রাগিব সারজানি
ডা. রাগিব সারজানি আল হানাফি হলেন একজন মিশরীয় বিশিষ্ট ইসলাম-প্রচারক, ইতিহাসবিদ, আরবি লেখক ও সাহিত্যিক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। ডা. সারজানি মূল আগ্রহের বিষয় হল ইসলামি ইতিহাস। তিনি ইসলামের ইতিহাসের সর্ববৃহৎ ওয়েবসাইটের তত্ত্বাবধায়ক। ১৯৬৪ সালে তিনি মিশরের আল মুহাল্লা আল কুবরায় জন্মগ্রহণ করেন।
রাগিব সারজানি | |
---|---|
জন্ম | ১৯৬৪ |
জাতীয়তা | মিশরীয় |
নাগরিকত্ব | মিশর |
শিক্ষা | মুত্রব্যবস্থা-বিজ্ঞানে পিএইচডি |
মাতৃশিক্ষায়তন | কায়রো বিশ্ববিদ্যালয় |
পেশা | মেডিসিন অধ্যাপক,কায়রো বিশ্ববিদ্যালয় |
প্রতিষ্ঠান | কায়রো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইসলাম প্রচার; ইসলামের ইতিহাস গবেষক |
উল্লেখযোগ্য কর্ম | http://islamstory.com/ ওয়েবসাইট, ইসলামের ইতিহাস বিষয়ে রচিত অর্ধশতাধিক বই |
ওয়েবসাইট | http://islamstory.com/ |
ডা. রাগিব সারজানি ইসলামি ইতিহাসে একজন প্রতিষ্ঠিত ও প্রসিদ্ধ লেখক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক। এসবের কয়েকটি বিশ্বের বিভিন্ন ভাষা, যেমন: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইন্দোনেশীয়, রুশ, ও তুর্কি ও বাংলা ভাষায় অনূদিত হয়েছে। একাধিক ভাষায় অনূদিত তাঁর বইগুলোর মধ্যে কয়েকটি হল : কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস), কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস), কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) প্রভৃতি।[১] এছাড়াও ইসলামের ইতিহাস সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বিভিন্ন বক্তৃতা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হয়েছে/হয়। টুইটারে তাঁর ২৪০,০০০ জন এবং ফেসবুকে প্রায় ২,০০০০,০০০ জন অনুসারী রয়েছে।[২] এছাড়াও অনলাইন অফলাইনে একটি বৃহত্তর জনগোষ্ঠী তার অনুসরণ করে।[৩]
শিক্ষাজীবন
সম্পাদনা- তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
- গ্রাজুয়েশন সম্পন্ন করার পর ১৯৯১ সালে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন।
- ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- তুলান বিশ্ববিদ্যালয়, নিউ অরলিন্সে ভিসিটিং ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৪-১৯৯৭ সাল।
- ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর থেকে যৌথ তত্ত্বাবধানে কিডনি এবং মূত্রনালীতে অস্ত্রোপচারের ক্ষেত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন
- অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,
- ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদদের সদস্য
- আমেরিকান ইউরোলজিকাল অ্যাসোসিয়েশনের সদস্য
- মিশরীয় ইউরোলজিকাল অ্যাসোসিয়েশনের সদস্য
তার লিখিত যেসকল বই বাংলায় অনুবাদ হয়েছে
সম্পাদনারাগিব সারজানির প্রকাশিত বইয়ের সংখ্য়া অর্ধ শতাধিক, যার বেশ কয়েকটি অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইন্দোনেশীয়, রুশ, ও তুর্কি ভাষায়। রাগিব সারজানির ২৩টি বই অনুবাদ করা হয়েছে।[৪]
- তাতারীদের ইতিহাস (কিসসাতুত তাতার);[৫]
- ফজর আর করব না কাজা - হার্ডকভার;
- মুসলিম জাতি বিশ্বকে কী দিয়েছে?;[৬]
- পড়তে ভালোবাসি;[৭]
- শোন হে যুবক;[৮]
- ফিলিস্তিন : বেঁচে থাকার লড়াই;[৯]
- অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সাঃ);[১০]
- এটাই হয়তো জীবনের শেষ রমযান;
- ক্রুসেড : খ্রিষ্টানদের হিংস্র যুদ্ধের ইতিহাস;
- আন্দালুসের ইতিহাস- ১ম খণ্ড;
- কুরআন হিফজ করবেন যেভাবে;[১১]
- নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী;[১২]
- শিয়া: কিছু অজানা কথা;[১৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Amazon.com: Dr. Ragheb Al-Sergany: Books, Biography, Blog, Audiobooks, Kindle"। www.amazon.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৩।
- ↑ "د. راغب السرجاني - الصفحة الرسمية"। web.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৩।
- ↑ "د. راغب السرجاني (@raghebelsergany) | Twitter"। twitter.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৩।
- ↑ "Dr. Ragib Sarjani Books - ড. রাগিব সারজানি এর বই | Rokomari.com"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।
- ↑ "তাতারীদের ইতিহাস - মুহাম্মদ যাইনুল আবিদীন,ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯।
- ↑ "মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে ১-৪ খণ্ড - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯।
- ↑ "পড়তে ভালোবাসি - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯।
- ↑ "শোন হে যুবক - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "ফিলিস্তিন : বেঁচে থাকার লড়াই - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সাঃ) - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ,ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "কুরআন হিফজ করবেন যেভাবে - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।
- ↑ "নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।
- ↑ "শিয়া: কিছু অজানা কথা - ড. রাগিব সারজানি"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।