আলাপ:বাঙালি হিন্দুদের পদবিসমূহ

দেবশর্মা পদবি যুক্তকরণ প্রসঙ্গে সম্পাদনা

আপনার বলেছেন দেবশর্মা পদবী ব্রাহ্মণের না তাহলে আপনার লেখাতে দেবনাথ, অধিকারী এগুলো নাই কেন ? আর এবার যদি আপনি বলেন এগুলো ব্রাহ্মণের পদবী না । তাহলে আমি বুঝবো আপনি সবচেয়ে বড় অশিক্ষিত মূর্খ । আপনি তো হিন্দুধর্ম পালন করেন না ।হিন্দুধর্ম সম্পর্কে এতকিছু জানবেন কিভাবে। আমাদের শ্রীমদভগবদগীতায় বর্ণের উল্লেখ্য আছে যা ৫০০০ (পাঁচ হাজার বছর ) বছর আগের । আর এবার আপনি বলেছেন মাত্র ৮০০ বছর পূর্বে । এখানে ৮০০ বছর পূর্বে যে সেন বংশ এসেছে তারা কোথা থেকে এসেছে কবে এসেছে ।সেন বংশের আগে আচার্য ছিল তারা কোথায় গেল ?এখানে হিন্দুধর্মকে বিকৃত রুপ দিয়েছেন আপনি ।স

বাঙালি হিন্দুর পদবী জাতিভিত্তিক নয় সম্পাদনা

বাঙালি হিন্দুর পদবীর জাতিভিত্তিক শ্রেণীবিভাজন অবৈজ্ঞানিক ও অনৈতিহাসিক। বহু পদবী এমন আছে যা একাধিক জাতির (কাস্টের) মধ্যে দেখা যায়। উদাহরণস্বরূপ 'পাল' যা কায়স্থ, তিলি ও কুম্ভকার জাতির মধ্যে দেখা যায়। পদবী অনেক ক্ষেত্রেই জীবিকা থেকে এসেছে এবং একাধিক জাতির একই জীবিকা হওয়া অসম্ভব নয়। কল্যাণ সরকার (আলাপ) ১৩:৫২, ১৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ইম্পোরটেন্ট বা গুরুত্ব সম্পাদনা

এই পাতার কোন ইম্পোরটেন্ট বা গুরুত্ব নেই।এই পাতা ডিলেট বা অপসারণ হওয়ার যোগ্য।যথেষ্ট তথ্যসূত্র ও নেই।--Minister of Welfare CHAT১৭:১২, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দেবনাথ পদবীর ব্রাহ্মণত্ব নির্ধারণ বিষয়ে সম্পাদনা

পাতাটি সম্পাদনার দায়িত্বে যে বা যারা আছেন- তাঁদের প্রতি প্রশ্ন দেবনাথ পদবীটি ব্রাহ্মণ জাতির পরিচায়ক বলে স্বীকৃত কীনা? এই পদবীটি অন্তর্ভুক্ত হওয়ার পেছনে কোন তথ্যসূত্র আছে কী? দেবনাথ ব্যতীত অন্য যে সমস্ত পদবীসকল আছে সেসকল পদবীর ঐতিহাসিক প্রমাণ ব্রাহ্মণজাতির কুলজীগ্রন্থে এবং বহুবিধ ঐতিহাসিক গবেষণামূলক প্রবন্ধের আওতাভুক্ত। বিশেষ প্রকারে-প্রাচ্যবিদ্যার্ণব নগেন্দ্রনাথ বসু সাহিত্যরত্ন মহাশয়ের- বাঙ্গালী জাতির ইতিহাসে ব্রাহ্মণ কাণ্ডে এসমস্ত পদবী বিষয়ের বিস্তারিত বর্ণন রয়েছে- এতদ্ব্যতীতও ব্রাহ্মণসম্প্রদায়ের দ্যোতকতা পদবীসকলে লোকপরম্পরাতেও এ প্রত্যক্ষ ও বহুকাল পূর্ব্ব হতে অনুশ্রুত। এক্ষেত্রে নগেন বসু ও দেবী কল্ল্যাণী (কল্যাণী) মল্লিক-এর (নাথ সম্প্রদায়ের ইতিহাস দর্শন ও সাধন পদ্ধতি) নাথ সম্প্রদায়ের ব্রাহ্মণত্ব দাবীর যে প্রচ্ছন্ন প্রচেষ্টা (প্রমাণসমূহের পরস্পর বিরোধিতাবশত) তা যথেষ্ঠ তথ্যবহুল নয় বলেই মনে করি। অর্থাৎ বিষয়টি সংশয়ে পর্য্যবসিত। অতএব, দেবনাথ পদবীটির তালিকায় অন্তর্ভুক্তিকরণ অযৌক্তিক। বিশেষ করে দেবনাথ সম্প্রদায়ের ভিন্ন ধর্মদর্শন এবং ব্রাহ্মণ্যবাদের অস্বীকার নাথপন্থীদের পয়ার ও দোহাগ্রন্থরাজি সমস্তেই তা দৃষ্ট। অন্তত শ্রৌত সংস্কার পদ্ধতির অনুসরণ যে নাথ পরম্পরায় অপ্রত্যক্ষ এ নিয়ে বোধহয় কারো মতান্তর নেই। বৌদ্ধ ধর্ম্ম ও জৈন ধর্ম্মের উপাদান নাথগোষ্ঠ্যান্তর্ভুক্ত শাস্ত্রসকলের ভিত্তি বলেই গবেষকদের অনুমিত। সুতরাং যথেষ্ঠ প্রমাণ ব্যতীত পদবীটি নিরেপক্ষতার খাতিরে অপসৃত করা হল। চৌধুরী, রায়চৌধুরী এসমস্ত ভূম্যাধিকার সত্ত্ব পরিচায়ক পদবীসকলও অপসারণের দাবী থাকল যেহেতু নানা সম্প্রদায়েই এই সকল পদবীর অহরহ ব্যবহার দেখা যায়। সরকার পদবীটি কায়স্থগণের নিজস্ব কোন পদবী নয়। এটি অপসারণের দাবী থাকল। ইসলাম শাসনামলে কিংবা ভূস্বামীদের প্রতি প্রদত্ত উপাধি মূল কায়স্থগণের প্রাচীন পদবীসমূহের পরিচায়ক হতে পারে না।নিরানব্বইটি কায়স্থ পদবীর প্রমাণ জন্য - বিশ্বকোষের 'কায়স্থ' শব্দ এবং নগেন বসু মহাশয়ের কায়স্থকাণ্ডের দ্বিতীয়াধ্যায় অনুসন্ধানের দাবী থাকল। --যশোদানন্দন (আলাপ) ২৩:৪৩, ২৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এটি দেখুন। CharlesWain (আলাপ) ১৮:১৬, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাঙালি হিন্দুদের মধ্যে "বর্ণাশ্রম প্রথা" বা চার বর্ণ বিষয়ে সম্পাদনা

বাঙালি হিন্দুদের মধ্যে বর্ণাশ্রম বা চার বর্ণ প্রথা দেখা যায় না।বাঙালিদের ইতিহাসে যে সকল বর্ণ পাওয়া যায় ব্রাহ্মণ,ব্রহ্মক্ষত্রিয়, বৈদ্য,কায়স্ত,শুদ্র।উত্তরবঙ্গের রাজবংশী উপজাতি সম্প্রদায় নিজেদের ক্ষত্রিয় দাবি করলেও তা শাস্ত্র এবং সর্বজন স্বীকৃত নয়। বৈশ্য বর্ণকে বল্লাল সেন লুপ্ত করেছিলেন(রাজনৈতিক কারণে) অদ্যাবধি বৈশ্য বলে কোনো বর্ণ বাঙলায় নেই। তাই গতানুগতিক হিন্দুদের ফরম্যাটে বাঙালী হিন্দুদের ফেলানো যায়না। Dr.SunBD (আলাপ) ১০:০৪, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Dr.SunBD: আপনি উপযুক্ত তথ্যসূত্র দিচ্ছেন না বলে আপনার সম্পাদনা বাতিল করা হচ্ছে।-- S. M. Nazmus Shakib (আলাপ) ১২:৪৬, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@S. M. Nazmus Shakib: অনুগ্রহকরে আপনি তথ্যসূত্র পড়ে দেখুন।বাংলাপিডিয়ার "বর্ণপ্রথা" নিবন্ধের তথ্যসূত্রটি পড়লে বিষয়টি পরিস্তার হবে।--Dr.SunBD (আলাপ)
@Dr.SunBD: আপনি একটি অনলাইন গণমাধ্যমের সূত্র দিয়েছিলেন। উক্ত অনলাইন গণমাধ্যম বাংলা ভাষার মান্য সংবাদ মাধ্যমের মাঝে পড়ে না। দ্বিতীয়ত, আপনি বারবার বল্লাল সেনকে খলনায়ক বানাচ্ছেন এখানে। বাংলাপিডিয়া অনুসারে, বল্লালসেনের সময় বাংলায় জাত ব্যবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্মুখীন হয়। তার মানে উনি কোনো প্রথার প্রবর্তক হয়ে যান না। তাছাড়া, বল্লালচরিতের বর্ণনাও ঐতিহাসিকদের সাথে পুরোপুরিভাবে গ্রহণযোগ্য নয়।--S. M. Nazmus Shakib (আলাপ) ১৩:২৯, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই পাতায় অশাস্ত্রীয় এবং বিতর্কিত বর্ণ বিভাজন উল্লেখ অপ্রয়োজনীয় সম্পাদনা

‎ এখানে পদবীর মূলে বর্ণ নয়,বর্ণ অনুসারে কেউ পদবী পায়না পদবী পায় বংশীয় ভাবে। হিন্দুধর্মের বর্ণ উত্তরাধিকার সূত্রে কেউ পায় না বরং কর্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ হয়। অধিকাংশ পদবীর লোকেরা নিজেদের ব্রাহ্মণ দাবি করে যার ফলে ভ্যান্ডালিজমের শিকার হয় এই পাতাটি তাই বর্ণের উল্লেখ অপরিহার্য নয় এখানে। হিন্দুশাস্ত্র(বেদওগীতা) অনুসারে জন্মসূত্রে সবাই শুদ্র কর্মগুণে ব্রাহ্মণ,ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র হয়। সুতরাং, পদবীর উল্লেখ করতে অশাস্ত্রীয় এবং বিতর্কিত বর্ণ বিভাজনের কোনো প্রয়োজন নেই। Dr.SunBD (আলাপ) ২০:০৪, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৮ জুন ২০২১ সম্পাদনা

103.109.92.79 (আলাপ) ২১:২৩, ১৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। কি অনুরোধ তা পরিষ্কার নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৮, ১৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৫ নভেম্বর ২০২১ সম্পাদনা

শর্মা সরকার পদবী টি ব্রাক্ষণ সম্প্রদায়ের মাঝে পরে।তারা সাম বেদের অধিকারী হয়ে থাকে। 103.71.46.151 (আলাপ) ২০:৫৪, ৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@103.71.46.151:   করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, এটি বলার জন্য। ~ ওহিদ (আলাপ) ০৮:২৪, ৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: অনুরোধের উত্তর দেওয়ার পর "১উত্তর" প্যারামিটারের পরিমিতির মান পরিবর্তন করে "হ্যাঁ" করে দিবেন —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৬, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যুগী সম্প্রদায় সম্পাদনা

নাথ/দেবনাথ মূলত যুগী সম্প্রদায়ের পদবী। এরা পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকাভুক্ত। [১] ইনারা কেউ পৈতা ধারণ করেন?, পৌরোহিত্য করেন? ব্রাহ্মণ বলে মান্যতা আছে? সম্পাদক সমীপেষুকে লেখা চিঠি নির্ভরযোগ্য উৎস নয়। কোনো প্রকাশিত বই বা বর্তমান যুগের নির্ভরযোগ্য কোন লেখক এর উদ্ধৃতি দিতে পারেন। Dear Debasish (আলাপ) ০৮:৫২, ১১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

  1. "Anagrasarkalyan | Backward Classes Welfare Department"anagrasarkalyan.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬ 
এটি দেখুন। জাতির প্রচারণামূলক সম্পাদনা করা হচ্ছে। আলোচনায় কোন যুক্তি দেখাতে পারেনি। যারা পাতাটির ওপর নজর রাখছেন তাদের একটু সতর্ক থাকার অনুরোধ করছি।CharlesWain (আলাপ) ১৮:১৭, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বল্লাল সেন এর সময়কালে তার রাজ ব্রাহ্মণ কে ছিলেন? বলতে পারেন? নাথ ব্রাহ্মণদের ব্রাহ্মন্যত্ব কে ছিনিয়ে নিয়েছিলেন আপনি জানেন? Other Backward Class ক্যাটাগরি বলতে আপনি বুঝেন? ভারতবর্ষে সমাজে অনগ্রসর জাতিদের মধ্যে কি ব্রাহ্মণ নেই? তথ্যসূত্র দেয়ার পরেও আপনি কিভাবে সম্পাদনা বাতিল করতে পারেন? আপনি Article টি কি একবারো পড়েছিলেন? Aeticle টিতে বহু প্রমাণ এবং বিভিন্ন ইতিহাসবিদের লেখা বই গুলো থেকে রেফারেন্স দেয়া হয়েছে। আপনি কোন যুক্তিতে "নাথ" সম্প্রদায় কে ব্রাহ্মণবিরোধী দাবী করেন? Anupom (আলাপ) ১০:০০, ২৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ভারতবর্ষে নাথেরা পৈতে ধারণ করে কিনা সেটা আমার জানা নেই। "নাথ" শুধু ভারতে থাকে না, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আমার জানা এবং দেখা মতে অনেকগুলো মন্দিরে নাথেরা পৌরহিত্যের সাথে যুক্ত আছেন। এবং পৈতেও ধারণ করেন। দয়া করে
"নাথ" শব্দটঅর্থআআগে জেনেুঝে আসুন। তারপর নাথদের ব্রাহ্মণ্যত্ব আছে কিনা নেই সেটা নিয়ে জ্ঞান দিতে আসব
ন। Anupom (আলাপ) ১০:১১, ২৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নের প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন করবেন না। আপনাকে নির্ভরযোগ্য তথ্যসূত্র দিতে হবে। Personal blog বা littlemag এর মতো ওয়েবসাইট উইকিপিডিয়াতে নির্ভরযোগ্য বিবেচনা করা হয় না। আপনার ব্যক্তিগত মত গ্রাহ্য হবে না। জাত প্রচারমূলক যেকোনো সম্পাদনা বাতিল করা হবে।
আপনি রমেশ চন্দ্র মজুমদার বা নীহার রঞ্জন রায়ের লেখা বাংলার ইতিহাসের উপর বই পড়ুন। ব্রিটিশ রাজ আমলের আদমশুমারি গুলো দেখুন। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ১৬:৪৫, ২৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে প্রশ্নের উত্তরই দেয়া হয়েছে। আপনি যেহেতু জানেন না তাই আপনাকে প্রশ্নের মাধ্যমে উত্তর দেয়া চেষ্টা করেছিলাম মাত্র। এখানে কেউ জাত প্রচার করতে আসে নি। সেরকম হিসাব করতে গেলে তো ব্রাহ্মণ থেকে শুরু করে শূদ্র পর্যন্ত সকলেই এক একটি জাতির মধ্যে পড়ে, জাত প্রচার করে আবার পুনঃরায় আবার জাতের প্রচার করার প্রসঙ্গ টেনে আনা অপ্রাসঙ্গিক। বৃটিশ আমলের সময় সকল নাথেরা অর্থনৈতিক এবং সামাজিক ভাবে পিছিয়ে থাকার কারণে তাদের কে "OBC" ক্যাটাগরিতে রাখা হয়, এবং সেই প্রচলন ভারতের স্বাধীনতার পরও বহাল রাখে। কিন্তু তার মানে এই নয় যে নাথেরা তাদের ব্রাহ্মণ্যত্ব হারিয়ে ফেলেছে। আপনি এবং আমি বা পৃথিবীর যে কেউ এটা ১০০% দাবী করতে পারে না সে কোন বংশের। কিন্তু ইতিহাসে পরিচয় বলেও একটা ব্যাপার আছে।
"সেন সাম্রাজ্যে" বিশেষ করে বল্লাল সময়কালের ইতিহাস গুলো ঘেটে দেখবেন নাথদের আসল পরিচয় কি! শুধু মাত্র ভারতের নাথদের জন্য তো অন্যান্য নাথ ব্রাহ্মণরা নিশ্চয়ই তাদের ব্রাহ্মণ্যত্ব হারিয়ে ফেলবে না। নাথেরা পৌরহিত্যও করেন এবং পৈতেও ধারণ করেন। যদি ধর্মশাস্ত্র দেখা হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণ একজন যোগীর সমতুল্য হয় না। যদি ভুল বলে থাকি শুধরে দেবেন। আপনাকে ধন্যবাদ। Anupom (আলাপ) ১৭:৩৪, ২৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি বাংলার বর্ণপ্রথা সম্পর্কে জানুন। page 160-210.
"যদি ধর্মশাস্ত্র দেখা হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণ একজন যোগীর সমতুল্য হয় না।" পাঁচজন ব্রাহ্মণ কেন, আপনি নিজেকে ঈশ্বর ও ভাবতে পারেন। আপনার ব্যক্তিগত অভিমত উইকিপিডিয়াতে গ্রাহ্য হয়না। আপনি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে ওয়াকিবহাল নন। আপনাকে কোন ঐতিহাসিক এর লেখা এবং নির্ভরযোগ্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বই রেফারেন্স দিতে হবে। নইলে আপনার মন্তব্যের আমি উত্তর আর দেব না।
আপনার করা সম্পাদনা অন্য জায়গাতেও বাতিল করা হয়েছে। অনুগ্রহ করে নির্ভরযোগ্য তথ্যসূত্র না দিয়ে আর সম্পাদনা করবেন না। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ০৬:৫৮, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধর্মশাস্ত্র নিশ্চয়ই আমার ব্যক্তিগত অভিমত হতে পারে না। যদি ধর্মশাস্ত্র আমারই অভিমত হলো, তাহলে আমি ঈশ্বর বলেই নিজেকে দাবী করতাম।
যোগী (সংস্কৃত - योगी) শব্দের মানে ভালোভাবে জেনে নেবেন। আমি ঈশ্বর বা ব্রাহ্মণ কিনা সেটার প্রমাণ দেবার জন্য আমার অন্যের সার্টিফিকেটের প্রয়োজন হবে না। যদি ইতিহাস কে এতই মান্যতা দেন, তাহলে ঐ প্রকাশকদের লিখা কেও অগ্রাহ্য করতেন না। আপনি অন্য জায়গায়ও আমার সম্পাদনা বাতিল করতে পারেন। কিন্তু ইতিহাস কখনো বাতিল করতে পারবেন না। Anupom (আলাপ) ১০:১৬, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১২ মার্চ ২০২২ সম্পাদনা

কয়েকটা পদবী সংযুক্ত করার দরকার ছিল 27.147.190.158 (আলাপ) ২২:৩৩, ১২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। কি করতে হবে তা পরিষ্কার নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৭, ১৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৪ জুলাই ২০২২ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



নাথ/ দেবনাথ পদবি,,, ব্রাক্ষন পদবি। তবু ও লিস্টে নেই কেন?????? 119.30.41.227 (আলাপ) ১৪:১৪, ৪ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। কি করতে হবে তা পরিষ্কার নয়। কোথায় কী লিখতে হবে, কীভাবে লিখতে হবে তা বিস্তারিত দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৮, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বাঙালি হিন্দুদের পদবিসমূহতে কায়স্থদের পদবি সমূহের মধ্যে ভদ্র পদবিটিও যুক্ত হবে। Sourav Vadra (আলাপ) ১৭:৪৩, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৫, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ২৭ জানুয়ারি ২০২৩ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



হালদার (Halder/Haldar) শুধু নমঃ শুদ্র দের পদবী নয়। আমার পদবী হালদার, আমরা হলাম নোয়াখালীর বাঙালি হিন্দু কায়েস্ত (Kayastha)। হালদার পদবীর উৎপত্তি মুর্শিদ কূলি খান এর আমল থেকে শুরু হয়েছে। হালদার রা ছিলেন এক হাল জমির কর সংগ্রাহক। দয়া করে আপডেট করবেন। ধন্যবাদ। Source: 1. Bengali Surnames by S. Mookherji 2. Land of Two Rivers-A-History-of-Bengal-from-the-Mahabharata-to-Mujib-by Nitish-Sengupta 45.250.247.15 (আলাপ) ১০:৩৯, ২৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ৫ ফেব্রুয়ারি ২০২৩ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বসু পদবী সম্পর্কে তথ্য যোগ করতে ইচ্ছুক 2409:4060:210B:B324:0:0:A82:20B1 (আলাপ) ২০:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পড়ুন উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ২৩ জুন ২০২৩ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


পণ্ডিত = ব্রাহ্মণ পদবীর তালিকায় রাখা উচিত 42.105.142.55 (আলাপ) ১০:০৩, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। পণ্ডিত শব্দটি সাধারণত হিন্দু আইনে বিশেষ ব্রাহ্মণদের বোঝায়।[১] তাই ব্রাহ্মণ শব্দটিকে এর সমার্থক শব্দ হিসেবে মানা যায়, অপরদিকে নিবন্ধটি বাঙালি হিন্দুদের পদবি সম্পর্কে, কিন্তু পণ্ডিত ভারতীয় পদবি।
  1. Timothy Lubin; Donald R. Davis Jr; Jayanth K. Krishnan (২০১০)। Hinduism and Law: An Introduction। Cambridge University Press। পৃষ্ঠা 8। আইএসবিএন 978-1-139-49358-1 

Tanbiruzzaman 💬 ১০:৩২, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ৮ ডিসেম্বর ২০২৩ সম্পাদনা

নাথ ব্রাহ্মণ 103.153.130.60 (আলাপ) ১৪:১৮, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র উল্লেখ করুন —শাকিল (আলাপ · অবদান) ১৪:২৯, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৯ ডিসেম্বর ২০২৩ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


হিন্দু ধর্মে কায়েস্ত দের মধ্যে মোদক নামের পদবী যাদের ব্যবসায়িক কাজ মা কালির প্রসাদের জন্য মিষ্টি তৈরি করা এই পেজের এর কায়েস্তদের পদবী তালিকায় নাম টা যোগ করা নাই । এজন্য কর্তৃপক্ষ কে উক্ত তথ্যটি যোগ করার অনুরোধ করছি Akash Modak Dip (আলাপ) ১৫:১৬, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। Ashiq Shawon (আলাপ) ১৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ২২ জানুয়ারি ২০২৪ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



শর্মা এবং শর্মা সরকার দুইটি পদবি ব্রাহ্মণদের 103.230.106.57 (আলাপ) ১৯:৫৩, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। বোরহান (আলাপ) ২০:১৫, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনার অনুরোধ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


রুদ্রজ ব্রাহ্মণ্য/ নাথ,দেবনাথ । - 103.153.130.15 (আলাপ) ০৪:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

করা হলো। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

পণ্ডিত পদবী টি ব্রাহ্মণ পদবীর তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি সম্পাদনা

পণ্ডিত পদবী টি ব্রাহ্মণ পদবীর তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।বাঙ্গালী ব্রাহ্মণ শ্রেণীর একটি পদবী হচ্ছে পণ্ডিত।যারা পৈতাধারণ করে এবং সামবেদের অন্তর্গত। 103.151.75.36 (আলাপ) ১২:৫১, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"বাঙালি হিন্দুদের পদবিসমূহ" পাতায় ফেরত যান।