আলাপ:প্রধান পাতা/সংগ্রহশালা ২
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ |
মোবাইল মোড
মোবাইল মোডে প্রধান পাতাটিকে অত্যন্ত দৃষ্টিনন্দন করায় অবদানকারী সকলকেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তবে 'বক্স'গুলোর 'বর্ডার' আরেকটু মোটা হলে দেখতে আরও ভালো লাগতো। ≈ MS Sakib «আলাপ» ০৭:২৯, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
তথ্য যোগ করবো কিভাবে।
আমি কিভাবে কোনো প্রকার বাধা ছাড়াই Wikipedia তে তথ্য হালনাগাদ করবো? Md. Tarekor Rahman (আলাপ) ০৮:১২, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Md. Tarekor Rahman: আপনি উইকিপিডিয়ার প্রায় সব নিবন্ধই কোনোপ্রকার বাধা ছাড়াই সম্পাদনা করতে পারবেন। তবে কিছু পাতায় ধ্বংসপ্রবণতা ঠেকাতে সুরক্ষা দেয়া থাকে। —ইয়াহিয়াবলুন... ১১:২৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
Wikipedia তে কিভাবে ফটো add করবো?
Wikipedia তে কিভাবে ফটো add করবো? Md. Tarekor Rahman (আলাপ) ০৮:১৪, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Md. Tarekor Rahman: ছবি আপলোড সংক্রান্ত বিস্তারিত পড়ুন এখানে। যেহেতু এটি প্রধান পাতার আলাপ পাতা তাই এখানে প্রশ্ন না করে উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র এ অথবা কোনো অভিজ্ঞ ব্যবহারকারীর আলাপ পাতায় প্রশ্ন করুন। —ইয়াহিয়াবলুন... ১১:২৪, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
ভারতীয় ভাষার তালিকায় সাঁওতালি ভাষা কে যোগ করা হোক
সাঁওতালি উইকিপিডিয়া একটি ভাল উদ্যোগ। অনুগ্রহ করে এটিকে ভারতীয় ভাষার তালিকায় যোগ করা হোক।
আরও তথ্যঃ সাঁওতালি উইকিপিডিয়ার হাইপারলিঙ্কঃ https://sat.wikipedia.org/wiki/%E1%B1%A2%E1%B1%A9%E1%B1%AC%E1%B1%A9%E1%B1%9B_%E1%B1%A5%E1%B1%9F%E1%B1%A6%E1%B1%B4%E1%B1%9F
RIT RAJARSHI (আলাপ) ০৮:৫২, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @RIT RAJARSHI: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ফন্ট সহায়তা
প্রধান পাতায় একেবারে প্রথম অংশে ফন্ট সহায়তার জন্য উইকিপিডিয়া:Bangla script display and input help পৃষ্ঠাটি যোগ (hyperlink) করা হোক। RIT RAJARSHI (আলাপ) ১৩:৫০, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
বাংলা তারিখ- ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের প্রচলিত বঙ্গাব্দ সম্পর্কে
বাংলা উইকিপিডিয়ায় বঙ্গাব্দ অনুসারে যে তারিখ উল্লেখ করা হয় সেটি কেবল বাংলাদেশে প্রচলিত ক্যালেন্ডার অনুসারে। কলকাতা তথা ভারতে প্রচলিত বাংলা ক্যালেন্ডার অনুসারে তারিখ প্রদর্শিত হয় না। এই বৈষম্য ঠিক নয়। বঙ্গাব্দ একটি অতি প্রাচীন ক্যালেন্ডার,যা বাংলার মহান ঐতিহ্য বহন করে এবং আবহমানকাল ধরে প্রথাগত হিসাবে চলে আসছে। এমনকি এই বাংলার সংস্কৃতির ক্ষেত্রেও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলামসহ অতীতের স্বনামধন্য কবি, লেখক ও স্বনামধন্য ব্যক্তিরা তাঁদের রচনায় সেই ক্যালেন্ডারই (বঙ্গাব্দ) অনুসরণ করতেন। আজো ভারতের সর্বত্রই বাংলার নিজস্ব উৎসব ও সংস্কৃতিতে সেই দিনপঞ্জিই ব্যবহৃত হয়। ভারত সরকার গৃহীত রাষ্ট্রীয় পঞ্জিকা- শকাব্দের সঙ্গে বিজ্ঞানসম্মত ভাবে সামঞ্জস্য আছে কলকাতায় প্রচলিত বঙ্গাব্দ দিনপঞ্জিকার (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দ্রষ্টব্য)। বাংলাদেশ ১৯৮৭ সালে তাদের জাতীয় ক্যালেন্ডার সংস্কার করেছেন তাদের কিছু দিবস গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে। ভালোই। কিন্ত ভারত তথা পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যে বাংলা ভাষাভাষীদের বঞ্চিত করাটা বোধকরি ঠিক নয়।
সুতরাং আশা রাখি, বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় বাংলাদেশের পাশাপাশি ভারতে প্রচলিত বাংলা তারিখ যথাযথ স্থান পাবে, অবজ্ঞা করা হবে না। ধন্যবাদান্তে - লক্ষ্মীকান্ত মান্না Lakshmikanta Manna (আলাপ) ১৫:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Lakshmikanta Manna, এখানে বঞ্চিত করা বা বৈষম্যের প্রসঙ্গ আসছে না। এর পূর্বে আলোচনাসভায় এই ব্যাপারে আলোচনা হয়েছিল। তাতে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বাংলা তারিখ প্রদর্শনের ব্যাপারে ঐকমত্য পাওয়া গিয়েছিল। কিন্তু কারিগরিভাবে পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা তারিখ সংক্রান্ত টেমপ্লেট তৈরিতে কেউ অগ্রসর হননি। পশ্চিমবঙ্গে প্রচলিত বঙ্গাব্দের হিসাব জটিল, যা আমাদের মতো সাধারণ বাংলাদেশিদের জানার কথা নয়। আপনি চাইলে এই আলোচনাটি দেখতে পারেন। {{বাংলা তারিখ ভারত}} নামে একটি টেমপ্লেট তৈরি করা হয়েছিল। তবে সেটি সম্ভবত কার্যকর নয়। — আদিভাই • আলাপ • ১৮:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Lakshmikanta Manna, দাদা যোগ করে দিব। শুধু নিশ্চিত হতে চাই {{বাংলা তারিখ ভারত}} কাজ করছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Lakshmikanta Manna: টেমপ্লেট আলোচনা:বাংলা তারিখ ভারত#কার্যকর? দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ০১:০২, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- আমরা একবার প্রয়োগ করে তো দেখতে পারি অন্য কোন পাতায়। আপনারা অভিজ্ঞ। ভালো বুঝবেন। আপনার দৃষ্টিতে এসেছে। এটিই বড় পাওয়া। আপনার সহযোগিতাই প্রত্যাশা করি। অনেক অনেক শুভেচ্ছাসহ
- লক্ষ্মীকান্ত মান্না Lakshmikanta Manna (আলাপ) ১৫:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Lakshmikanta Manna: টেমপ্লেট আলোচনা:বাংলা তারিখ ভারত#কার্যকর? দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ০১:০২, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Lakshmikanta Manna, দাদা যোগ করে দিব। শুধু নিশ্চিত হতে চাই {{বাংলা তারিখ ভারত}} কাজ করছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
প্রধান পাতায় পরিবর্তনের প্রস্তাব
উইকিপিডিয়া:আলোচনাসভা#প্রধান পাতায় পরিবর্তনের প্রস্তাব দেখুন —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৫, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
বাংলা তারিখ
প্রধান পাতায় উল্লেখিত বঙ্গাব্দ শুধুমাত্র বাংলাদেশের একতরফা সিদ্ধান্ত অনুসারে। ভারত তথা পশ্চিমবঙ্গে ভিন্ন বঙ্গাব্দ। সেকারণে প্রধান পাতায় আমি বাংলাদেশের সঙ্গে ভারতে প্রচলিত বঙ্গাব্দের তারিখ উল্লেখ করতে অনুরোধ করেছিলাম। সেটি গ্রাহ্য করা হয়নি। ভারতের বঙ্গাব্দ উল্লেখ করায় যদি কোন সমস্যা থাকে, তাহলে শুধু গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে ইংরাজী তারিখই প্রদর্শিত হোক। তা না হলে বঙ্গাব্দের তারিখ রাখা হলে স্পষ্ট করে উল্লেখ করা হোক যে "তারিখটি কেবলমাত্র বাংলাদেশে প্রযোজ্য"। ভারতে বসবাসকারী বাঙালিদের কথা একটু ভাবার জন্য আমার এই অনুরোধ। Lakshmikanta Manna (আলাপ) ০১:১৩, ৮ মে ২০২৩ (ইউটিসি)
বাবু মহেন্দ্রনাথ রায়
ভাষা সৈনিক, শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়), স্বদীপ (আলাপ) ১১:৪৬, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ার দূরাবস্থা
বাংলা উইকিপিডিয়ায় এসে আমি যারপরনাই হতাশ। এত নিম্নমানের নিবন্ধ, বাছবিচার হীন তথ্যের ভাগার হয়ে আছে। যার যা ইচ্ছে নিবন্ধে লিখে দিয়ে চলে যাচ্ছে।। আমার মতে ভূল তথ্য থাকার চেয়ে তথ্য না থাকাই ভালো। বাংলা উইকিপিডিয়ার এই দুরাবস্থার জন্য আমি এডমিনদেরকে যায়ী করবো। - AlbeitPK (আলাপ) ০৭:১৫, ২৩ মে ২০২৪ (ইউটিসি)
- বাংলাকে সমৃদ্ধ করার জন্য আমি আপনাকে বাংলা সম্পাদনার জন্য অনুরোধ করবো। কারণ বাংলা উইকিপিডিয়া পর্যাপ্ত লোক সংখ্যা নাই যে কাজ করা মতো। মো. জনি হোসেন (আলাপ) ১৪:৪১, ২৯ মে ২০২৪ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়া বিগত প্রায় দুই দশক ধরে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবকদের অবদানে তিলে তিলে গড়ে উঠেছে। এটি জ্ঞানচর্চার ক্ষেত্রে সবার জন্য উন্মুক্ত সংস্কৃতির একটি উৎকৃষ্ট অর্জন। একই সাথে এটি সর্বদা উন্নয়নশীল একটি প্রকল্প। এই বিশাল আয়োজনে কোথাও না কোথাও ভুলত্রুটি বা সমস্যা হতেই পারে। ভুল তথ্য, বাছবিচারহীন তথ্য, নিম্নমান, ইত্যাদির কোনও নির্দিষ্ট উদাহরণ দিলে সে ব্যাপারে সক্রিয় স্বেচ্ছাসেবক সম্পাদকেরা উদ্যোগ নিতে পারেন। এগুলি কেবল স্বল্পসংখ্যক প্রশাসকের কাজ নয়। তাছাড়া আপনি নিজেই এর উন্নতিতে অবদান রাখতে পারেন। বাংলায় জ্ঞান সংগ্রহ ও নির্মাণের এই মহতী প্রকল্পে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে আরও শক্তিশালী করবে। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৪৮, ৬ জুন ২০২৪ (ইউটিসি)