অধিবিনায়ক

মানব মস্তকবিশিষ্ট হিন্দু দেবতা গণেশ

অধিবিনায়ক (অপর নাম নরমুখ বিনায়ক;[১] সংস্কৃত: अधिविनायक) হলেন হিন্দু দেবতা গণেশের (বিনায়ক) একটি রূপভেদ। শিবপুরাণে উল্লিখিত হয়েছে, শিব তাঁর পুত্র গণেশের মুণ্ডচ্ছেদ করেছিলেন। তার আগে গণেশের মস্তক স্বাভাবিক মানুষের মতোই ছিল। অধিবিনায়ক মূর্তিতে গণেশকে সেই মানবমুখী রূপেই দেখা যায়। গণেশের এই বিশেষ রূপটি অবশ্য অল্পপরিচিত। অল্প কয়েকটি মন্দিরই অধিবিনায়কের প্রতি উৎসর্গিত। তামিলনাড়ুর কুতানুরের নিকটে অবস্থিত মন্দিরটি এগুলির অন্যতম।[২]

নাম-ব্যুৎপত্তি সম্পাদনা

এই রূপটির সর্বাধিক পরিচিত নামটি হল অধিবিনায়ক। "অধি" শব্দের অর্থ "আদ্যকালীন" বা "প্রাচীন" এবং "বিনায়ক" গণেশেরই নামান্তর। দ্বিতীয় নাম "নরমুখ বিনায়ক" "নর" (মানব), "মুখ" (মুখমণ্ডল) ও "বিনায়ক" শব্দ তিনটির সমষ্টি।[১]

মূর্তিলক্ষণ সম্পাদনা

আদিবিনায়ক শিব কর্তৃক গণেশের মুণ্ডচ্ছেদ ও তারপর হস্তী বা গজের মস্তক লাভের ঘটনার পূর্ববর্তী অবস্থার মূর্তি। এই অবস্থায় গণেশের রূপ তাঁর দুই ভ্রাতা অয়াপ্পানকার্তিকের অনুরূপ ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Adi Vinayaka - The Primordial Form of Ganesh."agasthiar.org। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৭ 
  2. Awasthi, Anshu (সেপ্টেম্বর ৮, ২০১৬)। "This Is The ONLY Temple in The World Where Lord Ganesha Has a Human Face! Here's Its Amazing Story"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৭