আলাপ:মুহাম্মাদ ফাতিহ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম সংক্রান্ত প্রস্তাবনা" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

আফতাবুজ্জামান ভাই, এই পৃষ্ঠার নাম শুধু "দ্বিতীয় মুহাম্মদ" দিতে চাই। আপনার মতামত কি? নবাব (আলাপ) ০৬:৩১, ৩০ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম সংক্রান্ত প্রস্তাবনা সম্পাদনা

উসমানীয় সালতানাতের মুহাম্মাদ দ্বিতীয় সাধারণতঃ বাংলায় মুহাম্মাদ ফাতিহ নামেই প্রসিদ্ধ। এই নামেই ইতোমধ্যে রাগিব সারজানি ও আলী সাল্লাবী কর্তৃক রচিত (বাংলায় অনুদিত) দুইটি বই রয়েছে।। আর তুর্কীরাও তাকে মেহমেদ বলার আগে ফেতিহ/ফাতিহ বলে। ইংরেজীআরবী নিবন্ধেও ফাতিহ অংশটি সংযুক্ত। উইকিপিডিয়ায় মুহাম্মাদ দ্বিতীয় নাম দেয়ায় গুগলেও "মুহাম্মাদ ফাতিহ" লিখে অনুসন্ধান করলে সাইডবারে মুহাম্মাদ ফাতিহের তথ্য দেয়া হয়না, অথচ- মুহাম্মাদ দ্বিতীয় লিখে অনুসন্ধান করলে সাইডবার পাওয়া যায়। ডেস্কটপ ভিউতে দেখুন : । অন্যদিকে ইতিহাসে মুহাম্মাদ দ্বিতীয় বলে আরো কয়েকজন আছেন। দেখুন: দ্বিতীয় মুহাম্মদ (দ্ব্যর্থতা নিরসন)। ফাতিহের নামে যেই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সেটিও ফেতিহ ১৪৫৩ নামে নামকরণ করা হয়েছিল। সবদিক মিলিয়ে... ফাতিহের প্রসিদ্ধির দিকটাকে মুখ্য রেখে উইকিপিডিয়ার নামকরণ নীতিমালা অনুযায়ী আমি শিরোনামটি "মুহাম্মাদ আল-ফাতিহ" বা "মুহাম্মাদ ফাতিহ" দেয়ার জন্য প্রস্তাব করছি। আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১৫:৩৬, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান ভাই, উসমানীয় সুলতানদের নামকরণের দিকটা কি দেখা যায়? উনারা দেশের ইতিহাসেও ইসলামের ইতিহাস হিসেবে সমানভাবে বিখ্যাত। উইকিপিডিয়ার নামকরণ নীতিমালা অনুসারে নিবন্ধের নামে প্রসিদ্ধি ও পরিচিতির দিকটা দেখা কি উচিত নয়? -- খাত্তাব হাসান (আলাপ) ১৬:২১, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আ হ ম সাকিব: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"মুহাম্মাদ ফাতিহ" পাতায় ফেরত যান।