মুহাম্মদ আব্দুল মান্নান

বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ, লেখক এবং গবেষক
(আল্লামা এম. এ. মান্নান থেকে পুনর্নির্দেশিত)

মুহাম্মদ আব্দুল মান্নান (জন্ম: ৩ মার্চ ১৯৬০) বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ, লেখক এবং গবেষক, যিনি এম. এ. মান্নান বা আল্লামা এম. এ. মান্নান নামে পরিচিত।[১] তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।[২][৩][৪][৫]

আল্লামা, শায়খ
মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান
কাজের মেয়াদ
২০১০ – ২০২২
পূর্বসূরীআল্লামা এম. এ. জলিল
উত্তরসূরীএম.এ মতিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-03-03) ৩ মার্চ ১৯৬০ (বয়স ৬৪)
রাউজান, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ ইসলামী ফ্রন্ট
প্রাক্তন শিক্ষার্থীজামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
পেশালেখক, গবেষকরাজনীতিবিদ
ধর্মইসলাম

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আবদুল মান্নান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খলিফার বাড়িতে ১৯৬০ সালের ৩ মার্চ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব এজহার।

কর্মজীবন সম্পাদনা

বাংলাদেশের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছোবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকতার (১৯৭৯-১৯৮৭) মাধ্যমে মান্নান তার কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে আহসানুল উলুম আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে নিযুক্ত হন এবং ১৯৯৭ সালে সালে গহিরা আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিযুক্ত হন। [তথ্যসূত্র প্রয়োজন]

রাজনৈতিক জীবন সম্পাদনা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (১৯৮০-১৯৮৬) সম্পাদনা

আব্দুল মান্নান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এ সংগঠনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (১৯৯০-২০২২) সম্পাদনা

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ জলিল মৃত্যুবরণ করলে আব্দুল মান্নান ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যদের ভোটে সংগঠনটির দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

অন্যান্য কার্যক্রম সম্পাদনা

আব্দুল মান্নান রাজনৈতিক কার্যক্রম ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টা পদে রয়েছেন। এছাড়াও তিনি ইসলামী বইয়ের লেখক ও অনুবাদক হিসেবেও তার অনুসারীদের কাছে পরিচিত।

তার উল্লেখযোগ্য কাজসমূহ:

  • শানে রিসালাত
  • রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
  • হাযির নাযির
  • দাওয়াত
  • হযরত আমীর মু'আবিয়া (রা.)
  • কানযুল ঈমান গ্রন্থের বঙ্গানুবাদ।
  • উর্দু ভাষায় রচিত নুরুল ইরফান ও খাজায়নুল ইরফান নামে দুটি কোরআনের ব্যাখ্যাগ্রন্থের বঙ্গানুবাদ।
  • আব্দুল কাদের জিলানীর জীবনীগ্রন্থ বাহজাতুল আসরার-এর বঙ্গানুবাদ।
  • সৈয়দ মুহাম্মদ আজিজুল হকের জীবনীগ্রন্থ দিওয়ান-ই আযীয নামক গ্রন্থের বঙ্গানুবাদ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান"বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 
  2. "ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান"। হবিগঞ্জ এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 
  3. "চট্টগ্রামে দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন মোনাজাত পরিচালনা করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান"Daily Nayadiganta [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. সংবাদদাতা, হাটহাজারী উপজেলা। "হাটহাজারীতে দাওয়াতে খায়ের ইজতিমায় আব্দুল মান্নান"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লি.। 
  5. "মাদক থেকে তরুণদের রক্ষার তাগিদ | কালের কণ্ঠ, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নানের পরিচালনায় আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়"Kalerkantho