আবুল হাশেম (অধ্যাপক)

বাংলাদেশী শিক্ষাবিদ

আবুল হাশেম (জন্ম: ৩১ জানুয়ারি ১৯৫০) একজন বাংলাদেশী হিসাববিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের সাবেক উপাচার্য এবং বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

অধ্যাপক ড.
আবুল হাশেম
উপাচার্য
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
২০১৯ – ২০২৩ (১ম মেয়াদে)
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২৩
উপাচার্য
দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স
কাজের মেয়াদ
২০১৭ – ২০১৮
উত্তরসূরীআবদুস সাত্তার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-01-31) ৩১ জানুয়ারি ১৯৫০ (বয়স ৭৪)
ফেনী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি
সাফোক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

হাশেম ১৯৫০ সালের ৩১ জানুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৭১ সালে এমকম ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে ১৯৮১ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত সাফোক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে গবেষণাকর্ম সম্পাদন করেন।[][]

কর্মজীবন

সম্পাদনা

আবুল হাশেম ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, বাণিজ্য অনুষদের ডিন, ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[][][]

আবুল হাশেম ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের (আইইউএস) উপাচার্য ছিলেন।[] তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][] ২০২৩ সালে তিনি দ্বিতীয় মেয়াদে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।[]

প্রকাশনা

সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি দেশ-বিদেশে বহু সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনা করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ডিএসইর নতুন চেয়ারম্যান আবুল হাশেম"প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  2. "চেয়ারম্যান"বেসিক ব্যাংক লিমিটেড। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩ 
  3. "ডিএসইর চেয়ারম্যান হলেন আবুল হাশেম"রাইজিংবিডি.কম। ১৫ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  4. "বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান ডিএসইর আবুল হাশেম"অর্থসূচক। ১৪ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  5. "বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবুল হাসেমকে প্রত্যাহার"ঢাকা পোস্ট। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪ 
  6. "আইইউএসের নতুন উপাচার্য আবুল হাশেম"প্রথম আলো। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  7. "Hon'ble VC - Biography" [মাননীয় উপাচার্য - জীবন বৃত্তান্ত]। আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  8. "আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি এর ভাইস-চ্যান্সেলর নিয়োগ" (পিডিএফ)শিক্ষা মন্ত্রণালয়। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  9. "ফের আনোয়ার খান মডার্ণ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আবুল হাশেম"দ্য ডেইলি ক্যাম্পাস। ২৬ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪