আওলাদ হোসেন

বাংলাদেশী রাজনীতিবিদ

মোঃ আওলাদ হোসেন (জন্ম: ৪ জুন ১৯৬১)[১] একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।[২]

ড.
আওলাদ হোসেন
ঢাকা-৪ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীসৈয়দ আবু হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. আওলাদ হোসেন
(1961-06-04) ৪ জুন ১৯৬১ (বয়স ৬২)
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

শিক্ষাজীবন সম্পাদনা

আওলাদ হোসেন নটর ডেম কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগে অধ্যয়ন করেন। এ সময় তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[৩]

রাজনৈতিক জীবন সম্পাদনা

ছাত্রজীবনে আওলাদ হোসেন ছাত্রলীগের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে মহাজোট সৈয়দ আবু হোসেনকে মনোনয়ন দিলে আওলাদ হোসেন হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন।[৫] নির্বাচনে তিনি ১৪,৭৮৭ ভোট পেয়ে পরাজিত হন।[৬] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হলেও পরবর্তীতে মহাজোট সমর্থিত সৈয়দ আবু হোসেনকে সমর্থন জানিয়ে তিনি সরে দাঁড়ান।[৭]

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে আওয়ামী লীগ সানজিদা খানমকে এবং জাতীয় পার্টি সৈয়দ আবু হোসেনকে মনোনয়ন দিলে আওলাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন[৮] এবং ২৪,৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মোঃ আওলাদ হোসেন"বাংলাদেশ জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৪ 
  2. "ঢাকা-৪ : নৌকার সানজিদাকে হারিয়ে আওলাদ বিজয়ী"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  3. ড. মোঃ আওলাদ হোসেন (৬ জানুয়ারি ২০২২)। "বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ গড়ার পাঠশালা"ডিজিটাল বাংলা নিউজ। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  4. "ফিরে আসছেন ড. আওলাদ?"। বাংলা ইনসাইডার। ১১ নভেম্বর ২০১৯। 
  5. "ড. আওলাদ হোসেন আ.লীগ থেকে বহিষ্কার"কালের কণ্ঠ। ১৮ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  6. "ঢাকা-৪"জাতীয় সংসদ নির্বাচন | প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  7. "বাবলার সমর্থনে সরে দাঁড়ালেন আওলাদ"বাংলা ট্রিবিউন। ২২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  8. কাজী মোবারক হোসেন (৩০ ডিসেম্বর ২০২৩)। "ঢাকা-৪: সানজিদা, আওলাদ, বাবলার আসল পরীক্ষা এবার"বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪