আদ্রিয়ান বিরেল

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

আদ্রিয়ান ভিক্টর অ্যাডি বিরেল (ইংরেজি: Adrian Birrell; জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৬০) কেপ প্রদেশের গ্রাহামসটাউনে জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন। আদ্রিয়ান বিরেল মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে দলে খেলেছেন। এছাড়াও তিনি আয়ারল্যান্ড ক্রিকেট দলে কোচের দায়িত্বে ছিলেন। গ্রাহামসটাউনের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে অধ্যয়ন করেন তিনি।[১]

আদ্রিয়ান বিরেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আদ্রিয়ান ভিক্টর বিরেল
জন্ম (1960-12-08) ৮ ডিসেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
গ্রাহামসটাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
সম্পর্কহ্যারি বিরেল (বাবা)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯০কান্ট্রি ডিস্ট্রিক্টস
১৯৮৫–১৯৯৭ইস্টার্ন প্রভিন্স
১৯৮৪–১৯৯৭ইস্টার্ন প্রভিন্স বি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪৫
রানের সংখ্যা ১,৪৬০ ৬৯
ব্যাটিং গড় ২১.১৫ ১৭.২৫
১০০/৫০ ১/৮ –/–
সর্বোচ্চ রান ১০৫ ২৪*
বল করেছে ৪,১২৭ ৬৬
উইকেট ৭৫
বোলিং গড় ৩০.১৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৮/১৩৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৫/– ১/–
উৎস: ক্রিকইনফো, ১৮ জানুয়ারি ২০১৭

২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ড দলের কোচ থাকা অবস্থায় দলকে সুপার এইট পর্বে উত্তরণ ঘটান। প্রতিযোগিতায় তার দল বাংলাদেশপাকিস্তান - এই দুই টেস্টখেলুড়ে দলকে পরাজিত করে। এরপর জিম্বাবুয়ের সাথে টাই করে। বিশ্বকাপের পর তাকে পদচ্যুত করা হয় ও ফিল সিমন্সকে তার স্থলাভিষিক্ত করা হয়।[২] ২০১৩ সালে তাকে দক্ষিণ আফ্রিকা দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা