আলাপ:সাইফুল আজম

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "প্রশ্ন" অনুচ্ছেদে

প্রশ্ন সম্পাদনা

@FaysaLBinDaruL: ভাই তার মৃত্যুতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এর শোকবার্তা আপনি তথ্যসূত্র সহ মুছে দিয়েছেন। কেনো জানতে পারি? ধন্যবাদ। Mahmudul Hasan (আলাপ) ১৮:০৭, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Mahmudul Hasan:: প্রথমত, সাইফুল আজমের জীবনীকে আপনি উল্লেখযোগ্য হারে বর্ধিত করেছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশ হয়েছে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য তথ্যের পাশাপাশি অনুল্লেখ্য তথ্যও(শোক প্রকাশ) সন্নিবেশিত হয়েছিল। সাধারণত কোন জীবিত ব্যক্তির মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করে থাকেন। কিন্তু শোক প্রকাশের তথ্য উইকিপিডিয়ায় উল্লেখ করার মত নয়। উদাহরণ সরূপ সম্প্রতি মৃত্যুবরণকাররী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর জীবনী দেখতে পারেন। তাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক জানিয়ছেন। কিন্তু তথাপী শোক জানানোর বিষয়টি বিশ্বকোষের লেখার মত উল্লেখযোগ্য নয়, তাই উল্লিখিত হয়নি। [উল্লেখ্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ'র নিবন্ধটি নাহিদ সুলতান সম্পাদিত], তাই এই তথ্যগুলি বাদ দেয়া হয়েছিল। একই ভাবে ফিলিস্থিনীদের শোক প্রকাশের কথা গুলি বাদ পড়বে। কিন্তু আপনি ফিলিস্থিনীদের শোকবার্তা বিশেষভাবে quotebox-এ দেখাতে পারেন।
আমি জানি সময় খরচ করে এই তথ্যগুলি সন্নিবেশ করেছেন, তাই বিষয়টি মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে, তথাপী আপনি শোক প্রস্তাব বাদ দেয়ার বিষয় নিয়ে অভিজ্ঞ সম্পাদকদের সাথে আলাপ করতে আমার কথার যৌক্তিকতা যাচাই করে নিতে পারেন। আপনাকে আবারো নিবন্ধটিকে সমপ্রসারণের জন্য ধন্যবাদ। City of Zion (আলাপ) ১৯:২০, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: আপনি @NahidSultan: ভাইয়ের পরিমার্জিত লেখাকে বাজে অবস্থা করে ফেলছেন। কেনো জানতে পারি? Mahmudul Hasan (আলাপ) ১৮:১৮, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Mahmudul Hasan:: বেশ সিরিয়াস কথা! বোধ করি উত্তেজনার বশে লিখে ফেলেছেন। জনাব নাহিদের দুইটি সম্পাদনা এক দুই আবার ভালো মত দেখুন। তার সম্পাদিত অংশের সাথে আমার সম্পাদনার সম্পর্ক নেই। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার আগে সম্পদনা ইতিহাস ভালমত যাচাইয়ের পরামর্শ ও অনুরোধ দুটোই করছি। City of Zion (আলাপ) ১৯:৩৭, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: নাহিদ ভাইয়ের এক সম্পাদনাটি ভালো ছিলো। নিবন্ধটি তখন পরিপূর্ণ তথ্যসহ সঠিক দেখাচ্ছিলো। আর এখন প্রথম প্যারায় বাক্য রচনায় কয়েকটি বাক্য ভালো দেখাচ্ছেনা বা মিলছে না। আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকলে ক্ষমা চাচ্ছি, কিন্ত সময় নিয়ে করা একটা কাজ উল্টাপাল্টা দেখালে কাজে পুরোপুরি হতাশ হই।@NahidSultan: নাহিদ ভাই আমার অতিরিক্ত তথ্যসূত্র সরিয়ে দেওয়ায় ধন্যবাদ।

@NahidSultan: ভাই আপনার সম্পাদনার সাথে আমিও সম্পাদনা করে ফেলেছিলাম। দয়া করে এখন ঠিক করে দেবেন। নিবন্ধটির একদম প্রথম প্যারাটি এখনো বেখাপ্পা দেখাচ্ছে। Mahmudul Hasan (আলাপ) ১৮:৫০, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"সাইফুল আজম" পাতায় ফেরত যান।