প্রবেশদ্বার:বই
বই প্রবেশদ্বার![]() বই বা গ্রন্থ হলো লিখিত, মুদ্রিত, ও অলঙ্কৃত কাগজ বা চর্মপত্রের সমষ্টি যা এক-ধারে-বাঁধা এবং মলাট-আবৃত। বইয়ের একখন্ড কাগজকে বলে পাতা এবং পাতার একেকটি দিককে বলে পৃষ্ঠা। বইয়ের ইলেকট্রনিক সংস্করণকে বলা হয় ই-বুক। বই বলতে সাহিত্যকর্মও বোঝায় এবং ব্যাপক অর্থে বইয়ে লেখা সবকিছুকে সাহিত্য বলে। প্রাচীনকালে শিলালিপি, পান্ডুলিপি এবং মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞান সংরক্ষণ করেছে এবং উত্তর-প্রজন্মে পৌঁছে দিয়েছে। বই মুদ্রিত হয় ছাপাখানায় এবং দোকানে বিক্রি হয়। গ্রন্থাগারে সকলের পড়ার জন্যে বই সংরক্ষণ করে রাখা হয়। নির্বাচিত বই
গীতাঞ্জলি বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন মরমী ধরনের রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
১৯১২ সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও সমসাময়িক আরো কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে সং অফারিংস (Song Offerings) নামে প্রকাশিত হয়। কবিতাগুলো রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করেছিলেন এবং ভূমিকা লিখে দিয়েছিলেন ইংরেজ কবি ইয়েটস। পাশ্চাত্যে কাব্যগ্রন্ধটি অত্যন্ত জনপ্রিয় হয় এবং ১৯১৩ সালে এর জন্যে জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। নির্বাচিত ছবি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত ছবি/৫" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বিষয়শ্রেণীসমূহবই সম্পর্কিত আরও তথ্যনির্বাচিত লেখক
আইজাক আসিমভ (১৯২০ - ১৯৯২) রুশ বংশোদ্ভুত প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। বহুপ্রজ লেখক আজিমভ ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তার সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ।
আজিমভ তার জীবদ্দশায় বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন, অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আমেরিকার কল্পবিজ্ঞান লেখক সংঘ তার লেখা নাইটফলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্পবিজ্ঞান গল্পের স্বীকৃতি দেয়। তবে কল্পবিজ্ঞানের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস, রসায়ন এমনকি শেকসপিয়রের সাহিত্যকর্ম নিয়েও আজিমভ লেখালেখি করেছেন। নির্বাচিত উক্তি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত উক্তি/৩" নামক কোন পাতার অস্তিত্ব নেই। আপনি জানেন কি..."প্রবেশদ্বার:বই/আপনি জানেন কি/২" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বই সংবাদআপনি যা যা করতে পারেন |