আলী হুসাইন রিজভী

পাকিস্তানী ক্রিকেটার

আলী হুসাইন রিজভী (উর্দু: علی حسین رضوی‎‎; জন্ম: ৬ জানুয়ারি, ১৯৭৪) করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার।[১][২][৩] পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শেষদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

আলী হুসাইন রিজভী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআলী হুসাইন রিজভী
জন্ম (1974-01-06) ৬ জানুয়ারি ১৯৭৪ (বয়স ৫০)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৪৮)
১৭ অক্টোবর ১৯৯৭ বনাম দক্ষিণ আফ্রিকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫৪
রানের সংখ্যা - ৪৭৭
ব্যাটিং গড় - ৭.৮১
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান - ৩৪
বল করেছে ১১১ ৯৬০২
উইকেট ১৭১
বোলিং গড় ৩৬.০০ ২৬.৪৪
ইনিংসে ৫ উইকেট - ১১
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৭২ ৬/৫৭
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৩৬/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ জানুয়ারি ২০২১

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি ও পাকিস্তান কাস্টমস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৯৩-৯৪ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত আলী হুসাইন রিজভী’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন আলী হুসাইন রিজভী। ১৭ অক্টোবর, ১৯৯৭ তারিখে শেখুপুরায় সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of Pakistan Test Cricketers
  2. "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  3. "Pakistan – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা