উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০১৫

Anup Sadi সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি ৩,৮০০+ সম্পাদনা করেছি এবং ছয় শতাধিক নিবন্ধ রচনা করেছি। গতকাল একটি নিবন্ধে ধ্বংসপ্রবণতা দেখে আমি বিস্মিত হয়েছি। আমার সম্পাদনা এবং উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধের কাজকে টিকিয়ে রাখতে রোলব্যাক প্রয়োজন তা খুব ভালোভাবে উপলব্ধি করছি।--সাদি (আলাপ) ১১:১৫, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি দুঃখিত, যারা নিয়মিত ধ্বংসপ্রবণতা রোধে কাজ করেন শুধু তাদেরই এই টুলটি দেওয়া হয়। আমি আপনার অবদানে গত তিনমাসে শুধুমাত্র একটি নিবন্ধে রিভার্ট করতে দেখেছি, সুতরাং মনে হচ্ছে আপনার টুলটি খুব একটি প্রয়োজন নেই। আপনার মাঝে মাঝে রিভার্টের কাজ টুইংকেল দিয়ে সহজেই করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৪, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kishorsopnoneel সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিড়িয়ায় ধ্বংসপ্ৰবণতা রোধে বা অনাকাঙ্খিত সমপাদনা সহজে বাতিলের জন্য Kishorsopnoneel (আলাপ) ০৭:৩১, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি দুঃখিত কিন্তু আপনি বাতিল বাটনটি আপনার নিজের সম্পাদনা ব্যতীত শুধু একবার ব্যবহার করেছেন যেটি আমার মতে ভুল। এই অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা নিয়মিত ধ্বংসপ্ৰবণ সম্পাদনা রিভার্ট করে থাকে। রিভার্ট সংক্রান্ত কাজ চালিয়ে যান আশা করি পরেরবার পেয়ে যাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৪, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকেও ধন্যবাদ। তবে আমি বেশ কয়েকবার রিভার্ট করতে গিয়ে ব্যর্থ হয়েছি। "

এ সম্পাদনা মধ্যবর্তী সম্পাদনাসমূহের কারণে পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।" এইটা দেখায়। সেজন্য রোলব্যাকার অধিকারটি চেয়েছিলাম। রিভার্ট না করলেই যে রিভার্ট করতে পারবোনা তা কিন্তু নয়। সমস্যা নেই, আমি কাজ করে দেখাবো এবং পরবর্তীতে আবান আবেদন করব।আপনাকে আবারো ধন্যবাদ।Kishorsopnoneel (আলাপ) ১৮:৫৫, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

MHP07 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রোলব্যাক অধিকারটি পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুন আমি জানি। আমি প্রায় ধবংসপ্রবণ সম্পাদনা বাতিল করি । তাই আমার মনে হয়, আমি এই অধিকারটি পাওয়ার যোগ্য জন্য।তাই আবেদন করছি।----Minister of Welfare CHAT০৬:১৪, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি) MHP07 (আলাপ) ০৬:১৪, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আমি প্রায় ধবংসপ্রবণ সম্পাদনা বাতিল করি কথার পরিপ্রেক্ষিতে রিভার্ট খুঁজে পেয়েছি মাত্র দুটি। এই দুটির মধ্যে এটি কেন করেছেন বুঝলাম না। এছাড়াও যারা রিভার্ট করেন তাদের শুধু বাটনটি ব্যবহার করাই শেষ কাজ নয়, পূর্বের অন্য ভ্যালিড কোন তথ্য বা কিছুও বাতিল হলো কিনা নিজের রিভার্টের মাধ্যমে সেটিও চেক করা ব্যবহারকারীর দায়িত্ব। পরবর্তিতে যখন আসলেই প্রয়োজন হবে তখন আবেদন করতে ভুলবেন না। -যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫১, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Iqsrb722 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ব্যবহারকারী হিসেবে নিয়মিত বিভিন্ন বিষয়ের নতুন নিবন্ধ প্রণয়ণ এবং মানোন্নয়নের কাজ করছি। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে আমার ১৫০ এর বেশি প্রণীত নিবন্ধ এবং সর্বমোট ২০০০-এর বেশি সম্পাদনা রয়েছে। এছাড়াও আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের কাজ করছি। কাজ করার সময় ধ্বংসপ্রবণতা লক্ষ্য করলে তা রোধে আমি চেষ্টা করেছি। সম্পাদনাকর্ম আরো সহজতর করতে এবং অগঠণমুলক ধ্বংসপ্রবণ আইপির সম্পাদনা বাতিল করার নিমিত্তে রোলব্যাক অধিকারের আবেদন করছি। ইকবাল হোসেন (আলাপ) ০৯:৩২, ৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনার আগ্রহকে স্বাগত জানাই কিন্তু আপনি শুধুমাত্র এই আবেদনের পূর্বে অর্থাৎ একই দিন তিন/চারটি রিভার্ট করেছেন যার মধ্যে দুটিতে সমস্যা হয়েছিলো। ব্যাপারটি আসলে এরকম না যে, আমি আজকে কয়েকটি রিভার্ট করলাম সেহেতু আজকেই আমার টুলটি লাগবে, এখানে ভ্যান্ডালিজম রিভার্টে নিয়মিত থাকা এবং ব্যাপারটি কিভাবে করতে হয় সেটি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করাই মূখ্য বিষয়। দয়া করে ধ্বংসপ্রবণ সম্পাদনা রিভার্ট চালিয়ে যান এবং পরবর্তিতে এ বিষয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করে আবেদন করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪২, ৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বলরাম সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বাংলা উইকিপিডিয়ায় তুলনামূলকভাবে নতুন হলেও নিয়মিত অবদান রাখার চেষ্ঠা করছি। উইকিডিয়ায় নিবন্ধ সুরক্ষা এবং অবৈধ সম্পাদনা দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্রুতশীল উদ্যোগ নেয়ার জন্য আমার পর্যবেক্ষণ অধিকার প্রয়োজন। ধ্বংসপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং অমিমাংসীত সম্পাদনাগুলো যাচাইয়ের জন্য নিরীক্ষকের অধিকারের জন্য আবেদন করছি। বলরাম (আলাপ) ১০:০১, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত, আপনাকে এই অধিকারটি দেয়া গেল না। এই পাতাটি রোলব্যাক অবেদনের জন্য, নিরীক্ষক আবেদনের জন্য নয়। উইকিপিডিয়ায় আপনি একদম নতুন। বাংলা উইকিতে নিয়মিত অবদান রাখুন। অভিজ্ঞতা অর্জন করুন। তারপর অধিকার পাওয়ার আবেদন করুন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১০:৩৩, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

David Benzam সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

ধ্বংসপ্রবণতা রোধের জন্য যাতে সহজে কাজ করতে পারি এজন্যই রোলব্যাক অধিকারটি আবেদন করছি। ডেভিড বেনজামযোগাযোগ ১৩:১৪, ২০ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনার অবদান নিয়ে কিছু বলার নেই, অসাধারণ চালিয়ে যান। আপনার অবদান পর্যালোচনা করে আমি কয়েকটি রিভার্ট খুঁজে পেয়েছি যেগুলোর সবকটিই ঠিক রয়েছে। আমি আসলে এ অধিকারটি এখনি দিতে পারছি না কারণ তুলনামূলকভাবে আপনি নতুন এবং আমার মতে আরো কিছুদিন রিভার্ট অপশনটি ব্যবহার করুন। পরবর্তি আবেদনের অপেক্ষায় রইলাম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৩, ২২ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Night Khalifa সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়ার একজন সক্রিয় ব্যবহারকারী। আমি বর্তমানে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার মাধ্যমে ধংসপ্রবণতা রোধে কাজ করে থাকি বা যেসব ভুল লেখা হয়েছে, তা কেটে দিয়ে ধ্বংসপ্রবণতা রোধে কাজ করছি।এই কারণে ধংসপ্রবণ সম্পাদনা বাতিল করা কষ্টসাধ্য হয়ে উঠে। তাই এই অধিকারটি আমার কাজে সহায়তা করবে। $R (আলাপ) ০৫:১৭, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি- এই মুহুর্তে আপনাকে রোলব্যাক অধিকার দেওয়া যাচ্ছে না। আপনার অবদানগুলি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, আপনি যে অনেক ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করে পূর্বাবস্থায় ফিরিয়ে এনেছেন, তা নয়, মাত্র কয়েকটিতে করেছেন। উপরন্তু আমার মনে হয়েছে, অনেক ক্ষেত্রেই যে সম্পাদনাগুলি আপনি বাতিল করেছেন, তা ধ্বংসপ্রবণ সম্পাদনা ছিল না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১০, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


Seth Freaking Noman সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার নিয়মিত সম্পাদক। বাংলা উইকিপিডিয়ায় ১১০০ এর বেশি সম্পাদনা করেছি। আমি বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় স্বয়ক্রিয় পরীক্ষণ অধিকারে রয়েছি। বর্তমানে আমার রোলব্যাকার অধিকারের প্রয়োজন দেখা দিয়েছে। আমি স্ম্যার্টফোনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখি। মাঝেমাঝে নেট প্রবলেম,ব্রাউজার প্রবলেমের জন্য ভুল করে পাতার অনেক কিছু অপসারণ করে ফেলি।সেদিন সামারস্লাম (২০১৫) পাতায় হালনাগাদ করার সময় এই প্রবলেম দেখা দেয়। তাই পুরা পাতাটির তথ্য স্বয়ংক্রিয়ভাবে অপসারণ হয়ে যায়। আমার ফোনে ১৫কিলোবাইট বাক্যের মত পাবলিশ করা যায় আর ঐ পাতা ছিল ৪৫কিলোবাইট।তাই পূর্বাবস্থায় বেশি শব্দ আসেনি। তাই কিছু না করে একজন রোলব্যাকারের অপেক্ষা করলাম। এরকম সমস্যার জন্য আমার এই অধিকার প্রয়োজন। SETHNoman (Message Wall) ০৭:১৮, ৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি Hat collecting--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৭, ৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভাইয়া হ্যাট কালেক্টিং কি?কিছুই বুঝলাম না :( SETHNoman (Message Wall) ০৮:২৩, ৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

usarker সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

দীর্ঘদিন যাবত উইকিপিডিয়ার সাথে যুক্ত থাকায় নিজেকে আত্মবিশ্বাসী বলে মনে করছি এই যোগ্যতার জন্য। তাছাড়া প্রশাসনিক কাজে নিজেকে যুক্ত করার তাগিদ থেকে এই আবেদন। ধন্যবাদ। উজ্জ্বল সরকার (আলাপ) ০৬:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনার সম্পাদনায় কোন রিভার্টের ইতিহাস নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩১, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]