কাইয়ারি কালচো

ইতালির ক্যাগলিয়ারিতে অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব

কাইয়ারি কালচো (সাধারণত শুধুমাত্র কাইয়ারি ইতালীয়: [ˈkaʎʎari] (শুনুন) নামে পরিচিত) হচ্ছে কাইয়ারি ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২০ সালের ৩০শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। কাইয়ারি কালচো তাদের সকল হোম ম্যাচ কাইয়ারির সারদেয়না এরিনায় খেলে থাকে;[২] যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,২৩৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এউজেবিয়ো দি ফ্রাঞ্চেস্কো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তমাসো জুলিনি। ইতালীয় রক্ষণভাগের খেলোয়াড় লুকা চেপ্পিতেল্লি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

কাইয়ারি
পূর্ণ নামকাইয়ারি কালচো এস.পি.এ.
ডাকনামই রসসোব্লু (লাল এবং নীল)
গ্লি ইসোলানি (দ্বীপবাসী)
ই সার্দি (সার্দিনীয়)
কাস্তেদ্দু (কাইয়ারির সার্দিনীয় নাম)
প্রতিষ্ঠিত৩০ মে ১৯২০; ১০৪ বছর আগে (1920-05-30)
মাঠসারদেয়না এরিনা
ধারণক্ষমতা১৬,২৩৩
মালিকইতালি তমাসো জুলিনি
সভাপতিইতালি তমাসো জুলিনি
প্রধান কোচইতালি এউজেবিয়ো দি ফ্রাঞ্চেস্কো
লিগসেরিয়ে আ
২০১৯–২০১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, কাইয়ারি কালচো এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ শিরোপা, ১টি সেরিয়ে বি, ৪টি সেরিয়ে চি, ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি এবং কাম্পিওনাতো সার্দো দি ই দিভিজিওনে শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, কাইয়ারি কালচোর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৯৩–৯৪ উয়েফা কাপের সেমি ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ইন্টার মিলানের কাছে সামগ্রিকভাবে ৩–৫ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল।

ঘরোয়া

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা

উয়েফা কাপ:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cagliari Calcio"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  2. Williams, John (১১ জুন ২০০৪)। "England Fans Pose a Massive Dilemma"Leicester MercuryUniversity of Leicester। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা