আলাপ:শিব

সাম্প্রতিক মন্তব্য: Robin shaha কর্তৃক ১ বছর পূর্বে "আপনি জানেন কি.. হতে অপসারণের প্রস্তাব" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

অবিশ্বকোষীয়/প্রচারমূলক বিষয়বস্তু প্রসঙ্গে সম্পাদনা

@Nokib Sarkar:(বটের প্রতি) নিবন্ধের ভূমিকাংশে প্রথম লাইন থেকে "তাই হিন্দুধর্মের মূল স্তম্ভ ত্রিশক্তির (ব্রহ্মা, বিষ্ণু ও শিব) মধ্যে শিবই প্রধান ।" লাইন পর্যন্ত অংশটি মূলত শৈব প্রচারমূলক অংশ। এটি সম্পূর্ণত অবিশ্বকোষীয় আকারে লিখিত। এই অংশটি বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি জানেন কি.. হতে অপসারণের প্রস্তাব সম্পাদনা

“বৈদিক সাহিত্যে শিব শব্দটি অন্যান্য দেবদেবীর পরমেশ্বরের বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে?”

[বি.দ্র: অন্যান্য দেবদেবীর নামও পরমেশ্বরের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই অর্থে বলা যায় শিব শব্দটিও অন্যান্য দেবদেবীর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু কথাটাতে পরোক্ষ ভাব আছে। তাই আপনি জানেন কি হতে পরিবর্তনের বা অপসারণ প্রস্তাব দিচ্ছি।]

@আফতাবুজ্জামান @Prince ovy @Gc Ray @ষাগর চক্রবর্তী -- রবিন সাহা ১৮:২২, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin shaha এটা আলাদা একটা নিবন্ধন পরমেশ্বর এখানে দেখুন en:Parameshwara (god) তাই শিব নিবন্ধন টি থাকুক অপসারণ ূূএর প্রয়োজন নেই বললেই চলে। -- Prince ovy (আলাপ) ০০:২০, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
শিব নিবন্ধন থাকা উচিৎ। Gc Ray (আলাপ) ০২:১১, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Gc Ray, এই নিবন্ধটি কেউ মুছে দিবে না। আমি যা বুঝতে পারছি, রবিন সাহা বলতে চেয়েছেন যে নিবন্ধে থাকা “বৈদিক সাহিত্যে শিব শব্দটি অন্যান্য দেবদেবীর পরমেশ্বরের বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে?” বাক্যটি সঠিক নয় ও বাক্যটি সরিয়ে ফেলা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৮, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান, ভাই আপনি ঠিক ধরেছেন, বাক্যটি সঠিক নয়।

অনেক দেবতা ও অবতারের ক্ষেত্রেই পরমেশ্বর ব্যবহার করা হয়,কিন্তু পরমেশ্বর বলতে শুধু শিবকে বোঝায় না। তাই শিব ও পরমেশ্বর ভিন্ন নিবন্ধন। Gc Ray (আলাপ) ০২:২৯, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি নিবন্ধের কথা বলছি না তো.... আমি “আপনি জানেন কি?”” থেকে অপসারণের প্রস্তাব দিয়েছি.. মনেহয় কেউ বুঝতে পারে নাই। -- রবিন সাহা ০২:৪১, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উপরে দেখুন একটি টেমপ্লেটে লেখা হয়েছে “আপনি জানেন কি... বৈদিক সাহিত্যে শিব শব্দটি অন্যান্য দেবদেবীর বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে?” এখন বাক্যটি সঠিক মনে হয়নি আমার কাছে। এখানে আমি , “অন্যান্য দেবদেবীর” পরিবর্তে “পরমেশ্বরের/হিন্দুধর্মে পরমেশ্বরের” ব্যবহার করতে চেয়েছি। তাহলে বাক্যটি হবে: “আপনি জানেন কি... বৈদিক সাহিত্যে শিব শব্দটি হিন্দুধর্মে পরমেশ্বরের বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে?” এখানে যারা নিবন্ধ অপসারণের কথা বুঝেছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। -- রবিন সাহা ০২:৫০, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"শিব" পাতায় ফেরত যান।