আলাপ:রতন কাহার

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ মাস আগে "পুননির্দেশ অপসারণ" অনুচ্ছেদে

অবশ্যই রতন কাহারের নিবন্ধটি উইকিপিডিয়ায় রাখা যায়। তিনি শুধু "বড় লোকের বিটি লো" গানটি লিখে জনপ্রিয় নন। তাঁর অন্যান্য গানগুলো হলো শুকনো পাতা, ও বউ,ও দিদি, ইত্যাদি। দুটি গানের তথ্যসূত্র ছিল তাই নিবন্ধটিতে দুটি গানের কথা লিখেছি। এমন অনেক ব্যক্তি রয়েছেন একটি বই লিখে, এক- দুটি সিনেমায় অভিনয় করে,ইত্যাদি উইকিপিডিয়ায় রয়েছেন। তবে কেন রতন কাহার নন? প্রসেনজিৎ পাল (আলাপ) ১৪:৫৯, ২৭ জুন ২০২০ (ইউটিসি) প্রসেনজিৎ পালউত্তর দিন

রতন কাহার নিবন্ধটির ডিলিশনের বিরুদ্ধে মতামত সম্পাদনা

অবশ্যই রতন কাহার নিবন্ধটি উইকিপিডিয়ায় রাখা যায়। তিনি শুধু বড় লোকের বিটি লো গানটির জন্য জনপ্রিয় নন। তিনি লিখেছেন শুকনো পাতা, ও বউ, ও দিদি ইত্যাদি লোকসংগীত। আমি নিবন্ধে দুটি গানের কথা লিখেছি কারণ আমার প্রদত্ত তথ্যসূত্রগুলিতে এরবেশি পাইনি।..... খুঁজে দেখলে দেখা যেতে পারে যে, এমন অনেক ব্যক্তি রয়েছেন যিনি একটি বই লিখে, এক-দুটি সিনেমায় অভিনয় করে, ইত্যাদি উইকিপিডিয়ায় রয়েছেন। তবে রতন কাহার কেন নন। প্রসেনজিৎ পাল (আলাপ) ১৫:০৭, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নন? প্রসেনজিৎ পাল (আলাপ) ১৫:০৮, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুননির্দেশ অপসারণ সম্পাদনা

জীবিজী নিবন্ধটি একজন পদ্মশী প্রাপক (২০২৪)। যাচাইযোগ্যতা থাকায়, পুননির্দেশ অপসারণ করে স্বাধীন নিবন্ধ হিসেবে প্রকাশিত হলো। ~ ফায়সাল বিন দারুল (২০২৪) ২২:৪৯, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"রতন কাহার" পাতায় ফেরত যান।