উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৪

Moheen Reeyad সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় ব্যবহারকারী হিসেবে নিয়মিত বিভিন্ন বিষয়ে নিবন্ধ প্রণয়ণ, মানোন্নয়ন এবং পরিচর্যার কাজ করছি। বর্তমানে ৫০টির বেশি প্রণীত নিবন্ধ এবং ২১০০-এর বেশি সম্পাদনা রয়েছে। এছাড়াও আমার রোলব্যাক অধিকার এবং স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে। আমি উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন এবং কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। ধংস্বপ্রবণ সম্পাদনার বিপক্ষে, কাজের সুবিধার্থে "নিরীক্ষক অধিকারের আবেদন" করছি। ধন্যবাদ। মহীন রীয়াদ (আলাপ) ০৭:০১, ৯ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কাজের সুবিধার্থে বলতে কি বুঝাতে চেয়েছেন? ধ্বংসপ্রবণ সম্পাদনার জন্য রোলব্যাক অধিকারটিই যথেষ্ঠ নয় কি? -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৫, ৯ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ ভাই, ধ্বংসপ্রবণ সম্পাদনার জন্যে রোলব্যাক অধিকারটি অবশ্যই যথেষ্ঠ। তবে আমি নিবন্ধ তৈরির পাশাপাশি কিছু রক্ষণাবেক্ষণের কাজও করছি, এ-কারণে অনিবন্ধিত আইপির অবৈধ-ধংসপ্রবণ সম্পাদনা রোধ করতে এবং অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্যে আমি এই অধিকারের আবেদন করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।-- মহীন রীয়াদ (আলাপ) ২০:৪০, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
হুমম, আমি আপনার কাছ থেকে এই উত্তরটিই আশা করেছিলাম। যাইহোক, আপনাকে অধিকারটি দিতে আপত্তি নেই তবে নিবন্ধে কপিরাইট সমস্যাও চেক করে দেখবেন। যেমন, এই সম্পাদনায় (শুধুমাত্র প্রশাসকদের জন্য) কিন্তু আপনি কপিরাইট চেক করে দেখতে পারতেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৩, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Masum Ibn Musa সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষন, ধংস্বপ্রবণতা রোধ এবং সাধারন ব্যবহারকারীদের বহুল ব্যবহৃত পৃষ্ঠাগুলো যাচাইয়ের জন্য নিরীক্ষক অধিকারটি প্রদানের জন্য আবেদন করছি। উল্লে্খ্য, আমার বাংলা উইকিতে বর্তমানে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকারটি রয়েছ এবং এছাড়াও ৩৫০+ (নিবন্ধ) এবং ৩৫০০+ (সম্পাদনা) রয়েছে। Masum Ibn Musa (আলাপ) ১৪:২১, ৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে Aftab1995 (আলাপ) ১৬:৫৫, ৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ANKAN GHOSH DASTIDER সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি ২০১২ সাল থেকে উইকিপিডিয়ার কাজ করে যাচ্ছি। আমার ১৫০০+ সম্পাদনা ও ১৯০+ নিবন্ধ রয়েছে। আমি ধ্বংসপ্রবণতাকপিরাইট সম্পর্কে জানি এবং ধ্বংসপ্রবণতা রোধে কাজ করেছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাকার অধিকার রয়েছে। অংকন (আলাপ) ০৮:২১, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  নতুন নিরীক্ষক হিসেবে স্বাগতম!--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২০, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক অনেক ধন্যবাদ। আশা করি যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হব।--অংকন (আলাপ) ০৫:৩৭, ১৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Tauhid16 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি গত ৭ মাস যাবৎ উইকিপিডিয়ায় নিবন্ধ প্রনয়ন, নিবন্ধের মান উন্নয়ন করে আসছি। এর পাশাপাশি ধ্বংসপ্রবণতা রোধে রিভার্টের কাজও করে থাকি। উইকিমিডিয়ায় আমার মোট বৈশ্বিক অবদানের সংখ্যা ৫০০০+। ইদানিং সুরক্ষিত পাতায় ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা, আইপি ও নতুন ব্যবহারকারী থেকে বিভিন্ন পাতায় অসংলগ্ন সম্পাদনা এবং কপিভায়োর সংখ্যা বাড়ায় আমি নিরীক্ষক অধিকার পাওয়ার আবেদন করছি। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে যেকেউ প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। --তাওহীদ (ত্রুটি?) ১০:৩১, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  সমর্থন তাওহীদের কাজের অভিজ্ঞতাস্বরুপ তাকে এই অধিকারটি দেওয়া যেতে পারে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১১:৫০, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  সমর্থন তাওহীদ এই অধিকার পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩১, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
মাসুম ভাইবোধিসত্ত্ব দাদাকে ধন্যবাদ সমর্থনের জন্য। তাওহীদ (ত্রুটি?) ১২:৩৪, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  সমর্থনFaizul Latif Chowdhury (আলাপ) ১৪:০০, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
একজন রোলব্যাকার এবং ৩০০০ এর অধিক মান্সম্পন্ন সম্পাদনা আছে, এমন ব্যবহারকারী এই অধিকারের জন্য যোগ্য বলে আমি মনে করি। তাই আমি তাকে   সমর্থন করছি। --প্রত্যয় (স্বাগতম) ১৪:০৭, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৪:১৪, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ফয়জুল ভাই, প্রত্যয়দা সহ সকল সমর্থনকারীকে ও আফতাব ভাইকে ধন্যবাদ। নিরীক্ষক হিসেবে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই শুভকামনা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। --তাওহীদ (ত্রুটি?) ১৭:২৮, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Intakhab ctg সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

নিরীক্ষক সুবিধার মাধ্যমে আমি উইকিপিডিয়ায় অধিক অবদান রাখতে ইচ্ছুক। ইতিপূর্বে আমার সম্পাদনায় আমি তথ্যের যথার্থতা ও অন্যান্য নীতিমালা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করেছি। নিরীক্ষক সুবিধা কাজের সহায়ক হবে বলে মনে করি। Intakhab ctg (আলাপ) ২০:৪২, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  নিরীক্ষক হিসেবে স্বাগতম যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৫৭, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Ibrahim Husain Meraj সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিবন্ধিত এবং আমার নিয়মিত সম্পাদনা আছে। আমি উইকিপিডিয়ার নিয়ম অনুযায়ী সম্পাদনার ইতিহাস আছে। আমি ধ্বংসপ্রবণতা বিষয় সম্পর্কে জানি। এই অধিকার আমার সম্পাদনাকে সহজ করবে। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনাকে সহজ করবে বলতে কি বুঝাতে চেয়েছেন? তাছাড়া ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ করতে রোলব্যাক অধিকারটিই উৎকৃষ্ঠ। --মহীন রীয়াদ (আলাপ) ১৩:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি যেটির আবেদন করেছেন তা ধ্বংসপ্রবণতা রোধে কোন কাজে লাগবে না। এই অধিকারটি আপনি এখানেএখানে (ধ্বংসপ্রবণতা রোধ ও সাধারণ সম্পাদনা) ছাড়া আর কোথাও প্রয়োগ করতে পারবেন না। আরেকবার ভেবে আমাকে জানান, আপনি রোলব্যাক না নিরীক্ষক অধিকার চাচ্ছেন? --আফতাব (আলাপ) ১৫:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় আফতাব ভাই, আমি নিরীক্ষক অধিকারই চাচ্ছি। ধন্যবাদ।Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:০৩, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৩:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Rafaell Russell সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত বিভিন্ন নিবন্ধ প্রনয়ন, মানোন্নয়নে কাজ করছি। বর্তমানে ৭০টির বেশি নিবন্ধ এবং ১০০০এর অধিক সম্পাদনা রয়েছে। আমার রোলব্যাক অধিকার এবং স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে। আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন, নতুন ব্যবহারকারী ও আইপি থেকে করা অবৈধ ও ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ এবং অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্যে আমি এই অধিকারের আবেদন করেছি। রাফায়েল রাসেল (আলাপ) ১৭:৩২, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৭, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]