আমজাদহাট ইউনিয়ন
আমজাদহাট বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন।
আমজাদহাট | |
---|---|
ইউনিয়ন | |
৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আমজাদহাট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৭′১০″ উত্তর ৯১°২৮′৫৩″ পূর্ব / ২৩.১১৯৪৪° উত্তর ৯১.৪৮১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফুলগাজী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯৪৩ |
ক) নাম- আমজাদ হাট ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ৯ (বর্গ কিঃমি)।
গ) লোকসংখ্যা- ৩০০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যা- ১২ টি।
ঙ) মোজার সংখ্যা- ১২ টি।
চ) হাট/ বাজারের সংখ্যা- ৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- সিএনজি/ রিক্সা।
জ) শিক্ষার হার- ৮৫.৫৬ (২০০১ সালের শিক্ষা জরীপ অনুযায়ী)।
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি।
ঞ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৮ টি।
ট) উচ্চ বিদ্যালয়ঃ- ৪ টি।
ঠ) মাদ্রাসা- ১২ টি।
ড) পোষ্ট অফিসের সংখ্যাঃ- ১ টি কোড- ৩৯৪২
ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান- ৩ টি।
ট) ঐতিহাসিক / পর্যটন স্থান- হাজীর ভাগনা- ইসলামীয়া বাজার
ঠ) ইউপি ভবন স্থাপন কাল- ২০০৫ ইং।
ঢ) গ্রাম সমুহের নাম-
১) মনিপুর ২) দক্ষিন ধর্মপুর ৩) দক্ষিন তালবাড়ীয়া ৪) উত্তর ধর্মপুর ৫) বসন্তপুর ৬) হাড়ী পুষ্করণী ৭) খাজুরিয়া ৮) দেবীপুর ৯) উত্তর তারাকুচা ১০) দক্ষিন তারাকুচা ১১) ফেনাপুষ্করণী ১২) ঋষ্যমুখ
ণ) ইউনিয়ন পরিষদ জনবল- ১৭জন
১) ইউনিয়ন পরিষদ সদস্য- ১২ জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন। ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ৪ জন।
আয়তন
সম্পাদনা৯ বর্গ কি.মি.
জনসংখ্যা
সম্পাদনা৩০০০০(প্রায়)
অবস্থান ও সীমানা
সম্পাদনাফুলগাজী উপজেলার সর্ব-পূর্বে আমজাদহাট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়ন; পশ্চিমে ফুলগাজী ইউনিয়ন, দরবারপুর ইউনিয়ন ও জিএমহাট ইউনিয়ন; দক্ষিণে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআমজাদহাট ইউনিয়ন ফুলগাজী উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফুলগাজী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- ধর্মপুর এডুকেশনাল এষ্টেট।
- নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
- জাফর ইমাম উচ্চ বিদ্যালয়।
- বসন্তপুর উচ্চ বিদ্যালয়।
- খেজুরিয়া মমতাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়।
- গজারিয়া দরবেশ আজিজুল হক দাখিল মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউপজেলা এবং জেলা সদর থেকে যাতায়াতের প্রধান মাধ্যম 'সিএনজি ও বাস'।
খাল ও নদী
সম্পাদনা- মুহুরী নদী
- গৌইরাছড়া
হাট-বাজার
সম্পাদনা- আমজাদ হাট বাজার
- কিল্লাদিঘী বাজার
- ইসলামিয়া বাজার
- গজারিয়া বাজার
- শনির হাট বাজার
- উওর ধমপুর স্কুল বাজার (হাজী মাহবুব আলম মাকেট)
দর্শনীয় স্থান
সম্পাদনা- হাজীর ভাঙ্গনা পর্যটনকেন্দ্র
- মুহুরী নদী
- বাংলাদেশ-ভারত সীমান্ত
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মীর হোসেন মীরু
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা২. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (আমজাদহাট ইউনিয়ন )