আলাপ:মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতা

সাম্প্রতিক মন্তব্য: DeloarAkram কর্তৃক ১ বছর পূর্বে "অনুবাদের অনুরোধ" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি সম্পাদনা

@খাত্তাব হাসান ভাই আপনি এই সম্পাদনায় আমার একটি সম্পাদনা বাতিল করেছেন। আমি লিখলাম, কলকাতা আলিয়া মাদ্রাসা" নিবন্ধটি স্বতন্ত্র উল্লেখযোগ্য, আলাদা নিবন্ধ প্রয়োজন আর আপনি লিখলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়-ই মাদ্রাসাই আলিয়া কলকাতা। অনুগ্রহ করে মূল নিবন্ধ দেখুন। আপনি কীভাবে ধারণা করলেন!! মূল নিবন্ধটি আমি পরিনি?? ইতিহাসের খাতায় দুইটা একই প্রতিষ্ঠান হলেও দুইটা নিবন্ধের আলাদা তাৎপর্য রয়েছে, ইংরেজি উইকিতেও আপনি দেখতে পাবেন, দুইটা বিশ্ববিদ্যালয় একত্রিত নতুন বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়েছে, কিন্তু পুরাতন বিশ্ববিদ্যালয় একই নামে বহাল রয়েছে। কোন শহরের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রেও এসব প্রযোজ্য। দরকার শুধু উল্লেখযোগ্যতাজগন্নাথ কলেজ কলেজের মত, কলকাতা আলিয়া মাদ্রাসাও তেমন একটি প্রতিষ্ঠান। এটার স্বতন্ত্র উল্লেখযোগ্যতা রয়েছে। দুঃখিত! সম্পাদনাটি আগের অবস্থায় নেওয়া হয়েছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:০২, ১১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: কলকাতা আলিয়া মাদরাসার নাম পরিবর্তন করে কেবল আলিয়া বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আর কিছু নয়। আবার কলকাতা আলিয়া মাদরাসার নাম দাপ্তরিকভাবে কলকাতা মোহামেডান কলেজ ছিল। আর ইংরেজিতে কি দুইটা নামে ভিন্ন নিবন্ধ রয়েছে? বা অন্য কোনও উইকিতে? অনুগ্রহ করে প্রমাণ দিন। ~ খাত্তাব ( | | ) ০৯:৩৭, ১১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান না, শুধু নাম পরিবর্তন হয়নি, প্রতিষ্ঠানের মানের বিশেষ পরিবর্তন হয়েছে, একটি কলেজ/মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। আপনি জগ্ননাথ কলেজের ব্যপারে দেখেন, বাংলাদেশের সকল পত্রিকা এটির প্রতিষ্ঠাসাল ২০০৫ বলছে, প্রতিষ্ঠানের কলেজ রুপের কথা বাদ দিয়ে। তাই কলেজ রূপের জন্য আলাদা নিবন্ধ প্রয়োজন। আপনি বহু শহরের জন্য এমন নিবন্ধ পাবেন, এক রাষ্ট্রপ্রধান এসে শহরের কাঠামো কিছু চেন্স করলে, আগের ও পরের শহরের জন্য আলাদা নিবন্ধ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানের প্রমাণ হিসাবে en:University of Tampere দেখুন, একত্রিত হওয়ার পরেও আলাদা আলাদা নিবন্ধ রয়েছে। আর মাদ্রাসাটির নিবন্ধ বিশেষভাবে প্রয়োজন, কারণ বিষয়শ্রেণী:মাদ্রাসা-ই আলিয়া, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী এরা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়, পত্রিকা ও তাদের ওয়েবসাইট এভাবেই উল্লেখ করে থাকে।
বাংলাপিডিয়ায়ও জগ্ননাথ কলেজজগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পাতা রয়েছে।
আর দাপ্তরিক নামের কথা বলেছেন, হ্যা আগে আমি আগেও একটু দেখেছিলাম, যাচাই করে দেখলাম ঠিক আছে। তবে উইকিপিডিয়া প্রচলিত নাম গ্রহণ করে। আর নামের বিষয়ে পরে আপনার সাথে আলোচনা করে নেবো, আগে স্বতন্ত্র নিবন্ধ প্রয়োজন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০২:০৮, ১২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: কাজ শুরু করলাম। যেহেতু স্থানীয় (বঙ্গের) বিষয়, অন্য উইকিতে না পাওয়াটাই স্বাভাবিক। যাইহোক, আপাতত তথ্য খুঁজে খুঁজে যোগ করি। অপসারণ প্রস্তাবনা সরানো যেতে পারে হয়ত। ~ খাত্তাব ( | | ) ০২:৪৫, ১২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান আপনার কাজ শুরু করার জন্য ধন্যবাদ। আমি খেলাঘরে সামান্য কিছু করেছিলাম। যাইহোক, আপনি কাজ শুরু করুন, আমি সাহায্য করছি ইনশা-আল্লাহ। আপনার সম্পাদনা শুভ হোক। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:১১, ১২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদের অনুরোধ সম্পাদনা

@Mehediabedin ভাই। এই নিবন্ধটা, জগন্নাথ কলেজ এই নিবন্ধটা ইংরেজিতে অনুবাদ অতীব জরুরী। করে দিলে ভালো হয়। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:১৮, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram চেষ্টা করবো। তবে উইকিপিডিয়ায় আগের প্রতিষ্ঠানের নিবন্ধ অনেকসময় বর্তমান প্রতিষ্ঠানের নিবন্ধে একীভূত করা হয়। আর যেহেতু জগন্নাথ কলেজ নিবন্ধের কিছু অনুচ্ছেদে তথ্যসূত্র নেই তাই অনুবাদ করলে নিবন্ধটা রাখবে কিনা তা জানিনা। মেহেদী আবেদীন ১০:২৮, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin আসলে এসব প্রতিষ্ঠানের রেফারেন্স নিয়ে অসুবিধা নেই। দেখুনঃ
"মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতা" পাতায় ফেরত যান।