উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/পর্যবেক্ষক/২০২৪
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি দুই মাস আগে উইকিপিডিয়াতে যুক্ত হয়েছি। আমি এক-দুই বছর আগেও উইকিপিডিয়া সম্পাদন করতাম। আমি গত দুই মাসে প্রায় ১০-১২ টা নতুন উইকিপিডিয়া তৈরি করেছি। এবং ভবিষ্যতে আমি আরো ভালো সম্পাদনা করার চেষ্টা করব। আমি চাই আমাকে একজন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হোক। Siam12367 (আলাপ) ১০:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Siam12367 আমার মনে হয়না, আপনি এই অধিকারের জন্য এখনো উপযুক্ত হতে পেরেছেন। অনুগ্রহ করে আরও অবদান রাখুন এবং সম্পাদনার মান উন্নয়ন করার চেষ্টা করুন। আশা করি, হতাশ হবেন না। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আমি হতাশ হই নি। আমি আমি আরো ভালো সম্পাদনা করব। Siam12367 (আলাপ) ০৩:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি,
পর্যবেক্ষক অধিকার প্রদানের ক্ষেত্রে মূল নামস্থানে কমপক্ষে ১,০০০ ভালো সম্পাদনা ও অ্যাকাউন্টের বয়স ৩০ দিন হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
অনুগ্রহ করে উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতাটি পড়ুন। তাছাড়া আপনার অনুরোধে কেন অধিকার চান তা স্পষ্ট নয়। এই অধিকার ছাড়াই আপনি উইকিপিডিয়ায় সম্পাদনা করতে পারবেন। Yahya (আলাপ) ০৭:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
নতুন পাতা ও সম্পাদনাসমূহ যথাযথভাবে পরীক্ষা করার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রাখা।এর মাধ্যমে উইকিপিডিয়ার বিভিন্ন পাতার মানোন্নয়ন হবে। Rijuanul Haque (আলাপ) ০৬:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি।
পর্যবেক্ষক অধিকার প্রদানের ক্ষেত্রে মূল নামস্থানে কমপক্ষে ১,০০০ ভালো সম্পাদনা
ও অ্যাকাউন্টের বয়স ৩০ দিন হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। অনুগ্রহ করে উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতাটি পড়ুন, পাতার মান উন্নয়ন করার জন্য পর্যবেক্ষক অধিকারের প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ২০:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক রিজওয়ান আহমেদ (আলাপ) ১৩:২৮, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ এই অধিকার আপনার কেন দরকার? Yahya (আলাপ) ১৭:৪৪, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- সম্প্রতি আমি মুহাম্মাদ (সাঃ) নিবন্ধে উল্লেখযোগ্য বড় ধরনের উন্নতি করেছি। কিন্তু, প্রতিবার আমার পরিবর্তনগুলো পর্যালোচনার জন্য অপেক্ষমান থাকে। এজন্য, এই অধিকারের আবেদন করেছি। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৩:২০, ১১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। এই অধিকার এক্ষেত্রে কোনো সাহায্য করবে না। ভবিষ্যতে কখনো অধিকারের আবেদন করলে সংশ্লিষ্ট প্রকল্প পাতা আগে পড়ে নিবেন এবং আবেদনে কেন অধিকার চান, অধিকার কী কাজে ব্যবহার করবেন তা উল্লেখ করে বিস্তারিত লিখে আবেদন করবেন। Yahya (আলাপ) ১৪:২৩, ১১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- সম্প্রতি আমি মুহাম্মাদ (সাঃ) নিবন্ধে উল্লেখযোগ্য বড় ধরনের উন্নতি করেছি। কিন্তু, প্রতিবার আমার পরিবর্তনগুলো পর্যালোচনার জন্য অপেক্ষমান থাকে। এজন্য, এই অধিকারের আবেদন করেছি। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৩:২০, ১১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Prasenjeet.x (আলাপ) ১৩:১৪, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য: @Prasenjeet.x, আপনি উইকিপিডিয়ায় যুক্ত হয়েছেন মাত্র কয়েকদিন হলো। নতুনদের এই অধিকার দেওয়া হয় না! আর আপনার আবেদনের মাধ্যমে বুঝা যাচ্ছে এই অধিকারটি কী কাজে লাগে এটা সম্পর্কে আপনি অবগত নন! উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতাটি পড়ে দেখুন। – Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩২, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
করা হয়নি Yahya (আলাপ) ১৪:৩৯, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদন করে থাকি। এছাড়াও আমি বিভিন্ন নিবন্ধসমূহ (যেমন: পুরাতন, নতুন) উন্নতি করার চেষ্টা করে থাকি। এবং আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করতে চেষ্টা করি। নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়ার কাজের চাপ কমানোর জন্য আমি পর্যবেক্ষক হতে চাচ্ছি। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:২৯, ৬ মে ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি আপনার সাম্প্রতিক কিছু সম্পাদনা ও আপনার দেওয়া অপসারণ প্রস্তাবনাগুলো দেখে মনে হয়েছে আপনি প্রেট্রোলিংয়ের সাথে পুরোপোরি পরিচিত নন। আরও কিছুদিন আবদান রেখে অভিজ্ঞতা অর্জন করুন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪০, ৯ মে ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক আমি উইকিপিডিয়া সবসময় নতুন নতুন নিবন্ধ ভিজিট করতে পছন্দ করি এবং সর্বাধিক ভিজিট করা নিবন্ধ গুলো আমি দেখে থাকি তার জন্য আমি এই অধিকার পেতে ইচ্ছুক। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:২৬, ৩০ জুন ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। নিবন্ধ দেখা বা পড়ার জন্য এই অধিকারের প্রয়োজন নেই। অধিকারটি নিয়ে জানতে উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতাটি দেখুন। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৮, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
নতুন পাতাসমূহ পর্যবেক্ষণ করতে চাই। অনেক দিন ধরে বাংলা উইকিতে আছি এবং পর্যবেক্ষণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখি বলে মনে করি। ধন্যবাদ। ইমদাদ তাফছীর (আলাপ) ১৯:২৫, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- ইমদাদ তাফছীর, আপনি এই আগস্টে মাসে বাংলা উইকিতে সক্রিয় হয়েছেন। মাঝে দীর্ঘদিন অনুপস্থিত। এরআগে এমন সক্রিয় ছিলেন ২০২১ সালের দিকে। আপনি বাংলা উইকিতে কেমন অবদান রাখেন, নিবন্ধ পর্যালোচনা, সংশোধন করেন তা দেখতে আমি আরও কিছুমাস অপেক্ষা করতে আগ্রহী। এছাড়া এই অধিকার না থাকলে, আপনি নতুন পাতাসমূহ যে পর্যবেক্ষণ করতে পারবেন না এমন কিছু নয়। ফলে কিছু মাস অপেক্ষা করতে আপনার সমস্যা হবার কথা নয়। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৭, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- অনেক পাতায় নিরীক্ষক প্রোটেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে এডিট করার পর কোনো নিরীক্ষকের আবার সেটি যাচাই করতে হয়। বাংলা উইকিতে অনেক দিন ধরে আছি বিধায় জানি যে কী করা যাবে এবং কী করা যাবে না। আবার টহল ঘরে নিরীক্ষণের জন্য সম্পাদনা পেন্ডিং পরে থাকে কিন্তু নিরীক্ষক অধিকার না থাকার কারণে যাচাই করতে পারি না। তাই অধিকার অনুরোধটি গ্রহণ করার দাবি জানাচ্ছি। ইমদাদ তাফছীর (আলাপ) ১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- আপনারকি নিরীক্ষক অধিকার প্রয়োজন নাকি পর্যবেক্ষক অধিকার প্রয়োজন? –TANBIRUZZAMAN (💬) ২২:০৯, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- দুটোই, নিরীক্ষক হতে হলে পর্যবেক্ষক হওয়ার আবশ্যকতা দেখলাম। ইমদাদ তাফছীর (আলাপ) ১৯:৩২, ২৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- আপনারকি নিরীক্ষক অধিকার প্রয়োজন নাকি পর্যবেক্ষক অধিকার প্রয়োজন? –TANBIRUZZAMAN (💬) ২২:০৯, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- অনেক পাতায় নিরীক্ষক প্রোটেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে এডিট করার পর কোনো নিরীক্ষকের আবার সেটি যাচাই করতে হয়। বাংলা উইকিতে অনেক দিন ধরে আছি বিধায় জানি যে কী করা যাবে এবং কী করা যাবে না। আবার টহল ঘরে নিরীক্ষণের জন্য সম্পাদনা পেন্ডিং পরে থাকে কিন্তু নিরীক্ষক অধিকার না থাকার কারণে যাচাই করতে পারি না। তাই অধিকার অনুরোধটি গ্রহণ করার দাবি জানাচ্ছি। ইমদাদ তাফছীর (আলাপ) ১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
করা হয়নি। আরও কিছুদিন অবদান রাখার পাশাপাশি ধ্বংসাত্মক সম্পাদনা বিরোধী কাজ করে অভিজ্ঞতা অর্জন করার পর পুনরায় আবেদন করবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৮, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
অনেক দিন ধরে সম্পাদনা করছি। ধ্বংসপ্রবণতা সহ মৌলিক বিষয়গুলো সম্পর্কে অনেকদিন ধরে অবগত। নতুন পাতাসমূহ পর্যবেক্ষণ করে পাতাটি দ্রুত অপসারণ যোগ্য হলে সেটি করার অনুরোধ বা ট্যাগ যুক্ত করে দেই। পর্যবেক্ষক অধিকার থাকলে সেটি পুনরায় পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ করা প্রয়োজন হবে না। আইপি থেকে করা বিভিন্ন পাতায় ধ্বংসপ্রবণতা রোধেও কাজ করেছি।
অনেক গুরুত্বপূর্ণ পাতায় নিরীক্ষক অধিকার না থাকার কারণে সম্পাদনা করলে সেটা নিরীক্ষকদের যাচাই করতে হয়। আবার টহলঘরে দীর্ঘ সময় ধরে অমিংমাসিত বিষয়গুলো পরে থাকে, নিরীক্ষণ অধিকার না থাকার কারণে নিরীক্ষণ করতে পারি না।
নিরীক্ষক হতে পর্যবেক্ষক হওয়া আবশ্যক। পর্যবেক্ষক হওয়ার সব মানদণ্ডে উত্তীর্ণ হই বলে মনে করি। তাই পর্যবেক্ষক অধিকারের আবেদন করছি। ইমদাদ তাফছীর (আলাপ) ১২:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য: @Emdad Tafsir, আপনার দ্রুত অপসারণের প্রস্তাব দেওয়া মাইজভান্ডারিয়া তরিকা, অত্থসালিনী, ঢিশক্যাঁও, আব্দুল হান্নান চৌধুরী (অধ্যাপক), মীর মোশারফ হোসেন সড়ক নিবন্ধগুলো অপসারণ করা হয়নি! উল্লেখযোগ্য নিবন্ধেও দ্রুত অপসারণের ট্যাগ দিয়েছেন! Ahmed Reza Khan (আলাপ) ১৩:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ, কিছু পাতায় যখন ট্যাগ দেওয়া হয়েছে তখন নিবন্ধটি পরীক্ষামূলক ছিল। আবার কিছু ক্ষেত্রে ভুল ট্যাগিং ছিল। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir, আপনি আজ ঢিশক্যাঁও নিবন্ধে 'নি৭' অনুযায়ী দ্রুত অপসারণের ট্যাগ দিয়েছেন, যা ভুল! এই নিবন্ধটি উল্লেখযোগ্য। তবে নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ রয়েছে। তাও নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুযায়ী এখনই নিবন্ধটিতে পরিষ্করণের ট্যাগ দেওয়া যাবে না, যেহেতু নিবন্ধটি তৈরির ৪৮ ঘণ্টা হয়নি এখনো। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- মুভিটাকে গুরুত্বপূর্ণ মনে হয়নি, একারণে যুক্ত করেছিলাম। যান্ত্রিক অনুবাদের কারণে রিচেক করিনি গুগল সার্চ করে।
- এটা ভুল ট্যাগিং ছিল বুঝতে পেরেছি।
- ধন্যবাদ। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir, আপনি আজ ঢিশক্যাঁও নিবন্ধে 'নি৭' অনুযায়ী দ্রুত অপসারণের ট্যাগ দিয়েছেন, যা ভুল! এই নিবন্ধটি উল্লেখযোগ্য। তবে নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ রয়েছে। তাও নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুযায়ী এখনই নিবন্ধটিতে পরিষ্করণের ট্যাগ দেওয়া যাবে না, যেহেতু নিবন্ধটি তৈরির ৪৮ ঘণ্টা হয়নি এখনো। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ, কিছু পাতায় যখন ট্যাগ দেওয়া হয়েছে তখন নিবন্ধটি পরীক্ষামূলক ছিল। আবার কিছু ক্ষেত্রে ভুল ট্যাগিং ছিল। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
করা হয়নি, টুপি সংগ্রহের প্রচেষ্ঠা। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- অধিকারের জন্য আবেদন করলে টুপি সংগ্রহের প্রচেষ্টা হয় কীভাবে জানি না।
- প্রথমেই উল্ল্যেখ করেছি নিরীক্ষক হতে চাই কারণ অনেক পাতাতেই নিরীক্ষক সুরক্ষা দেওয়া থাকে। সম্পাদনার পর অন্য নিরীক্ষকদের এটি নিরীক্ষা করতে হয়। আর অনেক অমিংমাসিত সম্পাদনা ঝুলে থাকে ৩-৪ দিন পর্যন্তও ঝুলে থাকতে দেখেছি।
- নিরীক্ষক হতে পর্যবেক্ষক হওয়া আবশ্যক তাই পর্যবেক্ষকের আবেদন করলাম।
- আমার সম্পাদনা অভিজ্ঞতা বা কোনো ভুল থাকলে জানাতে পারেন বা অধিকারের জন্য বিশ্বাসযোগ্য না হলে জানাতে পারেন কিন্তু টুপি সংগ্রহের প্রচেষ্টা বলাটা অবজ্ঞেয়। ইমদাদ তাফছীর (আলাপ) ১৪:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- একসাথে একাধিক অধিকারের আবেদন, পূর্ববর্তী আবেদন ব্যর্থ হওয়ার কয়েকদিনের মাঝেই পুনরায় অধিকারের আবেদনকে টুপি সংগ্রহের প্রচেষ্ঠা হিসাবে গন্য করা হয়। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, রচনাশৈলী নির্দেশনা, ও ধ্বংসপ্রবণতা সংক্রান্ত পাতার নির্দেশনা পড়েছি এবং এগুলোর সাথে পরিচিত। আশা করি এই অধিকারের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধসমূহের মানোন্নয়নে কাজ করতে পারব। Tanvir Siddique (আলাপ) ০৯:২০, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি নীতিমালা অনুসারে এই অধিকার পেতে ন্যূনতম ১০০০ সম্পাদনা থাকতে হবে। আপনার ভালো অবদান অব্যাহত রাখুন এবং কিছুদিন পর আবার আবেদন করুন। শুভেচ্ছাসহ, -- Yahya (আলাপ | অবদান) ০৯:২৫, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Yahya অবগতির জন্যে ধন্যবাদ। Tanvir Siddique (আলাপ) ১৩:২২, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)