২০১৭–১৮ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ১০ম মৌসুম

২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (স্পন্সরশিপের কারণে সাধারণভাবে সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামেও পরিচিত) হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম মৌসুম। মোট ১২টি দল এতে অংশগ্রহণ করে, লিগটি শুরু হয় ২০১৭ সালের ২৮ জুলাই ও শেষ হয় ২০১৮ সালের ১৩ জানুয়ারি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ
মৌসুম২০১৭-১৮
তারিখ২৮ জুলাই ২০১৭ - ১৩ জানুয়ারি ২০১৮
চ্যাম্পিয়নঢাকা আবাহনী
অবনমনফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব
মোট খেলা১৩২
মোট গোলসংখ্যা৩০২ (ম্যাচ প্রতি ২.২৯টি)
শীর্ষ গোলদাতা১৫ গোল
গাম্বিয়া সোলোমন কিং কানফর্ম
নাইজেরিয়া রাফায়েল ওদোভিন ওনরিভে
(শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
সর্বোচ্চ স্কোরিংআরামবাগ ক্রীড়া সংঘ ৪-৬ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
দীর্ঘতম টানা জয়৯টি ম্যাচ
ঢাকা আবাহনী
দীর্ঘতম টানা অপরাজিত১৪ ম্যাচ
সাইফ স্পোর্টিং ক্লাব
দীর্ঘতম টানা জয়বিহীন১৮ ম্যাচ
রহমতগঞ্জ এমএফএস
দীর্ঘতম টানা পরাজয়৫ ম্যাচ
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

এই মৌসুমে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়।[]

অংশগ্রহণকারী দলসমূহ

সম্পাদনা

গত মৌসুমের প্লে অফ ম্যাচের ঘটনায় এক দলের পরিবর্তে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবফেনী সকার ক্লাব উভয় দল অবনমিত হয়।তাদের পরিবর্তে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব উঠে আসে।সাইফ স্পোর্টিং ক্লাবের এটা প্রথম বি.লিগ আর ফরাশগঞ্জ ১ মৌসুম পরে আবার দেশের সর্বোচ্চ লিগে ফিরে আসে।

 
 
চট্টগ্রাম
 
ঢাকা
 
গোপালগঞ্জ
২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর অবস্থান
ক্লাব স্টেডিয়াম অবস্থান
ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
চট্টগ্রাম আবাহনী এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম
ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
ঢাকা মোহামেডান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
মুক্তিযোদ্ধা সংসদ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জ
শেখ জামাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
শেখ রাসেল ক্রীড়া চক্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
শেখ মনি আরামবাগ ক্রীড়া সংঘ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
টিম বিজেএমসি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
রহমতগঞ্জ এমএফএস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
সাইফ স্পোর্টিং ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা

ম্যানেজার পরিবর্তন

সম্পাদনা
দল বিদায়ী ম্যানেজার আগন্তুক ম্যানেজার নিযুক্তির সময়
ব্রাদার্স ইউনিয়ন   জিওভান্নি স্কানু   নিকোলাস ভিতোরোবিচ প্রথম লেগের ৪র্থ রাউন্ডের শেষে

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
আবাহনী লিমিটেড (ঢাকা)[] (C, Q) ২২ ১৬ ৩৫ ১৩ +২২ ৫২ ২০১৮ এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন[]
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২ ১৪ ৪৫ ২৩ +২২ ৪৭
আবাহনী লিমিটেড (চট্টগ্রাম) ২২ ১৩ ২৭ ১৩ +১৪ ৪৪
সাইফ স্পোর্টিং ক্লাব (Q) ২২ ১১ ৩০ ১৬ +১৪ ৪১ ২০১৮ এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন[]
মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) ২২ ৩১ ২৬ +৫ ৩২
শেখ রাসেল ক্রীড়া চক্র ২২ ২১ ২১ ২৭
ব্রাদার্স ইউনিয়ন ২২ ১০ ২০ ৩০ −১০ ২২
আরামবাগ ক্রীড়া সংঘ ২২ ১১ ২৫ ৩৫ −১০ ২১
বিজেএমসি দল ২২ ১০ ১৫ ২৭ −১২ ২০
১০ রহমতগঞ্জ এমএফএস ২২ ১০ ১৯ ৩০ −১১ ১৮
১১ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২২ ১৪ ১৮ ৩৩ −১৫ ১৮
১২ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২২ ১৩ ১৬ ৩৫ −১৯ ১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন
১৩ জানুয়ারি ২০১৮ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. ঢাকা আবাহনী লিমিটেড ২০১৭ বাংলাদেশ ফেডারেশন কাপ জয় করে ২০১৮ এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করে।
  2. ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং এএফসি কাপে খেলার যোগ্য হিসেবে বিবেচিত হয়।[]

মৌসুমের পরিসংখ্যান

সম্পাদনা

শীর্ষ গোলদাতা

সম্পাদনা

উৎস:[]

ক্রম খেলোয়াড় ক্লাব গোল
  সলোমন কিং কানফর্ম শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫
  রাফায়েল ওদোভিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫
  কিংসলি চিগোজি মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) ১৩
  সিয়ো জুনাপিও ব্রাদার্স ইউনিয়ন ১০
  সানডে চিজোবা আবাহনী লিমিটেড (ঢাকা)
  আলামু বুকোলা আরামবাগ ক্রীড়া সংঘ
  এলিটা কিংসলে বিজেএমসি দল
  তাওহীদুল আলম সবুজ আবাহনী লিমিটেড (চট্টগ্রাম)

হ্যাটট্রিক

সম্পাদনা
খেলোয়াড় দল বিপক্ষে ফলাফল তারিখ সূত্র
  হেম্বার ভ্যালেন্সিয়া সাইফ স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ৫–০ ২৬ আগস্ট ২০১৭ []
  রাফায়েল ওদোভিন ওনরিভে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৫–০ ১৩ অক্টোবর ২০১৭ []
  রাফায়েল ওদোভিন ওনরিভে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ৬–৪ ১১ ডিসেম্বর ২০১৭ []

খেলোয়াড় ৪টি গোল করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শেখ জামালকে হারিয়ে শিরোপা জিতল আবাহনী"দৈনিক যুগান্তর। ৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "এএফসি ক্লাব কাপে আবাহনী  ও সাইফ স্পোর্টিং"দৈনিক সংগ্রাম। ৪ জানুয়ারি ২০১৮। ১৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Summary - Premier League - Bangladesh - Results, fixtures, tables and news - Soccerway"int.soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩ 
  4. "মৌসুমের প্রথম হ্যাটট্রিক, আসরের বড় জয়"মানবজমিন। ২৬ আগস্ট ২০১৭। 
  5. "রাফায়েলের চার গোলে শেখ জামালের গোলবন্যা"জনকন্ঠ। ১৪ অক্টোবর ২০১৭। ৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "রাফায়েল ও শেখ জামালের রেকর্ডের এক রাত..."জনকন্ঠ। ১১ ডিসেম্বর ২০১৭। ৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯