ইসমাইল হোসেন তালুকদার

বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও আয়কর আইনজীবী ছিলেন।

ইসমাইল হোসেন তালুকদার বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও আয়কর আইনজীবী ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]

ইসমাইল হোসেন তালুকদার
ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮৬
পূর্বসূরীরাশেদ মোশাররফ
উত্তরসূরীমোঃ শামসুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্মঅজানা
তাত্রাকান্দা গ্রাম, গৌরীপুর, ময়মনসিংহ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত,
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৩ মে ২০১৪
ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ মুসলিম লীগ

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

ইসমাইল হোসেন তালুকদার ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার তাত্রাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

ইসমাইল হোসেন তালুকদার সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিবিদ, সাবেক সাংসদ ও আয়কর আইনজীবী ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]

মৃত্যু সম্পাদনা

ইসমাইল হোসেন তালুকদার ৩ মে ২০১৪ সালে হূদেরাগে আক্রান্ত হয়ে বাংলাদেশের ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও নয় মেয়ে নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার তাত্রাকান্দা গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "ময়মনসিংহ ২ : আওয়ামী লীগে অসন্তোষ, দুশ্চিন্তায় বিএনপি - Jamuna.News"jamuna.news। ২০১৯-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  3. "ইসমাইল হোসেন তালুকদারের ইন্তেকাল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা