্র এই ব্যবহারকারীর ক্ষেত্রে ভুল হয়ে গেছে। কিন্তু, ভালো! সব ভালো। ~ ওহিদ (আলাপ) ০৯:৪০, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ প্রিয় ওহিদ ভাই! আপনার শান্ত হওয়া উচিৎ। সম্প্রদায়ের উপর আস্থা ও সবার সাথে সহকর্মী হয়ে একসাথে কাজ করা উচিৎ। বেশি উত্তেজিত হয়ে গেলে অনেকের সাথে বিতর্কে জড়িয়ে পরতে পারেন, এতে করে আপনার সাথে উক্ত ব্যক্তির সম্পর্কে ভাটা পরতে পারে। ঠাণ্ডা মেজাজের পরামর্শ রইলো। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১১:০৬, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prodipto Deloar: আপনার কথা মতোই কিন্তু আগের ব্যাপারটিতে কোন কথা আমি বাড়ায়নি। বলার জন্য অনেক... কিছু ছিল, কিন্তু কথাগুলো মনের ভিতরে দাবিয়ে রেখেছিলাম, শুধুমাত্র আপনার জন্য। এই পরামর্শটিও মনে রাখবো, প্রয়োজনে; বলার জন্য ধন্যবাদ। ~ ওহিদ (আলাপ) ১৮:২৩, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় @ওহিদ আপনি আমার যে সম্পাদনার কথা উল্লেখ করেছেন তা একটি lower-alpha গ্রুপের তথ্যসূত্র ত্রুটি সংশোধন এর সম্পাদনা। আমি মূলত উক্ত সম্পাদনার মাধ্যমে efn টেমপ্লেটের ভুল ব্যবহারের ত্রুটি সংশোধন করতে চেয়েছিলাম। প্রিয় @Al Riaz Uddin Ripon ভাই, আপনি যে সম্পাদনার কথা উল্লেখ করেছেন সত্য কথা বলতে সেটি আমার এখোনো স্মরণে আছে। জ্বি, এরপর থেকে এইসকল বিষয় খেয়াল রাখবো। সবশেষে, ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য দুইজনকেই ধন্যবাদ। আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম।— সজল রানা আলাপ ১৩:৩২, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Prodipto Deloar

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি সচারচর যেসব পাতা হালনাগাত করে থাকি, সেগুলোর অনেক নিবন্ধই অর্ধ সুরক্ষা থাকায় সরাসরি সম্পাদনা করতে পারছিনা, পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এছাড়াও আলাপ পাতায় অনেক সময় পাতা স্থানান্তরের অনুরোধ আসে, কখনো পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তরের দরকার হয়, এগুলোও করতে পারছিনা। এই অধিকার থাকলে এগুলোর সাথে অপর্যালোচিত নিবন্ধগুলোও পর্যালোচনা করার সুযোগ হবে। এসকল কারণে নিরীক্ষক অধিকারটি প্রয়োজন আমার। উইকিপিডিয়া:নিরীক্ষক অধিকার সম্পর্কে ধারণা রয়েছে। এছাড়াও এই অধিকার সম্পর্কিত অধিকার অনন্য নীতিমালা জানা আছে। আমি WP:RIGHTS, বিশেষ:দলগত_অধিকারের_তালিকা এগুলো পড়েছি। বর্তমানে আমার একাউন্টে রোলব্যাকস্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:৫৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]