আলাপ:ফয়জুল লতিফ চৌধুরী

সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ১ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

প্রকাশনার নাম প্রসঙ্গে সম্পাদনা

ফয়জুল লতিফ চৌধুরীর প্রকাশিত বইসমূহে প্রকাশনীর নাম উল্লেখ করা হয়েছে। যতদুর মনে পড়ে, এটি আলোচনা হয়েছিল যে প্রকাশিত পুস্তক তালিকায় প্রকাশনীর নাম উল্লেখ করা হবে না।--সাদি (আলাপ) ১৫:০০, ৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা সম্পাদনা

নিবন্ধটির উল্লেখযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন যিনি তুলেছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন উইকিপিডিয়ান এবং উইকিপিডিয়ার প্রশাসক @Moheen ভাই। নিবন্ধ এর প্রনেতা হিসেবে স্রেফ আলোচনা শুরুর স্বার্থে মন্তব্য যোগ করছি। ফয়জুল লতিফ চৌধুরী পাতা করার সময়ে উনার জাতীয় জাদুঘর সংশ্লিষ্টতা বিবেচনা করা হয়েছিলো। বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন অনুসারে মহাপরিচালক একটা সাংবিধানিক পদ এবং এটার জন্য আলাদা আইন ই করা আছে। জাতীয় জাদুঘরের একজন মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করতে পারেন।

পরবর্তিতে পাতাটি অনেকে সম্পাদনা করেছেন এবং সেখান থেকে আমি নিজেও জানতে পেরেছি তিনি তিনি বেলজিয়াম, সুইজারল্যান্ডলুক্সেমবুর্গ এ বাংলাদেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে হাতে গোনা যে কয়জন জীবনানন্দ দাশ গবেষক আছেন তার মধ্যে উনার নাম সবসময় ই প্রথম সারিতে আলোচিত হয়। এর বাইরে উল্লেখযোগ্যতা হিসেবে আর কি উল্লেখ করবো বুঝতে পারছি না। এগুলা বিষয় যদি কোনটাই উল্লেখযোগ্য না হয় তাহলে পাতা অপসারনে বিশেষ কোন আপত্তি নাই। - NahidHossain (আলাপ) ০৮:১৪, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ফয়জুল লতিফ চৌধুরী" পাতায় ফেরত যান।