সর্বশেষ মন্তব্য: ১ মাস আগে৪টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্যবাধাদান করা হয়েছে কারণ ব্যবহারকারী হয়রানি ও আক্রমণাত্মক আচরণ। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}।
বাধা প্রদানকারী প্রশাসকের অনুরোধক্রমে প্রদান করা হলো। — তানভির • ১১:৫২, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না।
প্রথমত, প্রশাসকদের আলোচনা সভায়্ আমার করা অভিযোগ আফতাব ভাইয়ের বলা নিয়ম অনুসারে ফিরিয়ে নেওয়ার আগমুহুর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ ও হয়রানি এই দুটি নীতিমালা দেখিয়ে বাধা দেয়া হলো এবং আমার আলাপ পাতায় মন্তব্য বা আপিল করার অধিকার তিনি খর্ব করে রেখেছিলো কেন? ঐ অভিযোগটি ফিরিয়ে নেওয়ার আমার অধিকার তিনি খর্ব করলেন কেন? দ্বিতীয়ত, বলুন কোথায় কাকে আক্রমণ বা হয়রানি করলাম? হয়রানি বা আক্রমণ করছি কেন এমন তার কাছে মনে হচ্ছে? আমি তো অভিযোগ সরিয়ে নিচ্ছিলাম, তখন আমাকে বাধা দিয়ে, অভিযোগ ফিরিয়ে নেওয়ার অধিকার খর্ব করে, কেন এসব করলেন? Nazrul Islam Nahid (আলাপ) ১২:৪৫, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:
বাধাপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিভিন্ন স্থানে বিভিন্ন জনের বিরূদ্ধে অভিযোগ আনছিলেন, কিন্তু প্রমাণ উপস্থাপনের অনুরোধ করার প্রায় ১ দিন পরেও আপনার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন না করে আপনি তর্ক-বিতর্ক হয়রানিমূলক ও মানহানিকর আচরণ চালিয়ে যাচ্ছিলেন। এমন কী এক পর্যায়ে আপনি সম্পাদনা যুদ্ধেও লিপ্ত হয়েছিলেন। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে, বাধা অপসারণের অনুরোধ বাধা প্রদান কেনো হয়েছে সেই ব্যাখ্যা দাবি করার স্থান নয়। এসকল বিবেচনায় আপনার বাধা অপসারণের অনুরোধটি গ্রহণ করা সম্ভব হলো না। প্রসঙ্গত এটিও জানিয়ে রাখছি যে, আপনার কোনো অধিকার খর্ব করা হয়নি। আপনাকে বাধা প্রদানের সময় মূল বাধাপ্রদানকারী প্রশাসক ভুলক্রমে আলাপ পাতায় সম্পাদনার সুযোগ না রেখেই বাধা প্রদান করেন, যা পরবর্তীতে উনার দৃষ্টিগোচরে আনা হলে উনি সেটি বাস্তব জীবনের ব্যস্ততায় সময়মতো করতে অসমর্থ হলে উনার অনুরোধক্রমে ঠিক করে দেওয়া হয়।
আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না।
কী হয়েছে আপনি এত পরিচ্ছন্ন ধারণা কই পাইলেন,ব্যবহারকারী তানভীর ? আপনিও কী ঐ গ্রুপের সদস্য নাকি? তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা না নিয়ে ছয়মাস পর এসব করা হলো কেন? আমি ঐ নোংরামি চর্চার গ্রুপে ছিলাম না, কি হয়েছে আমি জানিনা। এসব নোংরামো ঐ গ্রুপে করা লোকগুলো আমাকে স্ক্রিনশট কেন মেইল করলো। আমি একজন স্বেচ্ছাসেবী যিনি উইকিমিডিয়ার উন্মুক্ত জ্ঞান আন্দোলনের সাপোর্টার। এরকম গ্রুপে সাথে আমি সম্পৃক্ত ছিলামই না, আমার প্রয়োজনই ছিলোনা। ঐ গ্রুপ গুলোতে এসব হয়, তা আবার সাধারণ ব্যবহারকারীদের নিয়ে, আবার তারা নিজেরাই গ্রুপের সদস্য হয়ে তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা না নিয়ে ছয়মাস পর ঐ গ্রুপের আলাপ ফাঁস করলো কেন? এটি পুরোপুরি নিঃস্বার্থভাবে নয়, এটি তাদের ষড়যন্ত্র বলে আমি মনে করি, আর তা আমাকে ব্যবহার করে বাধাপ্রাপ্তদের বিরুদ্ধে করা হয়েছে। আমি আমার দৃষ্টিকোণ বলবো, আমার বলার অধিকার আছে, আপনারা ভুল কোথায় বলবেন দু'পক্ষের প্রমাণ সহ, কিন্তু এখন যেকোন এক পক্ষের দিকে আমি ধাবিত হই নাই, আমাকে বাধা দেওয়া হলো কেন? আমি তো আমার দৃষ্টিকোণ বললাম যতটুকু আপনারা ব্যাখ্যা করেছেন সেটি অনুযায়ী। আমাকে বাধা দেওয়ার কোন কারণই নেই, যেটি করেছেন সেটি আপনাদের স্বেচ্ছাচারিতা। আমার আলাপ পাতায় বাধা দেওয়ার কোন বার্তা না দেওয়া ও আমার আলাপ মন্তব্য করার সুযোগ কেড়ে নেওয়া কোন কারিগরি ভুল নয়, আপনাদের স্বেচ্ছাচারিতা। ঐ রকম গ্রুপ খুলে সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধে যা মনচায় পরচর্চা করবেন আর এমন অভিযোগের নামে প্রহসন মূলক বিচার আয়োজন করবেন, আমি তো অভিযোগ সরিয়ে নিচ্ছিলাম, ঐটা সম্পাদনা যুদ্ধ নয়,আমি উইকি মার্কআপ ভুলে গেছিলাম,এটা রিভার্ট করে, আমাকে বাধা দিয়ে, আমার আপত্তি থাকা সত্ত্বেও আপনাদের এরকম বিচার করার অধিকার কে দিয়েছে? এরকম
একটি কাজের জন্য, আমি আপনাদের (প্রশাসকদের) প্রতি অনাস্থা প্রকাশ করছি।-Nazrul Islam Nahid (আলাপ) ১৩:৪৬, ৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:
বাধা অপসারণের আবেদনের নির্দেশনা অনুসরণ না করায় ও সুযোগের অপব্যবহার করায় আবেদন বাতিল করা হলো ও আলাপ পাতায় সম্পাদনায় বাধা প্রদান করা হলো। — তানভির • ১৫:১০, ৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।