আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় তেজগাঁওতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১]
ধরন | বেসরকারি |
---|---|
স্থাপিত | ১৯৯৫ |
ইআইআইএন | ১৩৬৬৪১ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. আশরাফুল হক |
ঠিকানা | ১৪১ - ১৪২, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা - ১২০৮ , ২৩°৪৫′৫০″ উত্তর ৯০°২৪′২৫″ পূর্ব / ২৩.৭৬৩৮৪৫° উত্তর ৯০.৪০৬৮৮১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে, ১.৫ একর (০.৬১ হেক্টর) |
সংক্ষিপ্ত নাম | আবিপ্রবি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.aust.edu |
ইতিহাস
সম্পাদনাআহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহ্ছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সালে "বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"[২] অনুযায়ী প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা আহছানিয়া মিশন [৩] একটি অলাভজনক বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন যা ১৯৫৮ সালে খান বাহাদুর আহ্ছানউল্লা প্রতিষ্ঠা করেন। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস[৪], ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন[৫] ও অন্যান্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং পেশাদারী সম্পর্ক বজায় রাখে।
উপাচার্য
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (এপ্রিল ২০২২) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- মুহাম্মদ ফাজলী ইলাহী (১ জানুয়ারি ২০২০ - ৩১ ডিসেম্বর ২০২৩)[৬]
- আশরাফুল হক (৫ সেপ্টেম্বর ২০২৪ - বর্তমান)[৭]
অনুষদ এবং বিভাগ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অনুষদ এবং বিভাগ রয়েছে:
- স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ
- স্থাপত্য বিভাগ
- স্থাপত্যে ব্যচেলর
- স্থাপত্যে মাস্টার
- প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (বি.এসসি)
- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (বি.এসসি)
- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (এম.এসসি)
- পুরকৌশল বিভাগ
- পুরকৌশল (বি.এসসি)
- পুরকৌশল (এম.এসসি)
- পুর ও পরিবেশ প্রকৌশল (এম.এসসি)
- স্নাতকোত্তর ডিপ্লোমা (সিভিল)
- যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল বিভাগ
- যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল (বি.এসসি)
- শিল্প ও উৎপাদন প্রকৌশল (বি.এসসি)
- বস্ত্র প্রকৌশল বিভাগ
- বস্ত্র প্রকৌশল (বি.এসসি)
- কলা ও বিজ্ঞান বিভাগ
- গণিত (এম.এসসি)
- ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- স্কুল অফ বিজনেস
- ব্যবসায় প্রশাসন (বি.বি.এ)
- ব্যবসায় প্রশাসন (এম.বি.এ - নিয়মিত)
- ব্যবসায় প্রশাসনের (এম.বি.এ - এক্সিকিউটিভ)
- শিক্ষা অনুষদ
- শিক্ষা বিভাগ
- স্নাতকোত্তর (এম.এড)
- প্রাথমিক শিক্ষায় স্নাতক ডিগ্রি (বি.এড প্রাথমিক)
- অনানুষ্ঠানিক শিক্ষায় স্নাতক ডিগ্রি (বি.এড নন-ফর্মাল)
স্বীকৃতি
সম্পাদনাওয়েবোমেট্রিক্স[৮] (Webometrics) তাদের বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৮[৯] - এ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম, সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশে ৭৭তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে।[১০] এই ক্রম বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল এবং গবেষণাপত্র প্রকাশের উপর ভিত্তি করে[১১] তৈরি করা হয়েছে।
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "Private University Act, 1992"। ২০০৩-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৬।
- ↑ "Dhaka Ahsania Mission"। সংগ্রহের তারিখ ২০১১-১০-১৪।
- ↑ "International Association of Universities"।
- ↑ "University Grant Commission"।
- ↑ "আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ফাজলী ইলাহী"। সমকাল। ১ জানুয়ারি ২০২০। ১২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২২।
- ↑ "আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল হক"। জাগোনিউজ২৪.কম। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Cybermetrics Lab (2007). Regional and Global Ranking of Indian subcontinent universities. CINDOC-CSIC, Madrid, Spain"। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "Regional and Global Ranking of Indian subcontinent region" (পিডিএফ)। ২১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "AUST Ranking"। ১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "Webometrics, a new tool for Scientometrics"। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "A B O N Y From engineer to Mrs. Bangladesh - The New Nation"। web.archive.org। ২০২৩-০৫-১৩। Archived from the original on ২০২৩-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৪।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মিডিয়া দেখুন।