আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম

চট্টগ্রাম জেলার একটি কওমি মাদ্রাসা

আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার মিয়াখান নগরে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। স্থানীয় জনসাধারণ ও আলেমদের সহযোগিতায় ১৯৪৭ সালে মুহাম্মদ ইসমাঈল এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দানবীর মিয়া খান সওদাগর ১৯৫১ সালে এই মাদ্রাসার জন্য জমি ওয়াকফ করে দেন। এরপর এ জায়গার উপর মাদ্রাসার নতুন ভবন নিমার্ণ করা হয়। ১৯৫২ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। চট্রগ্রাম জেলার মুহাদ্দিস কবির আহমদ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর ১৯৮৫ সাল থেকে মুহতামিমের দায়িত্ব পালন করেছিলেন আব্দুল জলিল। মাদ্রাসার বর্তমান মহাপরিচালক লোকমান হাকিম।

আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৪৭ ইং[১][২]
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যলোকমান হাকিম
অবস্থান
মিয়াখান নগর, বাকলিয়া, চট্টগ্রাম-৪০০০
শিক্ষাঙ্গনপৌরসভা
সংক্ষিপ্ত নামমোজাহেরুল উলুম মাদ্রাসা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ২৮৬। 
  2. সাইয়েদ, আহসান (২০০৬)। বাংলাদেশে হাদীছ চর্চা উৎপত্তি ও ক্রমবিকাশ। সেগুনবাগিচা, ঢাকা: অ্যাডর্ন পাবলিকেশন্স। পৃষ্ঠা ১০২। আইএসবিএন 9842000184