আলাপ:কলসকাঠী ইউনিয়ন

সাম্প্রতিক মন্তব্য: MustafaKamal কর্তৃক ৪ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প বরিশাল
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বরিশালের অংশ, যা উইকিপিডিয়ায় বরিশাল সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

ম্যাপ সংযোজন সম্পাদনা

@YahyA: ভাই এই ইউনিয়নের ম্যাপ লিঙ্ক Kalaskati maps.app.goo.gl/48mA9aXsUSbC2baQ7 সংযোজন করবেন। শেখহাসানআলাপ... ১০:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে। —ইয়াহিয়াবলুন... ১০:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নামের বানান সম্পাদনা

@Al Riaz Uddin Ripon: আশা করছি ভাল আছেন। কাঠি/কাঠী যুক্ত বেশ কিছু ইউনিয়নের নাম লক্ষ্য করা যায়, খেয়াল করে দেখলাম এসব ইউনিয়নের নামের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুই ধরনেরই বানানের ব্যবহার বেশ দৃশ্যমান। সেক্ষেত্রে আমি বিশেষ করে ঝালকাঠি বানানে 'ই-কার' যোগে লিখার প্রচলন বেশি দেখায় সবক'টি ইউনিয়নের নামে 'কাঠি' এভাবে লিখেছি। আমি বলছি না 'কাঠী' এভাবে লিখলে ভুল হবে, তবে আমার মনে হয় একই জাতীয় শব্দের বানানের ক্ষেত্রে কোনটা 'ই-কার' যোগে আবার কোনটা 'ঈ-কার' যোগে না লিখে সবক্ষেত্রে যেকোন একটি বেছে নেওয়াটা সুন্দর এবং যৌক্তিক। আর জাতীয় তথ্য বাতায়ন যে একেবারে নির্ভুল তাও কিন্তু নয়। আপনি খেয়াল করলে হয়তো দেখবেন বেশ কিছু মারাত্মক ভুলও জাতীয় তথ্য বাতায়নে রয়েছে। যেমন: চট্টগ্রাম লিখা হয়েছে 'চট্রগ্রাম' এভাবে। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৪:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@MustafaKamal: গুগলে কলসকাঠি ও কলসকাঠী দুইভাবেই লিখে সার্চ (গুগল ইমেজ সার্চসহ) করে দেখেছি যেখানে বেশিরভাগ সার্চ রেজাল্টই কলসকাঠী ইউনিয়ন শিরোনামে দেখাচ্ছে। সেই হিসেবে আমি ধরে নিলাম ওই এলাকার নাম কলসকাঠী ইউনিয়ন। আর বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন সেটার ওপর আমিও ১০০% নির্ভরশীল না, কারণ সেখানে এমনও তথ্য আছে যেখানে এক ইউনিয়নের তথ্য অন্য ইউনিয়নের ওয়েবসাইটে দিয়ে রাখছে। আশা করি ইউনিয়নটির নাম কলসকাঠী তাই উক্ত শিরোনামে থাকলে সমস্যা হবে বলে মনে হয় না। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon: অবশ্যই কোন সমস্যা নাই। আমি শুধু একই ধরনের বানানগুলোর মধ্যে সামঞ্জস্যের কথা বলেছিলাম। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৫:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"কলসকাঠী ইউনিয়ন" পাতায় ফেরত যান।