আবাহনী লিমিটেড (ঢাকা)

ঢাকার ক্রীড়া ক্লাব
(আবাহনী ক্রীড়া চক্র থেকে পুনর্নির্দেশিত)

আবাহনী লিমিটেড বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রীড়া সংগঠন। ১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাব নাম পরিবর্তন করে আবাহনী ক্রীড়াচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।[]। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত আবাহনী বাংলাদেশের ক্রীড়া জগতে অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে অধিষ্ঠিত হয়েছে[]। ১৯৮৯ সালে আবাহনী ক্রীড়াচক্রকে লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।[]

আবাহনী লিমিটেড ঢাকা
পূর্ণ নামআবাহনী লিমিটেড ঢাকা
ডাকনামঢাকা আবাহনী
আকাশী নীল
প্রতিষ্ঠিত১৯৭২
মাঠশেখ ফজলুল হক মনি স্টেডিয়াম
শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স (নির্মাণাধীন)
ধারণক্ষমতা৫,০০০
সভাপতিসালমান এফ রহমান
কোচআন্দ্রেস ক্রুসিয়ানি
লিগবাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০২২-২৩২য়
বর্তমান মৌসুম
আবাহনী লিমিটেডের সক্রিয় বিভাগসমূহ

ফুটবল (পুরুষ)

ফুটবল (নারী)

ক্রিকেট (পুরুষ)

হকি (পুরুষ)

ব্যাডমিন্টন

বর্তমান খেলোয়াড়

সম্পাদনা
 
২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ ফাইনালে ঢাকা আবাহনীর প্রথম একাদশ
২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

২০২২-২৩ মৌসুমের জন্য ঢাকা আবাহনী লিমিটেডের স্কোয়াড।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   শহিদুল আলম সোহেল
  সুশান্ত ত্রিপুরা
  নুরুল নাঈম ফয়সাল
  রেজাউল করিম রেজা
  রিয়াদুল হাসান
  ইমন মাহমুদ
  জুয়েল রানা
  মোহাম্মদ হৃদয়
  গেটারসন
১০   নাবিব নেওয়াজ জীবন
১১   রহিম উদ্দিন
১২   দানিয়েল কোলিন্দ্রেস
১৩   পাপন সিং
১৪   মোহাম্মদ মামুন মিয়া
১৫   আলমগীর মোল্লা
১৬   মোহাম্মদ সোহেল রানা
১৭   মেহেদী হাসান রয়েল
১৮ গো   মাহফুজ হাসান প্রীতম
নং অবস্থান খেলোয়াড়
১৯   ফয়সাল আহমেদ ফাহিম
২০   মারাজ হোসেন অপি
২১   এলিটা কিংসলে
২২   ইউসুফ মোহাম্মদ
২৩   পিটার নওরাহ
২৪   আসাদুজ্জামান বাবলু
২৫ গো   আরিফুজ্জামান হিমেল
২৭   আরাফাত তাসিন
২৮   তন্ময় দাস
২৯   মাসুদ রানা
৩০ গো   মোঃ শামীম হোসেন
৩১   মোহাম্মদ আল-আমিন
৩৩   শাকিল আহমেদ
৩৪   মুহাম্মদ নাজিম উদ্দিন
৩৫   আল-আমিন হাসান আনাফ
৭৭   মোহাম্মদ রহমত মিয়া
৮০   রাফায়েল অগাস্টো (Captain)

উপাত্ত (১৯৭৩-২০১৬)

স্বাধীনতা কাপ:

ক্রিকেট

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ক্রীড়া সংস্থা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  2. "আবাহনী লিমিটেড"thedemoz.com। ২০২০-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা