আলাপ:মাশরাফী বিন মোর্ত্তজা

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প ক্রিকেট
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ক্রিকেটের অংশ, যা উইকিপিডিয়ায় ক্রিকেট সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজনীতি
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজনীতির অংশ, যা উইকিপিডিয়ায় রাজনীতি সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

Kolkata Knight Riders

সম্পাদনা

He was a player of Kolkata Knight Riders. Please add it. — 115.187.45.242 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

is it mash? — Linkon maculus (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

‎মাশরাফি বিন মর্তুজা

সম্পাদনা

২০১৭বিপিএল -এ রংপুর রাইডার্স এর অধিনায়ক হিসেবে চতুর্থ বারের মত এই শিরোপা জিতেন আশরাফুল আরেফিন (আলাপ) ০৫:১৯, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আশরাফুল আরেফিন আশরাফুল আরেফিন (আলাপ) ০৫:২১, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ ক্রিকেট

সম্পাদনা

বর্তমান অবস্থা ক্রিকেটের Md Oyazed Hossain Mbm (আলাপ) ১৯:১৬, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন

সম্পাদনা

এই নিবন্ধটির হতে মাশরাফি বিন মোর্ত্তজা-এ পরিবর্তন করার প্রস্তাব রাখছি। ব্যাক্তির নিজের সাক্ষরিত হলফনামায় এই নামটি ব্যবহৃত হয়।

যেহেতু ব্যাক্তির আত্মস্বীকৃত আসল নাম এটি, তাই বর্তমান নিবন্ধটিকে একটি পুনঃনির্দেশ হিসেবে রেখে, মূল নামে স্থানান্তর করা উচিৎ। --প্রত্যয় (স্বাগতম) ০৪:৪২, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন / বিরোধিতা / মন্তব্য

সম্পাদনা
আমার ধারণা সেটি মোর্ত্তজা হিসেবেই রয়েছে। কারণ জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (৯৪ নং) মোর্ত্তজাই উল্লেখ আছে। এছাড়াও, আরেকটি বিষয় (যা অফিসিয়াল হিসেবে গ্রহণযোগ্য নয়) হচ্ছে, ব্যাক্তির একটি সাক্ষাৎকার গ্রহণের সময় তার নিকটেও এই বিষয়টির নিশ্চয়তা পেয়েছিলাম। --প্রত্যয় (স্বাগতম) ০৪:৫৬, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
মাশরাফীর নামের অনেক রকম ব্যবহার দেখা যায়। তবে ব্যক্তি যেটি ব্যবহার করেন, সেটিই রাখা দরকার। তাই নাম পরিবর্তনে সমর্থন দিলাম। শেষের অংশটুকু মানে, এমনিই আরকি! আমি সিরিয়াসলি বলিনি, প্রত্যয়দা! 😅 — Meghmollar2017আলাপ০৫:০৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: মাশরাফি নামক বইটি কিন্তু মাশরাফি/মাশরাফী-ও দেখেছেন, এবং প্রশংসাও করেছিলেন। এটা কিভাবে/কেন হলো, উনি কি উনার নাম সংশোধন করতে বলেননি বইটি লিখার পূর্বে? ~ নাহিয়ান আলাপ ১৯:০০, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
জানা নেই যে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৯, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"মাশরাফী বিন মোর্ত্তজা" পাতায় ফেরত যান।