আলাপ:কেপলার-৪বি
এই পাতাটি কেপলার-৪বি নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
কেপলার-৪বি প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন। | ||||
|
এই নিবন্ধটি উইকিপিডিয়া ১৫ অনলাইন প্রতিযোগিতার অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। |
উইকিপ্রকল্প জ্যোতির্বিজ্ঞান | (মূল্যায়ন - মান ভাল, গুরুত্ব নিম্ন) | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
এই নিবন্ধটিতে en.wikipedia থেকে Kepler-4b-এর অনুবাদ রয়েছে। |
ভালো নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাসরঞ্জামবাক্স |
---|
- এই পর্যালোচনাটি আলাপ:কেপলার-৪বি/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
পর্যালোচক: Borhan (আলাপ · অবদান) ১৫:৪৫, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
পর্যালোচনা
সম্পাদনা- ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
- নিবন্ধটি সুলিখিত।
- ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
- ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
- তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য।
- ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
- ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
- নিবন্ধের ব্যাপকতা রয়েছে।
- ক) (প্রধান বিষয়):
খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
- ক) (প্রধান বিষয়):
- নিরপেক্ষভাবে লিখিত।
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- নিবন্ধটি স্থিতিশীল।
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
- ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
- ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
- সিদ্ধান্ত:
- উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
- উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
নিবন্ধটি সুলিখিত ও তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে ✓ উত্তীর্ণ করা হল। বোরহান (আলাপ) ১৪:৪৩, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
প্রধান পাতার জন্য সূচনাংশ
সম্পাদনাকেপলার-৪বি একটি বহির্গ্রহ, যা নাসার কেপলার মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র দ্বারা প্রথম আবিষ্কৃত হয়। এটি মাতৃ নক্ষত্রের কাছাকাছি থাকার কারণে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় যথেষ্ট উত্তপ্ত এবং যার সুস্থির তাপমাত্রা ১৭০০ কেলভিনের চেয়ে বেশি। ২০১০ সালের ৪ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২১৫তম অধিবেশনে আরও ৪টি গ্রহসহ এই গ্রহটির অস্তিত্ব ঘোষণা করা হয়। গ্রহটি পৃথিবী থেকে ২৫ গুণ বড় এবং ব্যাসার্ধ পৃথিবী থেকে ৪ গুন বেশি। এর ব্যাসার্ধ ও ভর প্রায় নেপচুনের অনুরূপ, কিন্তু তাপমাত্রার দিক দিয়ে সৌরজগতের সকল গ্রহের চেয়ে উষ্ণ। এটি এর মাতৃ নক্ষত্রের কক্ষপথকে ০.০৪৬ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরত্বে থেকে ৩.২১৩ দিনে একবার প্রদক্ষিণ করে। এটি আমাদের সৌরজগত থেকে প্রায় ১৬৩১ আলোকবর্ষ দূরে তক্ষক তারামণ্ডলে অবস্থিত।
(বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৬৫
--বোরহান (আলাপ) ১৫:৪০, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
তথ্যসূত্র অনুবাদ
সম্পাদনাবোরহান ভাই, তথ্যসূত্রগুলো অনুবাদ করে দিন। ~মহীন (আলাপ) ২২:১৪, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Moheen ভাই, ইংরেজির পাশাপাশি বাংলায় অনুদিত শিরোনাম দেয়া আছে তো। সূত্রের শিরোনামগুলো কি পুরোপুরি বাংলায় রাখব? বোরহান (আলাপ) ২২:২৬, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @বোরহান ভাই, অনুদিত শিরোনাম দিয়েছেন সেটা ঠিকাছে, তবে লেখকের নাম, জার্নালের নাম এগুলো বাংলা করে দিয়েন, মানে ভালো নিবন্ধের জন্য যতোটা সম্ভব পাতার সব উপাদান বাংলায় থাকলে ভালো। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৯:০৮, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Moheen ভাই, বুঝতে পেরেছি। পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। বোরহান (আলাপ) ১১:৪৭, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @বোরহান ভাই, অনুদিত শিরোনাম দিয়েছেন সেটা ঠিকাছে, তবে লেখকের নাম, জার্নালের নাম এগুলো বাংলা করে দিয়েন, মানে ভালো নিবন্ধের জন্য যতোটা সম্ভব পাতার সব উপাদান বাংলায় থাকলে ভালো। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৯:০৮, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)