আলাপ:নবরত্ন মন্দির

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ১ বছর পূর্বে "নাম স্থানান্তর" অনুচ্ছেদে

নাম স্থানান্তর সম্পাদনা

@BadhonCR: নবরন্ত মন্দির নামে বাংলা উইকিপিডিয়ায় আর কোন নিবন্ধ নেই, তবুও কিভাবে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে তা বর্ণনা করুন। আর যেকোন নিবন্ধ স্থানান্তরের পূর্বে আলাপ পাতায় আলোচনা করে নেবেন, অন্যথায় আপনার মর্জিমত স্থানান্তর করবেননা। নাহিয়ান আলাপ ১৯:৫৫, ১৭ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সাধারণ বেশ কিছু মন্দিরের স্থাপত্য বুঝাতে "নবরত্ন মন্দির" শব্দটি ব্যবহার করা হয়। যেমন কান্তনগর মন্দির এর স্থাপত্য। কেউ যদি সেই স্থাপত্য বুঝানোর জন্য ট্যাগ ব্যবহার করে তাহলে নবরত্ন (স্থাপত্য) ট্যাগে যুক্ত না হয়ে, এই আলাপ পৃষ্ঠার নবরত্ন মন্দিরে সরাসরি যুক্ত হচ্ছে। যা ভুল । আমি অনেক জায়গায় এই সমস্যা টা লক্ষ্য করেছি। যে ভুলটা চাণক অন্নপূর্ণা মন্দির নিবন্ধেও লক্ষ্য করবেন। BadhonCR (আলাপ) ২০:১১, ১৭ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"নবরত্ন মন্দির" পাতায় ফেরত যান।