ইলা সেন
ইলা সেন (২৫ সেপ্টেম্বর ১৯০৭ - ২১ মার্চ ১৯৪৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।
ইলা সেন | |
---|---|
জন্ম | ২৫ সেপ্টেম্বর ১৯০৭ |
মৃত্যু | ২১ মার্চ ১৯৪৮ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা |
রাজনৈতিক দল | যুগান্তর দল |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, |
পিতা-মাতা |
|
জন্ম ও পরিবার
সম্পাদনাইলা সেন ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতৃভূমি ছিল ঢাকা। তার পিতার নাম ব্রজেন্দ্রনাথ সেন ও মাতার নাম সুরবালা সেন পিতা মালয় ফেডারেশন স্টেটস-এর ডাক্তার ছিলেন এবং সেখানেই তাঁরা বসবাস করতেন। পিতামাতা ছিলেন উদারমতাবলম্বী ও শিক্ষানুরাগী। প্রখ্যাত বিপ্লবী ও সংবাদপত্রসেবী মাখনলাল সেন তার পিতার খুড়তুতো ভাই।[১]।
রাজনৈতিক জীবন
সম্পাদনাইলা সেন অসহযোগ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের যোগ দেন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। ছাত্রাবস্থায় তিনি রাজনৈতিক মনস্ক ছিলেন। ১৯২৯ সালে কল্যাণী দাসের ছাত্রী সংঘে যোগ দেন। ১৯৩০ সালে 'নারী সত্যাগ্রহ' আন্দোলনে যোগ দিয়ে চার মাস কারাদণ্ড ভোগ করেন।[২] ভারত স্বাধীনতা আন্দোলনে সৈন্য যোগদানের জন্য প্রচারণা চালান। ১৯৪৫ সালে 'আল ইন্ডিয়া উইমেনস কনফারেন্সে' যোগ দেন এবং দক্ষিণ কলকাতার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সমাজ সেবা ও বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন এবং ছাত্রদের ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
মৃত্যু
সম্পাদনাইলা সেন ২১ মার্চ ১৯৪৮ মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৭৭-১৭৯। আইএসবিএন 978-81-85459-82-0।
- ↑ "Role of Ila Sen in Freedom Struggle"। gktoday.in। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।