আলাপ:পক্ষিবিজ্ঞান

সাম্প্রতিক মন্তব্য: মজুমদার সাহেব কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম বিষয়ে" অনুচ্ছেদে

শিরোনাম বিষয়ে সম্পাদনা

@Aishik Rehman, শিরোনামটি পরিবর্তন করা হয়েছিল কয়েকটি জোরালো বিষয় বিবেচনায়। এগুলো হচ্ছে:

  • ইংরেজি(গ্রীক) প্রত্যয় -logy বাংলা অর্থ 'তত্ত্ব '
  • Ornithology এর বাংলা পক্ষীবিজ্ঞান নয় বরং Science of Bird এর বাংলা পক্ষীবিষয়ক বিজ্ঞান হতে পারে।
  • বাংলা অভিধানে (২০০১-২০১৭ অব্দির সংস্করণে) এমন কোন শব্দ নেই,আছে পক্ষীতত্ত্ববিদ ও পক্ষীতত্ত্ব।

সম্পাদনা রোলব্যাক করলেন কেন?

-মজুমদার সাহেব (আলাপ) ১৯:৫১, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মজুমদার সাহেব এই ধরণের স্থানান্তরের ক্ষেত্রে ছোটখাটো একটা আলোচনা প্রয়োজন। --logy মানেই --তত্ত্ব নয়। প্রয়োজনে এই বিষয়ে একটা হালকাপাতলা আলোচনা শুরু করুন। তারপর সিদ্ধান্ত হলে স্থানান্তর করুন, ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) - ১৯:৫৭, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman
আলোচনা করতে হয় জটিল ও বিতর্কিত ক্ষেত্রে,এটি জটিল কোন বিষয় ছিলনা, হালকা বা পাতলা আলোচনার কিছু নাই।এটি খুব সাধারণ জ্ঞানের বিষয় ছিল।কেন সম্পাদনা করেছি,ঠিক হয়েছে কিনা তা ক্রসচেক না করে সরাসরি রোলব্যাক করার অর্থ হয়না! এখন পয়েন্ট বলে দিয়েছি। খুঁজে মিলিয়ে নিন। আমি আর এটিতে সম্পাদনা করবো না।নিজে রোলব্যাক করবেন।-মজুমদার সাহেব (আলাপ) ২০:০২, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব কোন বিষয় নিয়ে যখন বিতর্ক হতে পারে তখন সেই কাজ করার জন্য একটু সময় নিন এবং সম্প্রদায়ের ঐকমত্য তৈরির চেষ্টা করুন। আলোচনায় আচরণগত নীতিমালাও অনুসরণ করতে ভুলবেন না —শাকিল (আলাপ · অবদান) ২০:০৫, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব দয়া করে একরোখা হবেন না। এটি জটিল বা সরল যাই হোক তা বিবেচ্য বিষয় না। প্রথমত --logy মানেই --তত্ত্ব এই তত্ত্বের প্রবক্তা বোধহয় আপনিই। দ্বিতীয়ত এর সবচেয়ে ভালো বাংলা হতে পারে পক্ষিবিদ্যা, এমনকি পক্ষীবিজ্ঞান বানানটিও ভুল প্রয়োগ, পক্ষিবিজ্ঞান হতে পারত। এতগুলো বিষয় পাশ কাটিয়ে যাওয়া অসমীচীন। তৃতীয়ত বাংলা একাডেমি এর বাংলা পক্ষিবিজ্ঞানই বলছে সংযোগ অনুসারে। Aishik Rehman (আলাপ) - ২০:০৯, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman
এটি কি আপনার বিবেচ্য বিষয়?
আপনি বাংলা অভিধানে খুঁজে দেখবেন কোন শব্দটি আছে,ঐটা প্রয়োগ করবেন।
এটি বিবেচনার জন্য দীক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত ভাষাতত্ত্ববিদ আছে। আপনি ইন্টারনেট থেকে একটা লিংক বা গ্রাফিক্স এনে বলবেন এটি সত্য, অথচ সেটিরও ক্রসচেক করেননি!
দুটো পয়সা খরচ করে বাংলা একাডেমির অভিধান কিনুন।
আপনি বললেন যে ইংরেজি প্রত্যয় -logy এর বাংলা শুধু তত্ত্ব নয়,বিজ্ঞানও!!!
এজন্যে এখানে বিজ্ঞান রাখার জন্য আপনি ক্রসচেক না করে রোলব্যাক করে দিয়েছেন।?
আপনার এ মন্তব্যের আলোচনার স্থান এখানে নয়, ইংরেজি উইকিপিডিয়ায় যান ,প্রশ্ন করুন কেন Science of Birds বা Birdscience শিরোনাম না দিয়ে Ornithology শিরোনাম করেছে‌।
আর এই উদাহরণ আমাকে দেখাবেননা যে biology এর বাংলা জীববিজ্ঞান বা sociology এর বাংলা সমাজবিজ্ঞান।
এটি নিজে ফ্যাক্টচেক করে দেখুন নামটি ঠিক আছে কিনা‌। Social Science, Biological Science, Sociology, Biology এসবের অর্থ খুঁজুন, বুঝতে শিখুন।
উপসংহার: কি হবে তা গবেষণামূলক প্রয়োগ করবেননা, অভিধান অনুযায়ী লিখুন।-মজুমদার সাহেব (আলাপ) ২০:৫২, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman প্লেস্টোরে বানান আন্দোলনের একটি অফিসিয়াল এপস আছে।ঐটাতেও দেখতে পারেন। ঐখানে উৎস,অর্থ , মূল উৎস সব পাবেন।-মজুমদার সাহেব (আলাপ) মজুমদার সাহেব (আলাপ) ২১:১০, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব আপনি আলোচনার পরিবেশ নষ্ট করেছেন। এগুলো ব্যক্তিগত আক্রমণ ঠেকছে আমার কাছে। আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। আপনার এসব প্রতিহিংসামূলক বক্তব্য শুনতে আমি আগ্রহী নই। Aishik Rehman (আলাপ) - ০১:৫০, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব
  • বাংলা একাডেমির English-Bengali Dictionaryর জুন ২০১৫ সংস্করণের পৃষ্ঠা ৪৯৬-এ বলছে পক্ষিবিজ্ঞান (পক্ষিতত্ত্ব নামে কোন উল্লেখ নেই)
  • বাংলাদেশ সরকারের অভিগম্য অভিধান বলছে পক্ষিবিজ্ঞান (পক্ষিতত্ত্ব নামে কোন ভুক্তি নেই) [১]
  • বাংলা উইকির বিষয়শ্রেণী, নিবন্ধসহ অসংখ্যা পাতার শিরোনামে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান
  • আনন্দবাজার, যুগান্তর, দেশ রূপান্তর, সময় টিভিডয়েচ ভেলেতে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান [২][৩][৪][৫] [৬]
  • আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী বইয়ে পক্ষিবিজ্ঞান [৭] তবে সত্যচরণ লাহা তার পাখীর কথায় পক্ষিতত্ত্ব ব্যবহার করেছেন (বানান যদিও পক্ষীতত্ত্ব নয়)!
  • সংসদ বাংলা অভিধান বলছে পক্ষিবিদ্যা (পক্ষিতত্ত্ব নামে কোন ভুক্তি নেই) [৮]
  • ইংলিশ-বাংলা.কম বাংলা একাডেমির বরাত দিয়ে বলছে পক্ষিবিজ্ঞান, পক্ষিতত্ত্ব [৯]
  • অভিধান.অর্গ বলছে পক্ষিবিজ্ঞান [১০]
  • glosbe.com বলছে পক্ষীবিজ্ঞান [১১]
  • bdword.com বলছে পক্ষীবিজ্ঞান [১২]
  • শব্দকোষ.কম বলছে পক্ষিতত্ব, পক্ষিবিদ্যা, পক্ষিবিজ্ঞান [১৩]
  • uptoword.com বলছে পক্ষীবিদ্যা [১৪]
Aishik Rehman (আলাপ) - ০২:৫৯, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব, "দুটো পয়সা খরচ করে বাংলা একাডেমির অভিধান কিনুন" অপ্রয়োজনীয় বাক্য। শান্ত হয়ে লিখুন। আপনার উচিত নিবন্ধের নাম কেন পক্ষীতত্ত্ব হওয়া উচিত তা নিয়ে যুক্তি দেওয়া। বাকি বক্তব্যগুলো অপ্রয়োজনীয়। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৩, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman, শিরোনামটি পরিবর্তন করা হয়েছিল কয়েকটি জোরালো বিষয় বিবেচনায়। এগুলো হচ্ছে:

  • ইংরেজি(গ্রীক) প্রত্যয় -logy বাংলা অর্থ 'তত্ত্ব '
  • Ornithology এর বাংলা পক্ষীবিজ্ঞান নয় বরং Science of Bird এর বাংলা পক্ষীবিষয়ক বিজ্ঞান হতে পারে।
  • বাংলা অভিধানে (২০০১-২০১৭ অব্দির সংস্করণে) এমন কোন শব্দ নেই,আছে পক্ষীতত্ত্ববিদ ও পক্ষীতত্ত্ব।

বাংলা একাডেমির অভিধান সংগ্রহ করুন আর বানান আন্দোলনের অফিসিয়াল এপসটিতে দেখুন। আপনার তথ্যসূত্র গুলোর সমস্যাযুক্ত প্রতিটিতে কোথ থেকে এ সমস্যার উদ্ভব তার ব্যাখ্যা আমার কাছে আছে,বললে লক্ষাধিক বাইটের রচনা হয়ে যাবে আর বিনে পয়সায় এতটুকু ব্যাখ্যা দিই তাই যথেষ্ট।আর পয়েন্ট গুলো ভালো করে মনোযোগী পড়ুন-দেখুন, মিলিয়ে নিন।-মজুমদার সাহেব (আলাপ) ০৫:০৮, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"পক্ষিবিজ্ঞান" পাতায় ফেরত যান।