আলাপ:মাও ৎসে-তুং

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ১ বছর পূর্বে "স্থানান্তরের কারণ?" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব অতি)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 অতি  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী অতি-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নাম সম্পাদনা

এখন কি আর মাও সে তুং উচ্চারণটা ব্যবহার করা হয়? পিকিং->বেইজিং এর মতো এটাও তো পাল্টানো হয়েছে, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ১৯:১০, ১৪ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

মাও দে জং নামে কী এই এন্ট্রিকে সরিয়ে নেওয়া উচিৎ? বড়ো নেতার ছোট এই ভুক্তি দেখিয়া যারপরনাই ব্যথিত হইলাম। যাহারা ঢাকার দেওয়ালে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান চিকা মারিতো তাহারা কই?? Munirhasan (আলাপ) ১৮:৪১, ২২ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এখন সর্বত্র ইংরেজিতে মাও জে দং ব্যবহার করা হয়। বাংলাতে বিচিত্র সব বানান বিভিন্ন পত্রিকায় দেখছি। তবে আজাদী ও আনন্দবাজারে "মাও জে দং" ব্যবহার করা হয়েছে। সেই বানানেই সরানো যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:০১, ২২ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বর্তমানে বাংলা ভাষার প্রায় সব বইগুলোতে এই ব্যক্তির নাম মাও সেতুং বা মাও সেতুঙ লেখা হয়। যে বানানে নিবন্ধটি আছে তা একেবারেই অপ্রচলিত। মাও জেদং একেবারেই হাল আমলের যা মাও সেতুং পরবর্তীকালে সংশোধনবাদী ধারার নেতৃবৃন্দ গ্রহণ করেন। ফলে আমার মনে হয় মাও সেতুং নামেই পাতাটি রাখা উচিত। আজাদ বা আনন্দবাজারে মাও জে দং দেখা গেলেও বাংলাদেশ ভারত ও নেপালে মাও সেতুং নামটিই বেশি প্রচলিত।--Anup Sadi (আলাপ) ০২:৩৭, ১০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনা অনুসারে পুনরায় অনুরোধ করছি যে নামটি মাও সেতুং করা হোক।--সাদি (আলাপ) ১২:০০, ৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তরের কারণ? সম্পাদনা

@Mouryan: পূর্বে এই পাতাতেই আলোচনার মাধ্যমে নিবন্ধের নাম "মাও সেতুং" (কিংবা "মাও সে তুং") রাখার সিদ্ধান্ত এসেছিল। কিন্তু আপনি কোনও আলোচনা ছাড়াই নিবন্ধটিকে বর্তমান নামে স্থানান্তর করেছিলেন কেন?
সম্পূরক: আমি অধিক প্রচলনের কারণে নিবন্ধটিকে পূর্বের নাম, তথা মাও সে তুং শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। ≈ MS Sakib  «আলাপ» ১৩:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"মাও ৎসে-তুং" পাতায় ফেরত যান।