আলাপ:কুতুবখানায়ে ইস্কান্দারিয়া

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ২ বছর পূর্বে "আজাকি প্রসঙ্গে" অনুচ্ছেদে

আজাকি প্রসঙ্গে সম্পাদনা

@Owais Al Qarni এই নিবন্ধ থেকে একটি আজাকি তথ্য প্রস্তাব করেছেন দেখলাম। নিবন্ধটি অসম্পূর্ণ। আজাকি নীতিমালা অনুসারে অসম্পূর্ণ নিবন্ধ হতে তথ্য নির্বাচিত হবে না। নিবন্ধটি আরো সম্প্রসারণ করুন। আজাকি'তে নির্বাচিত হওয়ার জন্য (উপযুক্ত করার জন্য) নতুন অনুচ্ছেদ যেমন- ইতিহাস, প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, বর্ণনা, অনুবাদ (যদি থাকে) দিয়ে পরিপূর্ণ করে তুলুন।আপনার ব্যবহৃত তথ্যসূত্রের ভিতর থেকেই এই অনুচ্ছেদ গুলির তথ্য পাবেন আশা করি। ফি আমানিল্লাহ। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ২০:১২, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: দিলেন তো প্যাঁচ লাগাই! আসলে আমি শিবলী নোমানীর লাল লিংকগুলো নীল করতে কয়েকটা নিবন্ধ তৈরি করেছি। এত বিস্তর স্টাডি করি নাই। একটু আইনের ফাঁক-ফোকর খুঁজে দেখুন পারা যায় কীনা।–ধর্মমন্ত্রী (আলাপ) ২০:৫০, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni লাল লিংক নীল করছেন, এটা তো খুবই ভাল কথা, কিন্তু একটা নিবন্ধ লিখেই সেটা আজাকিতে সাথে সাথে মনোনায়ন দিয়ে ফেলতে হবে কেন? আমি যদি ভুল না করি, তাহলে আপনি প্রত্যেক নিবন্ধ লিখেই গণহারে আজাকিতে প্রস্তাব রাখছেন। নিবন্ধটি আজাকি মনোনায়ন নীতিমালা হিসেবে প্রস্তাব রাখার উপযুক্ত কিনা তা বোধকরি যাচাই করছেন না? ঘটনা কি? আমার আপনার সবার জন্য মনোনায়ন নির্দেশনা সমান।
এটা আজাকিতে আসার মত তথ্য তবে এটা নির্বাচিত হলে অন্যান্য সম্পাদকরা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ নিবন্ধ মনোনায়ন দিতে উৎসাহী হবেন, তাই আপাতত এটা করা হবে না। ভবিষ্যতে নিবন্ধ সম্প্রসারণ করে 'অসম্পূর্ণ' হতে অন্তত 'প্রাথমিক' মানে উন্নীত করার পর পুনরায় মনোনায়ন দেয়ার পরামর্শ থাকবে। ফি আমানিল্লাহ :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ২৩:৪২, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"কুতুবখানায়ে ইস্কান্দারিয়া" পাতায় ফেরত যান।