আলাপ:হেফাজতে ইসলাম বাংলাদেশ

সাম্প্রতিক মন্তব্য: Azadkhan99 কর্তৃক ২ বছর পূর্বে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ সম্পাদনা

নিবন্ধের নাম কি হেফাজত-ই-ইসলাম বাংলাদেশ হওয়া উচিৎ? নাকি বর্তমানটিই ঠিক আছে? ইংরেজী নিবন্ধের নাম দেখলাম হেফাজত-ই-ইসলাম বাংলাদেশরাহাত (আলাপ) ১৯:২১, ১২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এটি অনুযায়ী নাম ঠিক আছে। লিমন ১৩:৩৮, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
হুম.…আমি তো লোগোটা খেয়ালই করি নাই। নিবন্ধের লীড সেকশনের নামটিও তো তাহলে পরিবর্তন করা প্রয়োজন। রাহাত (আলাপ) ১৪:০৩, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বর্তমান নামটাই সঠিক Azadkhan99 (আলাপ) ০৩:৪৮, ১১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন সম্পাদনা

গঠন

২০১৩ সালে সংগঠনটি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মানবতাবিরোধীদের শাস্তির দাবিতে আন্দোলনরত শাহাবাগের আন্দোলনকারীদের নাস্তিক বলে অভিহিত করতে থাকে[১][২] এবং ইসলাম ও এর রাসুলের অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তি দাবী করার মাধ্যমে জনসাধারণের নজরে আসে। [৩][৪]

কর্মকান্ড

২০১৩ সালে এই সংগঠনটি, শাহাবাগের আন্দোলনকারীদের নাস্তিক বলে অভিহিত করতে থাকে[৫][৬]

উপরের লাইনগুলো নিরপেক্ষভাবে পুনঃলিখনের স্বার্থে আলাপের পাতায় সরিয়ে আনা হয়েছে। লাইনগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা জন্য অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৪, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে, লাইনগুলি আর নিরপেক্ষ করার সুযোগ নেই। উপরে লেখা প্রত্যেকটি কথাই সত্যি। ২০১৩ শাহবাগ আন্দোলন, হেফাজতের এই পুনঃসংঘটিত হওয়া এবং আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে। নিবন্ধটিতে দৈনিক আমার দেশে প্রকাশিত খবর তথা ব্লগের স্ক্রীনশট প্রকাশের কথা, আহমেদ রাজীব হায়দার এর হত্যাকান্ড এবং হেফাজতের আন্দোলনের প্রেক্ষিতে ৪জন ব্লগারকে গ্রেফতারের প্রসঙ্গ আনারও প্রয়োজন রয়েছে। রাহাত (আলাপ) ০৯:০৮, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
এখানে তথ্যের যথেষ্ট ফাঁক রয়েছে। এখানে মানবতাবিরোধীদের শাস্তির দাবিদার এবং নাস্তিক্যবাদে অভিযুক্ত ব্লগারদের কথা আলাদাভাবে বলা উচিত। ঐ আন্দোলনের সাথে যুক্ত সবাই ব্লগার নয় আবার আল্লাহ ও রাসূলের সম্পর্কে কটূক্তিকারী সব ব্লগারই এই আন্দোলনের সাথে জড়িত নয়। ফলে সব আন্দোলনকারীকেই নাস্তিক বলেছে এমন ভাবে উপস্থাপন করা উচিত নয়। পত্রিকা (নিরপেক্ষ সূত্র নয়) যেভাবেই উপস্থাপন করুক উইকিপিডিয়ায় তা নিরপেক্ষভাবে পেশ করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৯, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
শাহবাগ আন্দোলনের শুরুর পরে কোন প্রেক্ষিতে হেফাজতে ইসলাম এই পুনঃসংগঠিত হয় এবং ঠিক কোন ইস্যুর বিরুদ্ধে তারা আন্দোলন চালায় স্পষ্ট করে লেখা উচিত। এখানে পক্ষে বিপক্ষে বিভিন্ন তথ্য ও সূত্র পাওয়া যাবে। চেষ্টা করুন তার প্রায় সবগুলো উপস্থাপন করতে। শুধু একটি পক্ষের তথ্য যোগ করলে হবে না। নিরপেক্ষতা দাবি করতে সকল মতের তথ্যই যোগ করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৫, ১৩ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


এইভাবে লেখা যেতে পারে। এতে করে সবার ই কিছুটা করে দোষ প্রকাশ হবে, যেমনঃ শাহবাগ একেবারে নাস্তিক বিহীন নয়, হেফাজত বুদ্ধিমান নয় কারণ তারা চিলে কান নিয়েছে শুনেই মারামারি কাটাকাটি, আমার দেশ পত্রিকার এখানে দোষ আছে এবং তারাই যত নষ্টের গোড়া।

"ব্লগারদের আহবানে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগের আন্দোলন শুরুর কিছুদিনের মাথায় দেশের একটি বিতর্কিত পত্রিকায় একটি ব্লগের স্ক্রীনশট প্রকাশ করা হয় যেখানে ইসলাম ও রাসূলকে নিয়ে কটুক্তি করা হয় এবং দাবী করা হয় এটি ১৫ অক্টোবর অজ্ঞাতনামা অস্ত্রধারীর ছুরিকাঘাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের যিনি শাহবাগের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ছিলেন। এর প্রেক্ষিতে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা শাহবাগের আন্দোলনকারীদের নাস্তিক বলে অভিহিত করে ব্যপক আন্দোলন শুরু করে, ইসলামের কটুক্তিকারীদের মৃত্যুদন্ডের দাবী উত্থাপন করে।"

রাহাত (আলাপ) ২১:৩৫, ২৯ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এখানে শুধু ব্লগার বলতে আবার সব ব্লগার বোঝায়, এখানে ব্লগারদের ঐ সংগঠনের নাম ব্যবহার করা যায়। বিতর্কিত পত্রিকা শব্দ ব্যবহার না করে পত্রিকার নাম ব্যবহার করা যায়। আর সম্ভবত ঘটনাগুলো এমন যে, রাজীব হায়দার হত্যার পর যখন তাকে বিভিন্ন মহল থেকে তাকে জাতীয় শহীদ বা দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বলে আখ্যায়িত করা হলে, পত্রিকায় ব্লগ স্ক্রীনশট প্রকাশ করা শুরু করে। আর সেখানে শুধু রাজীব হায়দার নয়, আরও বেশ কয়েকজনের ব্লগ থেকে তথ্য প্রকাশ করা হয়েছিল। এর প্রেক্ষিতে হেফাজতে ইসলাম এদের নাস্তিক বলে অভিহিত করে এবং এদের বিরুদ্ধে আন্দোলনে নামে। কথাগুলো এই ক্রমে সুন্দরভাবে লেখা যায়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩৯, ৩০ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Re-written সম্পাদনা

"ব্লগার এন্ড অনলাইন একটিভিস্ট নামক একটি সংগঠনের আহবানে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে, ৫ই ফেব্রুয়ারী থেকে শাহবাগের আন্দোলন শুরু হয় যেখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। ১৫ অক্টোবর অজ্ঞাতনামা অস্ত্রধারীরা ছুরিকাঘাতে এই আন্দোলনে সক্রিয় একজন ব্লগার আহমেদ রাজীব হায়দার নিহত হলে তাকে শাহবাগের আন্দোলনকারীরা শহীদ বলে আখ্যায়িত করে এবং শাহবাগ চত্ত্বরে তার জানাজার আয়োজন করে। তার মৃত্যুর কয়েকদিনের মাথায় দৈনিক দৈনিক আমার দেশ সহ কয়েকটি দৈনিক পত্রিকায় আহমেদ রাজীব হায়দারসহ এই আন্দোলনে সক্রিয় কয়েকজন ব্লগারের ব্লগের স্ক্রীনশট প্রকাশ করা হয় যেখানে ইসলাম ও রাসূলকে নিয়ে কটুক্তি করা হয়। এর প্রেক্ষিতে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা শাহবাগের আন্দোলনকে নাস্তিক ও ইসলামবিরোধীদের আন্দোলন বলে অভিহিত করে[৭] দ্রুত এই সমাবেশ বন্ধ করা এবং নাস্তিক ও ইসলামের কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের দাবীতে ব্যপক আন্দোলন ও সমাবেশ শুরু করে।"
এভাবে আমি আগে লিখতে চেয়েছিলাম, কিন্তু শাহআগের বর্ননা বেশি হয়ে যাবে ভেবে সংক্ষিপ্ত করেছিলাম। আর এধরনের আলোচনায় পক্ষে বিপক্ষের আরও লোক থাকলে আরও সহজে নিরপেক্ষ করে তোলা যেত। এখানে আলোচনার জন্য তো কেউ আসছেই না। রাহাত (আলাপ) ১৯:২৭, ৩০ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পত্রিকার আগে ”বিতর্কিত” শব্দটি বাদ দেয়া উচিত। ♦♦ যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৭:৪৩, ৩০ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  • যে পত্রিকা এবং পত্রিকার সম্পাদক গুজব/মিথ্যা তথ্য (কাবার গিলাফ, চাঁদে সাঈদী, শাহাব্গে নারী পুলিশ ধর্ষন, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাংগা সৃষ্টি ইত্যাদী ইত্যাদী) প্রকাশের দায়ে মামলায় জড়ায় এবং জেল খাটে, তাকে বিতর্কিত বলাই শ্রেয়।

-- রাহাত (আলাপ) ০৮:১২, ৩০ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রাহাত, আমি আগেও অন্যান্য পোষ্টে বলেছি, কে ভালো কে মন্দ, কে দাঙ্গা উস্কানী দিলো আর কে বিতর্ক ছড়ালো তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উইকিপিডিয়ার নয়। গতানুগতিক প্রিন্ট মিডিয়ার সাথে উইকিপিডিয়ার পার্থক্য এখানেই। আপনি যখনই এ ধরনের তথ্য উইকিপিডিয়ায় লিখবেন মনে রাখবেন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সরে আসছেন। যা উইকিপিডিয়ার নীতিবিরোধী। উইকিপিডিয়ার দায়িত্ব নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন মাত্র।
লেখাগুলো পরিবর্তনের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু লেখাগুলোতে এখনও অনেক ফাঁক রয়েছে, যা আমি আমার উপরের বার্তায় লিখেছি। যদি পারেন তো এই বিষয়ে নিরপেক্ষভাবে লিখুন নতুবা অনুগ্রহ করে বিতর্কিত কোনো কিছু উপস্থাপন করে আপনি নিজেও বিতর্কিত হবেন না, উইকিপিডিয়াকেও বিতর্কিত করবেন না। উইকিপিডিয়াকে রাজনীতি থেকে দূরে রাখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১৭, ৩০ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

প্যারামিটার খালি রাখার পরামর্শ সম্পাদনা

@আফতাবুজ্জামান: আল্লামা শাহ আহমদ শফি মৃত্যু বরণ করেছেন। কিন্তু দেখলাম, দলটির আমীরেন নাম: আহমদ শফী। চূড়ান্ত সীদ্ধান্তের আগ পর্যন্ত আমীর প্যারামিটারটি খালি রাখলে ভালো হয়। নয়ত মানুষ বিভ্রান্ত হতে পারে। সাফী মাহফূজ (বলুন শুনছি) ১০:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Safi Mahfouz: করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"হেফাজতে ইসলাম বাংলাদেশ" পাতায় ফেরত যান।