আমির ইলাহি

ভারতীয় ও পাকিস্তানী ক্রিকেটার
(আমির ইলাহী থেকে পুনর্নির্দেশিত)

আমির ইলাহি (উর্দু: عامر الہی‎‎; উচ্চারণ; জন্ম: ১ সেপ্টেম্বর, ১৯০৮ - মৃত্যু: ২৮ ডিসেম্বর, ১৯৮০) তৎকালীন ব্রিটিশ ভারতের (অধুনা - পাকিস্তান) পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারতপাকিস্তান - উভয় দলের পক্ষে টেস্ট খেলেছেন তিনি। চৌদ্দজন টেস্ট ক্রিকেটারের অন্যতম একাধিক দলের পক্ষে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন।[]

আমির ইলাহি
১৯৩৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে আমির ইলাহি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আমির ইলাহি
জন্ম(১৯০৮-০৯-০১)১ সেপ্টেম্বর ১৯০৮
লাহোর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
(বর্তমানে - পাকিস্তান)
মৃত্যু২৮ ডিসেম্বর ১৯৮০(1980-12-28) (বয়স ৭২)
করাচী, সিন্ধু প্রদেশ, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪০/)
১২ ডিসেম্বর ১৯৪৭ 
ভারত বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১২ ডিসেম্বর ১৯৫২ 
পাকিস্তান বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১২৫
রানের সংখ্যা ৮২ ২৫৬২
ব্যাটিং গড় ১০.২৫ ১৬.৮৫
১০০/৫০ -/- -/৩
সর্বোচ্চ রান ৪৭ ৯৬
বল করেছে ৪০০ ২৪৮২২
উইকেট ৫১৩
বোলিং গড় ৩৫.৪২ ২৫.৭৭
ইনিংসে ৫ উইকেট ৩০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১৩৪ ৮/৯৪
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৬৭/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ জুলাই ২০১৮

দলে তিনি মূলতঃ ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে উত্তর ভারত দলের পক্ষে খেলতেন। ১৯৩৭-৩৮ মৌসুমে দক্ষিণ পাঞ্জাব দলের বিপক্ষে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৮/৯৪ দাঁড় করান।[]

১২ ডিসেম্বর, ১৯৪৭ তারিখে ভারতের সদস্যরূপে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে আমির ইলাহি’র। এটিই ভারতের পক্ষে তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। ১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তান টেস্ট খেলার মর্যাদা লাভের পর পাকিস্তানের পক্ষে ৫ টেস্টে অংশগ্রহণ করেছেন। ভারত বিভাজনের পর পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনজনের একজন হিসেবে ভারত ও পাকিস্তান - উভয় দেশের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্য দু’জন হচ্ছেন আবদুল হাফিজ কারদারগুল মোহাম্মদ

মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে অংশগ্রহণ করলেও মাঝারিমানের সফলতা পেয়েছেন। এছাড়াও, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে অংশগ্রহণের মর্যাদা লাভ করেছেন তিনি।

দেহাবসান

সম্পাদনা

২৮ ডিসেম্বর, ১৯৮০ তারিখে ৭২ বছর বয়সে সিন্ধু প্রদেশের করাচীতে আমির ইলাহি’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Amir Elahi"ESPN Cricinfo 
  2. "Southern Punjab v Northern India 1937-38"Cricket Archive। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা