আলাপ:নায়লা নাঈম

সাম্প্রতিক মন্তব্য: Moheen Reeyad কর্তৃক ৭ বছর পূর্বে "পুনরুদ্ধার" অনুচ্ছেদে

দ্রুত অপসারণ প্রস্তাবনা প্রসংগে সম্পাদনা

প্রিয় মহীন ভাই, আপনি আলাপ পাতা আলোচনা না করেই অপসারণ ট্যাগ কি কারণে মুছে ফেললেন তা ঠিক বোধ্যগম্য হলো না??

আমার মনে হয়েছে যে, এই পাতা উইকিতে থাকার মত উল্লেখযোগ্য নয়, কারণ তার কোন কাজ (বিজ্ঞাপন, টিভি নাটক বা চলচ্চিত্র) উল্লেখ্যযোগ্য নয়।Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:৩৬, ১৮ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা সম্পাদনা

নিবন্ধটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতি অনুসারে উল্লেখযোগ্য নয়। কোন ব্যক্তিকে নিয়ে মিডিয়ায় কয়েকটি খবর প্রকাশ হলেই তিনিউল্লেখযোগ্য হয়ে যান না। ব্যক্তি যদি তাঁর কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য/রেকর্ডসৃষ্টিকারী/দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বিখ্যাত হন এবং তাকে নিয়ে বিভিন্ন নির্ভরযোগ্য উৎসে গুরুত্বপূর্ণ ফিচার/সংবাদ থাকে তাহলে উইকিপিডিয়ার নীতি অনুসারে তিনি উল্লেখযোগ্য। কেবল জনপ্রিয়তাই উল্লেখযোগ্যতার মাপকাঠি নয়। নায়লা নাঈম একজন নতুন/উদীয়মান মডেল। মডেলিং-এ সে নতুন এবং এক্ষেত্রে তিনি এমন কিছু (রেকর্ডসৃষ্টিকারী/যুগান্তকারী) এখনো করেননি যে তিনি গুরুত্বপূর্ণ/উল্লেখযোগ্য হয়ে গেছেন। তাই উল্লেখযোগ্যতার প্রেক্ষিতে নিবন্ধটি অপসারণের প্রস্তাব করছি। এ ব্যাপারে উইকিপিডিয়ানদের মতামত প্রত্যাশা করছি।  – তানভির (আলাপ) ১৮:৫৬, ১৮ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কাউকে অসম্মান করছি না। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে এই মডেলকে নিয়ে বিভিন্নরকম বিতর্ক চলছে, আর মিডিয়া যেহেতু সবসময় রসাত্বক কাহিনী বানাতে পছন্দ করে এবং তাতে যে বাংলাদেশী যেকোন নারীকে নিয়ে এরকম বির্তক চললে মিডিয়াতে আসবে তাতে কোন সন্দেহ নেই। এখন, আসি আসল কথায় তথ্যসূত্রগুলো অধিকাংশই উইকিপিডিয়ার নীতিমালায় গ্রহণযোগ্য হবে না কারণ অধিকাংশই উল্লেখযোগ্য কোন নিউজপোর্টাল নয়। যে দু/একটি রয়েছে সেগুলোতে সংবাদগুলো কমনসেন্সে মূল্যয়ন করলে তাতেও টিকার কথা নয়। মাহীন ভাই কয়েকবার অপসারণ ট্যাগ নিজের নিবন্ধ থেকে রিমুভ করেছেন যা কোনভাবেই সঠিক হয়নি। এবং আলাপ পাতায় ট্যাগ প্রণেতা আলোচনা শুরু করার পর তাওহীদ সম্পাদনা সারাংশে ছোট একটি নির্দেশনা দিয়ে ট্যাগ অপসারণ করেছেন তাও আমার মতে সঠিক হয়নি। কারণ এট লিস্ট আলাপ পাতায় একটি বার্তা রাখার প্রয়োজন ছিল। আমি দ:খিত এক্ষেত্রে তানভির ও মেরাজের (বানান যদি মিরাজ দিয়ে লিখেন তাহলে ক্ষমাপ্রার্থী) সাথে একমত পোষণ করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৫, ১৮ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
প্রথমেই সকলের সম্মান করেই আমি বলছি এখান থেকে অপসারণ ট্যাগ সরিয়েছি কারণ দ্রুত অপসারণের যে ট্যাগ দেয়া হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সেখান থেকে ট্যাগ সরিয়ে নিয়েছি। আর কারো যদি এই নিয়ে সন্দেহ থাকে সে ইচ্ছা করলে অপসারণ প্রস্তাব করলেই পারত। সেখানে সকলেই মত দিতে পারত। আর অপসারণ ট্যাগ বাতিলের পর বার্তা না দেয়ার জন্য মেরাজ ভাইয়ের কাছে আমি দুঃখিত।@নাহিদ ভাই: আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে উইকি চালাই এর জন্য একবারে অনেক কাজ সমাপ্ত করতে পারিনা আপনি নিশ্চয় দেখবেন আমার খেলাঘরে অনেকগুলো কাজ পরে আছে যেগুলো শেষ হয়নি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ। তাওহীদ আলাপ ০২:৫৪, ১৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
@Tauhid16: ক্ষমা চাওয়ার কিছু নেই, লজ্জা পেলাম। খারাপ কিছুই ঘটেনি। যাইহোক, এ বিষয় বাদে নিবন্ধ বিষয়ক মতামত দিলে একটু খুশি হই।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৮, ১৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
সম্প্রতি নিবন্ধের তথ্যসূত্রে কিছুটা পরিবর্তন এনেছি, যেখানে দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ, জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারক ডয়চে ভেলে প্রচারিত সংবাদ/রিভিউ সংযোগ করা হয়েছে। এটা কতোটা উল্লেখযোগ্যতা মেটাতে পারে সে ব্যাপারে প্রশাককগণ সিদ্ধান্ত নিতে পারেন। মূলত চেষ্টা করেছি উল্লেখযোগ্য তথ্যসূত্র সংযোগ করতে। ধন্যবাদ।--মহীন রীয়াদ (আলাপ) ১৬:১৭, ১৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা আপসারণ প্রস্তাবনায় স্থানান্তর--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৭, ১৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পুনরুদ্ধার সম্পাদনা

WP:BASICWP:ENT মাণদণ্ড অনুযায়ী বর্তমানে উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্যতা রাখে বলে মনে করছি। উল্লেখযোগ্যতা প্রশ্নবিন্ধ হলে পুনরায় আলোচনা শুরু করা যেত পারে। ~ মহীন (আলাপ) ১০:৩৮, ২১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"নায়লা নাঈম" পাতায় ফেরত যান।