আল সাফরার যুদ্ধ উসমানীয়-সৌদি যুদ্ধ চলাকালে সংঘটিত হয়। তুসুন পাশার বাহিনী মদিনা পুনরুদ্ধারের জন্য গোলন্দাজ বাহিনী ও সরঞ্জাম নিয়ে সামনে অগ্রসর হলে আল সাফরা উপত্যকায় সৌদ আল কবিরের মুখোমুখি হয়। সৌদের সেনাবাহিনী ২০০ ঘোড়সওয়ার এবং প্রায় ১০,০০০ এর মত লোক নিয়ে সফলভাবে মদিনা প্রতিরোধ করে। তিনদিন লড়াইয়ের পর মিশরীয়রা পিছু হটে ইয়ানবুর ঘাঁটিতে ফিরে যায়।

আল সাফরার যুদ্ধ
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ
তারিখ১৮১২
অবস্থান
মদিনার নিকটে, পশ্চিম আরব উপদ্বীপ
ফলাফল সৌদিদের বিজয়, উসমানীয়দের ইয়ানবু প্রত্যাবর্তন
বিবাদমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য প্রথম সৌদি রাষ্ট্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য তুসুন পাশা সৌদ আল কবির
শক্তি
৮,০০০ ১০,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
৮৪০ নিহত;
৫০ যুদ্ধবন্দী
৮০০ নিহত