আব্দুর রহমান বদি

বাংলাদেশী রাজনীতিবিদ, সংসদ সদস্য
(আবদুর রহমান বদি থেকে পুনর্নির্দেশিত)

আব্দুর রহমান বদি (জন্ম: ৪ জানুয়ারি ১৯৭০) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ২৯৭ নং (কক্সবাজার-৪) আসন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য।[১] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।[২]

মাননীয় সংসদ সদস্য
আব্দুর রহমান বদি
পূর্বসূরীশাহজাহান চৌধুরী
২৯৭ নং (কক্সবাজার-৪) আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৩০ ডিসেম্বর ২০১৮
উত্তরসূরীশাহীন আক্তার
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-01-04) ৪ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)
কক্সবাজার
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশাহীন আক্তার
পেশারাজনীতি
জীবিকাব্যবসা
ধর্মইসলাম

জীবনী সম্পাদনা

২০০২ সালে বদি টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

বিতর্ক সম্পাদনা

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তাকে অনেক সময় বাংলাদেশের ইয়াবার মূল হোতা হিসেবে বিচেবনা করা হয়।[৩] বাংলাদেশের মাদকের পৃষ্ঠপোষক হিসেবে রাষ্ট্রীয় সংস্থাসমূহে যে তালিকা প্রণয়ন করে তাতে বদিকে পৃষ্ঠপোষক হিসেবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তরের তালিকায় তার নাম শীর্ষে দেখানো হয়েছে।[৪][৫][৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩৩। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৪ 'ইয়াবা ব্যবসায়ী'" 
  4. "সাংসদ বদি সৌদি গেছেন" 
  5. Pratidin, Bangladesh। "বদি কেন আলোচনায় - বাংলাদেশ প্রতিদিন" 
  6. (www.dw.com), Deutsche Welle। "মাদকবিরোধী অভিযান: আলোচনায় এমপি বদি - DW - 24.05.2018"DW.COM 

বহিঃসংযোগ সম্পাদনা