২০০৯–১০ বাংলাদেশ লিগ
(২০০৯-১০ বাংলাদেশ লীগ থেকে পুনর্নির্দেশিত)
২০০৯-১০ সিটিসেল বাংলাদেশ লিগ শুরু হয় ২৫ অক্টোবর ২০০৯ [১] এ। ১৩টি দল[২] একে অপরের সঙ্গে হোম এবং এওয়ে ভিত্তিতে খেলে। ২০০৯-১০ ছিল বাংলাদেশী পেশাদার লিগের ৩য় আসর এবং বি.লিগ থেকে বাংলাদেশ লিগ নামকরণের পর প্রথম আসর। আবাহনী ক্রীড়া চক্র লিগ জয়ী হয়। সেই সাথে তারা ২০১১ এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার যোগ্যতা অর্জন করে। এই মৌসুমে ফেনী সকার ক্লাব, শুকতারা যুব সংসদ ও বিয়ানীবাজার এএফসি প্রথম বারের মত পেশাদার ফুটবল লিগে খেলে[২]।
মৌসুম | ২০০৮–০৯ |
---|---|
চ্যাম্পিয়ন | আবাহনী ক্রীড়া চক্র |
অবনমন | নারায়ণগঞ্জ শুকতারা সংসদ, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব |
এএফসি প্রেসিডেন্টস কাপ | আবাহনী ক্রীড়া চক্র |
মোট গোলসংখ্যা | ৩৯১ |
গড় গোল/খেলা | ২,৫১ |
← ২০০৮–০৯ ২০১০-১১ → |
অংশগ্রহনকারী দলসমূহসম্পাদনা
চূড়ান্ত স্ট্যান্ডিং[৩]সম্পাদনা
২০০৯/১০ এর চূড়ান্ত স্ট্যান্ডিং | পয়েন্ট | খেলেছে | জয় | ড্র | হার | গপ | গবি | গপা | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | আবাহনী লিমিটেড | ৬৭ | ২৪ | ২২ | ১ | ১ | ৬৩ | ৮ | +৫৫ | |
২. | মোহামেডান স্পোর্টিং ক্লাব | ৬২ | ২৪ | ১৯ | ৫ | ০ | ৬৩ | ১২ | +৫১ | |
৩. | শেখ রাসেল ক্রীড়া চক্র | ৫০ | ২৪ | ১৫ | ৫ | ৪ | ৪৯ | ১৯ | +৩০ | |
৪. | ফেনী সকার ক্লাব | ৩০ | ২৪ | ৭ | ৯ | ৮ | ১৬ | ২২ | -৬ | |
৫. | আরামবাগ ক্রীড়া সংঘ | ২৭ | ২৪ | ৬ | ৯ | ৯ | ৩০ | ৪৩ | -১৩ | |
৬. | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২৭ | ২৪ | ৮ | ৩ | ১৩ | ২৬ | ৪৬ | -২০ | |
৭. | ব্রাদার্স ইউনিয়ন | ২৬ | ২৪ | ৫ | ১১ | ৮ | ২০ | ২৬ | -৬ | |
৮. | রহমতগঞ্জ এমএফএস | ২৬ | ২৪ | ৭ | ৫ | ১২ | ২৮ | ৩৬ | -৮ | |
৯. | চট্টগ্রাম মোহামেডান | ২৬ | ২৪ | ৫ | ১১ | ৮ | ২১ | ৩৩ | -১২ | |
১০. | ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব | ২৩ | ২৪ | ৪ | ১১ | ৯ | ২০ | ২৫ | -৫ | |
১১. | চট্টগ্রাম আবাহনী | ২১ | ২৪ | ৫ | ৬ | ১৩ | ২৪ | ৪৩ | -১৯ | |
১২. | নারায়ণগঞ্জ শুকতারা সংসদ | ২০ | ২৪ | ৪ | ৮ | ১২ | ১২ | ৩৫ | -২৩ | |
১৩. | বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব | ১৭ | ২৪ | ৩ | ৮ | ১৩ | ১৯ | ৪৩ | -২৪ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Prothom Alo | Most popular bangla daily newspaper"। archive.prothom-alo.com। ২০২০-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ ক খ Welle (www.dw.com), Deutsche। "বাংলাদেশে ১৩ দলের বি লিগ | DW | 14.07.2009"। DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "Summary - Premier League - Bangladesh - Results, fixtures, tables and news - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।