যশ চোপড়া
যশ রাজ চোপড়া (২৭ সেপ্টেম্বর ১৯৩২ - ২১ অক্টোবর ২০১২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, যিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তাঁর কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার। তাঁকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়। চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাঁকে ২০০১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৫ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তাঁকে আজীবন সদস্যপদ প্রদান করে, ফলে তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই সম্মাননা লাভ করেন।
যশ চোপড়া | |
---|---|
জন্ম | যশ রাজ চোপড়া ২৭ সেপ্টেম্বর ১৯৩২ রাহোঁ, পাঞ্জাব, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২১ অক্টোবর ২০১২ | (বয়স ৮০)
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | পামেলা চোপড়া |
সন্তান | উদয় চোপড়া, আদিত্য চোপড়া |
আত্মীয় | বলদেব রাজ চোপড়া (ভাই) হিরু জোহর (বোন) করণ জোহর (ভাগ্নে) |
পুরস্কার | পদ্মভূষণ |
স্বাক্ষর | |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাযশ চোপড়া ১৯৩২ সালের ২৭ আগস্ট লাহোর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
সম্পাদনাযশ চোপড়া কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ছাড়াও মোট ২২ টি ছবি পরিচালনা করেন তিনি। [১] যশ রাজ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র যাব তাক হ্যায় জান। এটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন; এটি তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনি গত ২১ আগস্ট, ২০১২-এ মৃত্যুবরণ করেন।[২]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপ্রযোজক
সম্পাদনা- দাগ: আ পোয়েম অব লাভ (১৯৭৩)
- কাভি কাভি (১৯৭৬)
- দুসরা আদমি (১৯৭৭)
- নুরি (১৯৭৯)
- কালা পাত্থর (১৯৭৯)
- নাখুড়া (১৯৮১)
- সওয়াল (১৯৮২)
- মশাল (১৯৮৪)
- ফসলে (১৯৮৫)
- বিজয় (১৯৮৮)
- চাঁদনী
- লামহে (১৯৯১)
- ডর (১৯৯৩)
- ইয়ে দিল্লাগী (১৯৯৪)
- দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)
- হামকো ইশ্ক নে মারা (১৯৯৭)
- দিল তো পাগল হ্যায় (১৯৯৭)
- মোহাব্বতে (২০০০)
- মুঝসে দোস্তি কারোগে! (২০০২)
- মেরে ইয়ার কি শাদী হ্যায় (২০০২)
- সাথিয়া (২০০২)
- বীর-জারা (২০০৩)
- হাম তুম (২০০৪)
- ধুম (২০০৪)
- বান্টি অউর বাবলি (২০০৫)
- সালাম নমস্তে (২০০৫)
- নিল 'এন' নিকি (২০০৫)
- ফনা (২০০৬)
- ধুম ২ (২০০৬)
- কাবুল এক্সপ্রেস (২০০৬)
- তা রা রাম পাম (২০০৭)
- ঝুম বারাবার ঝুম (২০০৭)
- চাক দে! ইন্ডিয়া (২০০৭)
- লাগা চুনারি মেঁ দাগ (২০০৭)
- আজা নাচলে (২০০৭)
- তাশান (২০০৮)
- থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক (২০০৮)
- বাচনা অ্যায় হাসিনো (২০০৮)
- রোডসাইড রোমিও (২০০৮)
- রব নে বানা দি জোড়ি (২০০৮)
- নিউ ইয়র্ক (২০০৯)
- দিল বোলে হাড়িপ্পা (২০০৯)
- রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার (২০০৯)
- প্যায়ার ইম্পসিবল (২০১০)
- ব্যান্ড বাজা বারাত (২০১০)
- মুঝসে ফ্রান্ডশিপ কারোগে (২০১১)
- মেরে ব্রাদার কি দুলহান (২০১১)
- লেডিজ ভার্সাস রিকি বেহল (২০১১)
- ইশাকজাদে (২০১২)
- এক থা টাইগার (২০১২)
- জব তক হ্যায় জান (২০১২)
পরিচালক
সম্পাদনা- ধুল কা ফুল (১৯৫৯)
- ধর্মপুত্র (১৯৬১)
- ওয়াক্ত (১৯৬৫)
- আদমি অউর ইনসান (১৯৬৯)
- ইত্তেফাক (১৯৬৯)
- দাগ: আ পোয়েম অব লাভ (১৯৭৩)
- জোশিলা (১৯৭৩)
- দিওয়ার (১৯৭৫)
- কভি কভি (১৯৭৬)
- ত্রিশূল (১৯৭৮)
- কালা পাত্থর (১৯৭৯)
- সিলসিলা (১৯৮১)
- মশাল (১৯৮৪)
- ফসলে (১৯৮৫)
- বিজয় (১৯৮৮)
- চাঁদনী (১৯৮৯)
- লামহে (১৯৯১)
- পরম্পরা (১৯৯৩)
- ডর (১৯৯৩)
- দিল তো পাগল হ্যায় (১৯৯৭)
- বীর-জারা (২০০৩)
- জব তক হ্যায় জান (২০১২)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- পদ্মভূষণ - (২০০৫)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (প্রযোজক)
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - চাঁদনী - (১৯৯০)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - ডর - (১৯৯৪)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - (১৯৯৬)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিল তো পাগল হ্যায় - (১৯৯৮)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - বীর-জারা - (২০০৫)
- পরিচালক
- শ্রেষ্ঠ পরিচালক - ওয়াক্ত - (১৯৬৫)
- শ্রেষ্ঠ পরিচালক - ইত্তেফাক - (১৯৬৯)
- শ্রেষ্ঠ পরিচালক - দাগ - (১৯৭৩)
- শ্রেষ্ঠ পরিচালক - দিওয়ার - (১৯৭৫)
- শ্রেষ্ঠ পরিচালক - বীর-জারা - (২০০৪)
- প্রযোজক
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - লামহে - (১৯৯১)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - (১৯৯৫)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিল তো পাগল হ্যায় - (১৯৯৭)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - বীর-জারা - (২০০৪)
- বিশেষ পুরস্কার
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৬)
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৭)
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৮)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলানিউজ ২৪ ডট কম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "The Life and Times of Yash Chopra"। India Times। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১২।