আলেসসিয়ো ক্রানিয়ো

ইতালীয় ফুটবল খেলোয়াড়

আলেসসিয়ো ক্রানিয়ো (ইতালীয়: Alessio Cragno; জন্ম: ২৮ জুন ১৯৯৪) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব কাইয়ারি এবং ইতালি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

আলেসসিয়ো ক্রানিয়ো
২০১৭ সালে কাইয়ারির হয়ে ক্রানিয়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেসসিয়ো ক্রানিয়ো[১]
জন্ম (1994-06-28) ২৮ জুন ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান ফিয়েজোলে, ইতালি
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাইয়ারি
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়
ব্রেশা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ ব্রেশা ৩২ (০)
২০১৪– কাইয়ারি ১২৪ (০)
২০১৬লানচানো (ধার) ১৮ (০)
২০১৬–২০১৭বেনেভেন্তো (ধার) ৩৩ (০)
জাতীয় দল
২০১১ ইতালি অনূর্ধ্ব-১৭ (০)
২০১২–২০১৩ ইতালি অনূর্ধ্ব-১৯ ১১ (০)
২০১৪–২০১৭ ইতালি অনূর্ধ্ব-২১ ১২ (০)
২০২০– ইতালি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৬, ১৯ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৬, ১৯ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, ক্রানিয়ো ইতালি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, ক্রানিয়ো বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ সালে সেরিয়ে বি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় অন্যতম।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলেসসিয়ো ক্রানিয়ো ১৯৯৪ সালের ২৮শে জুন তারিখে ইতালির ফিয়েজোলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Comunicato Ufficiale N. 175" [Official Press Release No. 175] (পিডিএফ) (Italian ভাষায়)। Lega Serie A। ৫ মার্চ ২০১৯। পৃষ্ঠা 6। ১৯ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা