আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ভারতে অবস্থিত লোক বিশ্ববিদ্যালয়
(আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক স্বনামধন্য মুসলিম চিন্তাবিদ ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এর লোগো
নীতিবাক্য
আরবি: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم
বাংলায় নীতিবাক্য
মানুষ যা জানতো না তা মানুষকে শিখিয়েছেন (কুরআন ৯৬:৫)
ধরনসরকারি
স্থাপিত১৮৭৫ (এমএও কলেজ)
১৯২০ (এএমইউ)
বৃত্তিদান$১৮.২ মিলিয়ন[]
উপাচার্যঅধ্যাপক নাইমা খাতুন ( এপ্রিল ২০২৪ থেকে)[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২,০০০
শিক্ষার্থী৩০,০০০
ঠিকানা
পাবলিক রিলেশন অফিস, এ্যাকাডেমিক ব্লক, দ্যা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলীগড় (ইউপি) ২০২০০২, ইন্ডিয়া ই-মেইল আইডি
, , ,
ভারত
শিক্ষাঙ্গনশহুরে ৪৬৭.৬ হেক্টর (১,১৫৫ একর)
এ্যাক্রোনাইমআমু
পোশাকের রঙ     
সংক্ষিপ্ত নামAMU
অধিভুক্তিইউজিসি, এনএএসি, এআইইউ
ওয়েবসাইটwww.amu.ac.in
মানচিত্র
ভিক্টোরিয়া ফটক, বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত স্থাপনা

আবাসিক হলসমূহ

সম্পাদনা

ছাত্রী হল

  • বেগম আজিজুন নিসা হল
  • আবদুল্লাহ হল
  • বেগম সুলতান জাহান হল
  • ইন্দিরা গান্ধী হল
  • সরোজিনী নাইডু হল
  • বিবি ফাতিমা হল

ছাত্র হল

  • আফতাব হল
  • আল্লামা ইকবাল বোর্ডিং হাউস ফর সিনিয়র সেকেন্ডারি স্কুল ( বয়েজ)
  • বি আর আম্বেদকার হল
  • হাদি হাসান হল
  • মহসিনুল মুলুক হল
  • মোহাম্মদ হাবিব হল
  • এন আর এস সি হল
  • নাদিম তারিম হল
  • রস মাসুদ হল
  • স্যার সৈয়দ হল ( উত্তর)
  • স্যার সৈয়দ হল ( দক্ষিণ)
  • স্যার শাহ সুলায়মান হল
  • স্যার জিয়াউদ্দিন হল
  • ভিকারুল মুলক হল[]

বিভাগ সমূহ

সম্পাদনা

১১৫৫ একরের এই বিশাল ক্যাম্পাস জুড়ে রয়েছে কিছু বিখ্যাত স্থাপনা।

এই বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদে (কৃষি বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রকৌশল ও প্রযুক্তি, আইন, জীবন বিজ্ঞান, মেডিসিন, ব্যবস্থাপনা অধ্যয়ন ও গবেষণা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইউনানী চিকিৎসা) মোট ৭৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।

প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা